চট্টগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম | HSC Result Chittagong Board 2023

মাহফুজুর রহমান
HSC Result Chittagong Board

        প্রথমে অভিনন্দন জানাই যেসব শিক্ষার্থীরা জিপিএ ৫ পেয়েছে এবং তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছে। বিশেষ করে জানাচ্ছি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা রেজাল্ট এ যারা সন্তুষ্ট তাদের প্রতি। ‌ সত্যিই তারা প্রশংসার দাবিদার। কারণ এইচএসসি পরীক্ষার সময় একমাত্র পরিশ্রমে এবং অধ্যাবসায়ী ছাত্র-ছাত্রীরাই ভালো ফলাফল করতে পারে। ‌ যদিও সারা বাংলাদেশে প্রশ্ন ফাঁসের একটা ভুয়া তথ্য ছড়িয়ে ছিল। তবু তারা সেদিকে কর্ণপাত না করে মেধাকে কাজে লাগিয়ে এই ফলাফল করেছে। ‌ আর যাদের ফলাফল আশাজনক হয়নি তাদের‌ জন্য রইল দোয়া। যাতে তারা ভবিষ্যতে সাফল্য লাভ করতে পারে।

        তবে তারা যে রেজাল্টটি করুক না এইচএসসি পরীক্ষার পর ভর্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করবেন। ‌ জিপিএ ফাইভ মানে এই নয় যে আপনি কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পাবেন না। শুধুমাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাছাড়া দেশের শীর্ষ স্থানীয় প্রায় সকল ইউনিভার্সিটিগুলোতে অংশগ্রহণ করতে পারা যায়। ‌ সেই সঙ্গে রেজাল্ট খারাপ হওয়ার কারণে হতাশ না হয়ে পুরো নতুন উদ্যমে ভর্তির প্রস্তুতি নেন। কারণ ফলাফল শুনেই ভেঙ্গে পড়লে হবে না, কারণ অন্ধকারের পরে আলোর দেখা মেলে। হয়তোবা আপনি আপনার এই পজিশন থেকে আরো ভালো কোন কিছু পেতে পারেন।

        যাইহোক চট্টগ্রাম বিভাগ এর প্রতি আমার আলাদা টান থাকারই কথা। কারণ বেশ কয়েক বছর আমি সেখানে অবস্থান করেছিলাম। সেখানকার শিক্ষার্থী বেশ পরিশ্রমে এবং অধ্যাবসায়। এখন পর্যন্ত চট্টগ্রাম বোর্ড এইচএসসি পরীক্ষার রেজাল্ট এখনো পাননি তারা নিচের স্টেপ গুলো ফলো করে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখে নিন।

        মার্কশিটসহ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২৩

        শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ই প্রথমে তারা চায় মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য। ‌ বিষয়ে কত নাম্বার পেয়ে কোন গ্রেড মিস হয়েছে কিনা সেটা বোঝার জন্য এবং সে অনুযায়ী অনেকে বোর্ড চ্যালেঞ্জ করবে তার জন্য। এইচএসসি পরীক্ষার পরেই ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায় সে সঙ্গে অনার্স এডমিশন। মার্কশিটসহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখে নেই।

        • মার্কশিট সহ এইচএসসি পরীক্ষা‌ ২০২৩ দেখার জন্য প্রথমে যে কোন একটি ব্রাউজার নিতে হবে। তারপর https://eboardresults.com লিংকটা কপি করে তারপর আপনার ব্রাউজারে পেস্ট করে এন্টার করুন।

        • ওয়েবসাইটটি প্রবেশ করার পর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনে অন্যান্য তথ্য দিয়ে সাবমিট করার একটি ফরম এর মত ওপেন হবে।

        • সেখানে সকল তথ্যগুলো পূরণ করে Submit Button এ প্রেস করতে হবে। ‌

        অবশ্যই সকল তথ্যগুলো সঠিকভাবে প্রবেশ করাতে হবে। তা না হলে এরর দেখাবে। আর হ্যাঁ, সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে অবশ্যই ক্যাপচারটি পূরণ করে নিবেন। বলতে পারেন ক্যাপচা পূরণ করার দরকার কি? ক্যাপচা পূরণ করতে হয় মূলত আপনি রোবট না একজন মানুষ এটা প্রমাণ করার জন্য।

        চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বিষয়ক

        এবার চট্টগ্রাম বোর্ড থেকে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার এর বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ‌ এবারের পাশের হার অন্যান্য বছরের তুলনায় তুলনামূলকভাবে বেশি। কত শতাংশ তা এখনো জানা যায়নি। খুব শীঘ্রই আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। ‌ যদি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারেন তাহলে কিছু সময় পর পর ওয়েবসাইট গুলোতে ঢুকে রেজাল্ট দেখার চেষ্টা করবেন। কারণ চট্টগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট এর ফলাফলের দিন সার্ভার ব্যস্ত দেখায়। ‌

        এইচএসসি রেজাল্ট HSC Result 2023 with Marksheet

        সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম HSC Result Sylhet Board

        যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

        Share This Article
        মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।