একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩ | HSC Bangla 2nd Paper Guide PDF Download

সাহেদা জান্নাত

আসসালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র গাইড পিডিএফ বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন ।আশা করি আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং হাতের নাগালে যেকোন সময় সঠিক সমাধান পেতে আমাদের সাথেই থাকবেন।আজ আমি শেয়ার করলাম একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র।

এইচএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই আমাদের ব্লগে ইতোমধ্যে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন শেয়ার করেছি ইনশাআল্লাহ অনেক কমন পড়বে আমাদের সাজেশন টি ফলো করলে আর এই পোস্ট টিতে বাংলা দ্বিতীয় পত্রের সূচিপত্র শেয়ার করা হলো ;

প্রথমে থাকছে ব্যাকরণ অংশ:

১….. ব্যাকরণ ও ব্যাকরণ পাঠের গুরুত্ব।

২….. বাংলা ভাষা।

৩…….ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব : ধ্বনি ও বর্ণ ,লিপি ও বর্ণমালা ,স্বরধ্বনি ও স্বরবর্ণ ,ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনবর্ণ ,স্বরধ্বণির পরিচয়।

৪….. রূপতত্ত্ব : ব্যাকরণিক শব্দশ্রেনীর পদ .. সংক্ষিপ্ত আলোচনা।

৫…… বাক্যতত্ত্ব।

৬….. বাগর্থতত্ত্ব।

এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র ১০০ নম্বরের। ব্যাকরণ ৩০ নম্বরের

  • বাংলা উচ্চারণে নিয়ম।
  • বাংলা বানানের নিয়ম।
  • বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেনী।
  • বাংলা শব্দ গঠন ( উপসর্গ,প্রত্যয় ,সমাস)।
  • বাক্যতত্ত্ব।
  • বাংলা ভাষার উপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ।

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র ২০২৩ নির্মিতি ….৭০ নম্বর।

  • পারিভাষিক শব্দ থেকে ১ টি এবং অনুবাদ ইংরেজি থেকে বাংলা।১ টি করে মোট দুটি প্রশ্ন থাকবে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণ থেকে ১ টি এবং ভাষণ রচনা ও প্রতিবেদন রচনা থেকে ১ টি করে মোট ২ টি প্রশ্ন থাকবে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • বৈদুতিন চিটি অথবা খুদে বার্তা থেকে ১ টি এবং পত্র লিখন অথবা আবেদন পত্র থেকে একটি করে মোট দুটি প্রশ্ন থাকবে .. ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • সারাংশ ও সারমর্ম ও সার সংক্ষেপ থেকে ১ টি এবং ভাবসম্প্রসারণ থেকে ১ টি করে মোট দুটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে।
  • সংলাপ রচনা থেকে একটি এবং খুলে গল্প রচনা থেকে একটি করে মোট দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • প্রবন্ধ রচনা ৫ টি বিকল্প থাকবে ১ টি রচনা লিখতে হবে ‌‌

এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের গাইড বই সম্পর্কে যাবতীয় বিষয় এছাড়াও বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন আমাদের ব্লগে ইতোমধ্যে শেয়ার করা হয়েছে আপনারা ও বেশী করে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন।

একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড পিডিএফ ডাউনলোড ২০২৩

HSC ICT Guide PDF Download 2023

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।