কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC Result Cumilla Board 2023

কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | HSC Result Cumilla Board 2023

    আপনি কি কুমিল্লা বোর্ডের এইচ এস সি পরীক্ষার‌ রেজাল্ট ২০২৩ এখনো পাননি? দ্রুত আপনার ফলাফল জানা দরকার? হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। ‌ আমাদের আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লেই আপনি এক মুহূর্তেই ফলাফল বের করতে পারবেন। সারা বাংলাদেশে এইচএসসি রেজাল্ট ২০২৩ বের করার নিয়ম একই। অনলাইনের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে পদ্ধতিতে ফলাফল দেখতে পারবেন। চলুন দেখে নেই কুমিল্লা বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩ কিভাবে দেখতে হয়। ‌

    এসএমএস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট দেখবে যেভাবে

    আপনার হাতে যেকোনো একটি হ্যান্ডসেট এবং যেকোনো অপারেটরের একটি সিম থাকে তাহলে এসএমএসের মাধ্যমেই রেজাল্ট জানতে পারবেন। একটি অপারেটর থেকে একাধিক ফলাফল জানা যায়। প্রতিটি এসএমএসের জন্য দুই টাকা ষাট পয়সা চার্জ প্রযোজ্য। প্রথমে যে কোন একটি হ্যান্ডসেট নেন এরপর মেসেজ এ গিয়ে লিখুন HSC COM 112299 2022 এবং সেন্ড করুন 16222 তে। এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। প্রথমে HSC এবং তারপর যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের বসাতে হবে এবং রোল নাম্বার পাশের সাল আপনার পরীক্ষা অনুযায়ী দিয়ে তারপর মেসেজ পাঠাতে হবে।

    কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ অনলাইনে দেখুন

    হাতে মাত্র একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে সেখান থেকে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখে নিন এখনি। এজন্য সর্বপ্রথম মোবাইল থেকে eboardresult.com এই অ্যাড্রেসে প্রবেশ করুন।

    ঢাকা শিক্ষা বোর্ড রেজাল্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, পাশের সাল এবং অন্যান্য তথ্য দিয়ে রেজাল্ট বের করতে হবে। এখানে ব্যক্তিগত রেজাল্ট মার্কশিট সহ দেখা যাবে।

    কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান

    অনুসারে দেখতে চান তাহলে তাও দেখতে পারবেন। এজন্য উপরের ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর Result Type এ গিয়ে Institute সিলেক্ট করতে হবে এবং নিচে EIIN নাম্বার বসানোর জন্য একটি অপশন পাওয়া যাবে। ‌ সেখানে কলেজের ওই নম্বরটি বসানোর পর ক্যাপচা পূরণ করে, সাবমিট বাটনে ক্লিক করলেই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর ফলাফল পাওয়া যায়।

    কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা রেজাল্ট অবস্থা


    কুমিল্লা বোর্ডে এবার সর্বোচ্চ পাসের হার হয়েছে। ২০২২ এর এইচএসসি পরীক্ষা রেজাল্ট এ পাশের হার ৯০.৭ শতাংশ‌ এবং মোট জিপিএ ৫ পেয়েছে ১৪৯১১ জন। ‌ ফলাফলে কুমিল্লা বাসী শিক্ষার্থী এবং অভিভাবকরা উল্লাস প্রকাশ করেছেন। ‌ তাদের আশা এই বোর্ড ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে।

    ফলাফলের পরে করনীয়
    ফলাফল যেহেতু আজকে দিয়েছে রেজাল্ট যেমনই হোক কোন ধরনের দুশ্চিন্তা করার কারণ নেই। সামনে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করুন এবং অনার্সে ভর্তির জন্য ভালো প্রস্তুতি নিন। যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং নিজেকে উচ্চ পর্যায়ে দিয়ে যেতে পারেন। এভাবেই আপনার আগামী পথ চলা শুভ হোক। আর আমাদের দেখানো পদ্ধতিতে কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ বের করে ফেলুন। ‌

    এইচএসসি রেজাল্ট HSC Result 2023 with Marksheet

    Also Read: সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result 2023 Sylhet Board

    Share This Article
    মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
    Exit mobile version