আজ ৮ ফেব্রুয়ারি এইচএসসি রেজাল্ট ২০২৩, HSC Result 2023 ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ১২ লক্ষ ৩ হাজার ৪০৭ জন। সবাই আশঙ্কা মুক্তভাবে ভালোভাবে পরীক্ষা দিয়েছে। এবছরের ফলাফল তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় অনেকটা ভালো হয়েছে। অন্যান্য বছরের মত এবছরেরও পাশের হার সন্তোষজনক। ইতিমধ্যে অনেকে ফলাফল হাতে পেয়েছেন আবার অনেকে পাননি। যারা ফলাফল পাননি আমাদের দেখানো নির্দেশনা অনুসারে করুন তাহলে খুব দ্রুত ফলাফল হাতে পাবেন HSC Result marksheet সহ। আরো দেখতে পারবেন এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখার নিয়ম How to check HSC Result by Sms
এইচএসসি পরীক্ষার পর অনেকে বিভিন্ন কাজে যোগদান করে এবং ভর্তির কোচিং এর চলে যায়। যার কারণে অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকে এবং রেজাল্ট জানতে পারে না। আবার অনেকে শিক্ষকদের ফোন নাম্বার না থাকার কারণে এইচএসসি ফলাফল জানতে বিলম্ব করে। আজকে আপনার আপনাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনের মাধ্যমে এইচএসসির ফলাফল এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। এমনকি প্রতিষ্ঠান অনুসারে সকল ফলাফল দেখতে পারবেন। চলুন তাহলে দেখলেই কিভাবে দেখতে হয় HSC Result.
- HSC result 2023 Full Marksheet
- HSC Result Education Board
- HSC Result by SMS
- Dhaka Education Board result
- Rajshahi Education Board result
- Madrasa Board result
- Education Board result
- HSC result check online
HSC Result Education Board | আজকের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩
এইচএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে হলে Education Board এর ওয়েবসাইট থেকে সরাসরি দেখে দিতে পারবেন। এজন্য আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। দুপুর ১২ অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে। অনলাইনে ফলাফল দেখার নিয়ম হচ্ছে:
১. প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে প্রবেশ করুন। গুগল ক্রোমে প্রবেশ করার পর সেখানে http://www.educationboardresults.gov.bd OR www.educationboard.gov.bd hsc result এই এড্রেসটি বসান।
২. এড্রেসটি বসানোর পর ওয়েবসাইট থেকে প্রবেশ করলে সেখানে নিচের ছবির মত এইচএসসির তথ্য বসাতে বলবে। এগুলো তথ্য ভালোভাবে পূরণ করা লাগবে। তথ্যগুলো হচ্ছে:
- এইচ এস সি পরীক্ষার সাল
- পরীক্ষার্থীর বোর্ডের নাম
- রোল নম্বর
- রেজিস্ট্রেশন নম্বর
৩. পরীক্ষার্থীর সকল তথ্য বসানো হলে সর্বশেষ একটি ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাগুলো সাধারণত যোগ বিয়োগ হয়ে থাকে। যোগ বিয়োগ এর হিসাব করে বক্সটিতে বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।
ব্যাস এভাবেই আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবেন। যদি চান সেখান থেকেই HSC Result 2023 প্রিন্ট করে নিতে পারবেন। যে কোন দোকান থেকে এটি করা যায়।
HSC Result with Marksheet এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিটসহ ফলাফল দেখার নিয়ম
পরে আলোচনা করা হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে বের করতে হয় তা নিয়ে। কিন্তু অনেকের আবার ইচ্ছে মার্কশিটসহ পরীক্ষার ফলাফল দেখতে। কারণ কোন বিষয়ে কত নম্বর পেয়েছে অথবা কত নম্বর পেয়ে কোন গ্রেড মিস করেছে কিনা সেটা চেক করার জন্য এবং পরীক্ষা খারাপ হলে ভোট চ্যালেঞ্জ করার জন্য দেখে থাকে। চলুন তাহলে দেখে নেই কিভাবে HSC result with marksheet সহ দেখবেন।
১. প্রথমে মোবাইল দিয়ে গুগল ক্রোমে প্রবেশ করুন। তারপর https://eboardresults.com এই এড্রেসটিতে প্রবেশ করতে হবে
২. এড্রেসটিতে প্রবেশ করার পর ওয়েবসাইটটিতে খুলে যাবে। তারপর এখানে বিভিন্ন ধরনের পরীক্ষার তথ্য দিতে বলবে। যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন ইত্যাদি।
৩. তবে এখানে আগের ওয়েবসাইট থেকে একটু ভিন্ন দেখাবে। নতুন একটি অপশন রয়েছে ওয়েবসাইটটিতে। সেটি হচ্ছে রেজাল্ট টাইপ। এই অপশনটি থেকে যদি Individual সিলেক্ট করেন তাহলে তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।
HSC Institute Result
আর যদি শিক্ষা প্রতিষ্ঠান এর পুরো ফলাফল দেখতে চান তাহলে institution result অপশনটি নির্বাচন করতে হবে। তারপর কলেজের EIIN নাম্বার বসাতে হবে।
৪. সর্বশেষ ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এভাবেই HSC Result Marksheet ডাউনলোড করতে পারবেন।
Also Read: এইচএসসি রেজাল্ট ২০২৩ পাশের হার ৯৩.৫৮% শিক্ষা মন্ত্রণালয় জানালো এইচএসসি পাশের হার
How to check HSC result by Sms
যাদের কাছে এন্ড্রয়েড ফোন কিংবা কোন ধরনের ইন্টারনেট সংযুক্ত ডিভাইস না থাকে তাহলে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেনা। এজন্য আমরা অনেক সময় এইচএসসি রেজাল্ট কিভাবে এসএমএস এর মাধ্যমে দেখবো সেটা খুজে থাকি। আসুন জেনে নেই এসএমএসের মাধ্যমে কিভাবে HSC রেজাল্ট কিভাবে বের করবেন।
HSC <> Board <> Roll <> Year and Send To 16222
Example- HSC Dha 123445 2022 and send to 16222.
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার সময় অবশ্যই বোর্ডের সম্পূর্ণ নাম না দিয়ে প্রথম তিন অক্ষর বসাতে হবে এবং বাকি সব ঠিক থাকবে। উপরে উদাহরণ হিসাবে আমরা তা দেখিয়েছি। কোন বোর্ডের জন্য কি বসাতে হবে তা আমরা নিচে বিস্তারিত দিয়ে দিচ্ছি।
How To check HSC Result by Sms যেসব বোর্ডের রেজাল্ট গুলো দেখতে পারবেন এখান থেকে
Dhaka Board HSC RESULT = DHA
HSC Dha 123445 2022 and send to 16222
Dhaka HSC Result Check: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Comilla Board HSC RESULT = COM
HSC COM 123445 2022 and send to 16222
Comlla Board HSC Result: কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Chittagong Board HSC RESULT = CHI
HSC CHI 123445 2022 and send to 16222
HSC Result Check চট্টগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Jessor Board HSC RESULT = JES
HSC JES 123445 2022 and send to 16222
Jessor Board HSC Result Check: যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Sylhet Board HSC RESULT = SYL
HSC SYL 123445 2022 and send to 16222
Sylhet Board HSC Result: সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Dinajpur Board HSC RESULT = DIN
HSC DIN 123445 2022 and send to 16222
Dinajpur Board HSC Result Check: দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Rajshahi Board HSC RESULT = RAJ
HSC RAJ 123445 2022 and send to 16222
Rajshahi HSC RESULT রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Barisal Board HSC RESULT – Bar
HSC BAR 123445 2022 and send to 16222
Barisal Board HSC Result Check বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
Madrasa Board HSC RESULT = MAD
Alim MAD 123445 2022 and send to 16222
Alim Result 2023: আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম Madrasah Board
Technical Board HSC RESULT = TEC
HSC TEC 123445 2022 and send to 16222
এসএমএসের রেজাল্ট দেখার সম্পূর্ণ উপায় উপরে বলে দেওয়া হয়েছে। প্রতি এসএমএসের জন্য ২ টাকা ৬০ পয়সার মত কেটে থাকবে। যদি প্রথমবারে মেসেজ করার সাথে সাথে না আসে তাহলে দ্বিতীয়বার মেসেজ করবেন না। কারণে আসতে মাঝে মাঝে লেট হয়। তাই আপনার মেসেজ কনফার্ম ভাবে সেন্ড হলে অবশ্যই ফেরত মেসেজ পাবেন।
HSC Result Check korar jonno obossoi bangladesh education borad official website use korte hobe bangladesh education bprad official website address holo www.educationboard.gov.bd hsc result 2023.
এভাবেই এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এছাড়া HSC Result 2023 ফলাফল জানতে পারবেন না তারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জেনে নিবেন। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
HSC Result Tags: hsc results, HSC Result 2023 with Full Marksheet, hsc result 2023 check online, hsc 2023 result, hsc result 2023 check by SMS, hsc result 2023 bd, Alim Result 2023, hsc result 2023 published date, when published hsc result 2023, education board results, eboardresults.com, education board bangladesh, all result bd, এইচএসসি রেজাল্ট ২০২৩, এইচএসসি রেজাল্ট 2023, এইচএসসি রেজাল্ট, নাম্বার সহ এইচএসসি রেজাল্ট 2023, এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩, এইচএসসি পরীক্ষার ফলাফল দেখুন মার্কশিটসহ, এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে, HSC পরীক্ষার ফলাফল দেখার নিয়ম, এইচএসসির ফল প্রকাশ, এইচএসসির ফলাফল প্রকাশ, আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩, আলিম পরীক্ষার ফলাফল 2023