যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC Result Jessor Board 2023

মাহফুজুর রহমান
HSC Result Jessor Board

      যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ এ গত বছরের থেকে পিছিয়ে রয়েছে। কেননা যেখানে গত বছর পাশের হার ছিল ৯৮.১১ শতাংশ সেখানে এ বছর হয়েছে সেখানে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। ‌ যা তুলনামূলকভাবে যশোর বোর্ড অনেক পিছিয়ে গেছে। বিগত বছরগুলোতে এসএসসি এবং এইচ এস সি এর মত পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ অবস্থান করে। ‌ এবছর বরং অনেকটা পিছিয়ে গেছে। তবে আশা করা যায় আগামীতে আবার তার পরের অবস্থানে ফিরে আসবে। যশোর বোর্ড থেকে এইচ এস সি পরীক্ষা ২০২৩ এ ২০,৮৭৮ জন জিপিএ ফাইভ পেয়েছে।

      যশোর বোর্ড এর এক কর্মকর্তা জানিয়েছেন কত বছর পরীক্ষার বিষয়‌ কম থাকার কারণে অনেক ভালো রেজাল্ট করেছিল এবং জিপিএ ফাইভ এর পরিবার ভালো ছিল। এবার সবগুলো বিষয়ে পরীক্ষা হওয়ার কারণে ফলাফল তুলনামূলক ভাবে আশা জনক হয়নি। তবে যাই হোক না কেন ছাত্রছাত্রীরা আনন্দের সহিত রেজাল্ট উদযাপন করেছে। যাদের রেজাল্ট চাহিদা অনুযায়ী হয়নি তারা ভেঙে পড়বেন না। বরং ভর্তি প্রস্তুতির জন্য আবার পুনরায় প্রস্তুত হন।

      আজ সকাল দশটার পরেই যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে যারা ফলাফল পেয়েছেন তাদের জন্য অভিনন্দন কিন্তু যারা পাননি তারা এখনি আমাদের আর্টিকেল অনুযায়ী দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করে রেজাল্ট জেনে নিন।

      এসএমএস এর মাধ্যমে যশোর বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখুন

      প্রথমে আসি আমরা কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচ এস সি পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট দেখব।‌ প্রথমে হ্যান্ডসেট হাতে নিন এবং মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC Roll Number Year এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

      ইন্টারনেটে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখুন

      ইন্টারনেট কানেকশনযুক্ত যেকোনো ডিভাইস থেকে অনলাইনে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। ‌ মজার বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের এইচ এস সি রেজাল্ট দেখার জন্য তাদের নিজস্ব ওয়েব সাইট এবং সার্ভার রয়েছে। ঝামেলা বিহীন এবং সার্ভারের ব্যস্ততা ছাড়াই খুব সহজে এখান থেকে ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার জন্য যা যা করতে হবে

      ★ এন্ড্রয়েড ফোন কিংবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন যুক্ত করার পর যেকোনো একটি ব্রাউজার খুলে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি গুগল ক্রোম থাকে।

      ★ ব্রাউজারটি ওপেন করার পর এড্রেস বারে গিয়ে https://www.jessoreboard.gov.bd/resultjb এড্রেসটিতে প্রবেশ করলে নতুন একটি পেজ সামনে আসবে।

      ★ পেজটি খুলে গেলে সেখানে শুধু রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দিয়ে Find বাটনে ক্লিক করতে হবে। ‌ ক্লিক করার সাথে সাথেই রেজাল্ট সামনে চলে আসবে। ‌‌

      যশোর বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

      এখানে সাল, পরীক্ষা, ক্যাপচা ইত্যাদি পূরণের কোন ঝামেলা নেই। খুব সহজভাবেই এখান থেকে যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল দেখে দিতে পারবেন।

      যশোর বোর্ডের এইচএসসির ফলাফলের অবস্থা
      প্রথমেই আমরা জানিয়েছি তুলনামূলকভাবে এ বছরে যশোর বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। ‌ তবে দশটি জেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ‌ অন্যদিকে ৬ টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি। ‌ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা ৯৮ হাজার ২৬৯ জন। ‌ তবে প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে।

      এইচএসসি রেজাল্ট HSC Result 2023 with Marksheet

      সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Sylhet Board

      Share This Article
      মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।