এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC Bangla 1st Paper Suggestion 2023

HSC Bangla 1st Paper Suggestion

HSC Bangla 1st Paper Suggestion 2023 এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ScholarsMe আজ আপনাদের জন্য HSC Bangla 1st Paper, HSC Suggestion (PDF) নিয়ে এসেছে। এইচএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্র খুব গুরুত্বপূর্ণ। আর তুলনামূলক সহজ পরীক্ষা হয়ে থাকে। তবে ততটা সহজ নয়, তাই একেবারে সহজের জন্য আপনাকে সিলেবাস ও সাজেশন ফলো করতে হবে।

আমাদের এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ অনু্যায়ী পড়লে আপনার চিন্তার কারণ নেই। কেননা আমরা দেশের অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে আমাদের সাজেশন সাজিয়েছি। যা আপনাকে শতভাগ সফলতার নিশ্চয়তা রয়েছে।

bangla 1st paper suggestion প্রকাশ করেচি। প্রতিবছর আমরা সাজেশন প্রকাশ করি। আর আমাদের সাজেশন অনুযায়ী গত বছর বাংলা ১ম পত্রে ৯৫% কমন পড়েছে।

HSC bangla 1st paper suggestion 2023

এবছর করেনার কারণে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের অধীনে হতে যাচ্ছে। বাংলা ১ম পত্রেও সংক্ষিপ্ত সিলেবাসে হবে। নিচে বাংলা ১ম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস উল্লেখ করা হল। সাজেশন জানার আগে কোন কোন টপিকস পরীক্ষা হবে তা জানা খুব জরুরী।

এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন

বাংলা ১ম পত্র সিলেবাস গল্প

১. অপরিচিতা
২. বিলাসী
৩. আমার পথ
৪. মানব-কল্যাণ
৫. মাসি-পিসি
৬. বায়ান্নর দিনগুলো
৭. রেইনকোট
৮. সোনার তরী

কবিতা

৯. বিদ্রোহী
১০. প্রতিদান
১১. তাহারেই পড়ে মনে
১২. আঠারো বছর বয়স
১৩. ফেব্রুয়ারি ১৯৬৯
১৪. আমি কিংবদন্তীর কথা বলছি

নাটক-উপন্যাস

১৫. লাল সালু
১৬. সিরাজউদ্দৌলা

এই ১৬ টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এইচএসসি পরীক্ষা হবে।

আঠারো বছর বয়স

১. তরুণদের শক্তি সাহস উদ্দীপনা সম্পর্কে ধারণা
২. অদম্য অপ্রতিরোধ্য তারুণ্যের সম্ভাবনাময় দিকগুলো
৩. আঠারো বছর বয়সের শারীরিক মানসিক সামাজিক সংকটের স্বরূপ
৪. ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি ঘটে।
৫. দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়সের প্রশস্তির তাৎপর্য – ব্যাখ্যা কর?

তাহারেই পড়ে মনে” Hsc Bangla 1st paper Short syllabus.

১. প্রকৃতির সঙ্গে মানব মনের সাদৃশ্য
২. শিল্প-সাহিত্য তৈরেতে মানব মনের প্রভাব ব্যাখ্যা কর।
৩. গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদ বেদনার প্রভাব
বিশ্লেষণ কর।

“সাম্যবাদী” বাংলা ২য় পত্র এইচএসসি সাজেশন।

১. পৃথিবীর সকল মানুষের প্রতি কবির সমদৃষ্টি ও অসাম্প্রদায়িক মনোভাব সম্পর্কে লেখ।
২. কূপমন্ডুকতা পরিহার করে উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হওয়ার গুরুত্ব বিশ্লেষণ কর?
৩. সকল ধর্ম ও ধর্ম গ্রন্থের সার কথার তাৎপর্য কী?
৪. লোকধর্ম অপেক্ষা মানুষের হৃদয় ধর্মের প্রতি গুরুত্ব আরোপ করার রহস্য

“এই পৃথিবীতে এক স্থান আছে” এইচএসসি সাজেশন।

১. বাংলার প্রকৃতির সৌন্দর্যের স্বরূপ বিশ্লেষণ কর।
২. প্রকৃতি প্রেম ও দেশপ্রেমের সম্পর্ক ব্যাখ্যা লেখ।
৩. জন্মান্তরবাদ সম্পর্কে যা জান।
৪. প্রাচ্যের বিভিন্ন পৌরাণিক চরিত্র ও অনুষঙ্গ সম্পর্কে ধারণার স্বরুপ।
৫. বাংলার প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
৬.জীবনানন্দ দাশের কবিতার গঠন সম্পর্কে ব্যাখ্যা লেখ।

সেই অস্ত্র কবিতা সাজেশন

১. সভ্যতার চিরন্তন প্রতিশ্রুতি কী? ব্যাখ্যা কর।
২. প্রকৃতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হলে কি করতে হবে।
৩. ভালোবাসার প্রয়োজনীয়তা
৪. যুদ্ধের কুফল ও উত্তরণের পথ সম্পর্কে বিশ্লেষণ কর।
৫. জাতি ও বর্ণ বৈষম্য থেকে মুক্তি লাভের উপায় জী?
৬. মানবতার প্রতিশ্রুতি রক্ষায় ভালোবাসার গুরুত্ব কী? ব্যাখ্যা কর।

বিভীষণের প্রতি মেঘনাদ।

এ কবিতা থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। কাজেই নিচের মূল বিষয় জানা আবশ্যক।

১.কবিতাটিতে প্রকাশিত স্বাজাত্যবোধ ও নৈতিকতা সম্পের্ক বল।
২. মেঘনাথ চরিত্রে ফুটে উঠা গুণাবলী দেশপ্রেমের স্বরূপ, বিশ্লেষণ কর।
৩. বিভীষণ চরিত্রে প্রকাশিত দেশের বৈরিতা বিশ্লেষণ কর।
৪. কবিতায় বিধৃত বীরত্ব ও কা-পুরুষতার স্বরূপ উদঘাটন।
৫. পৌরাণিক কাহিনী ও তার নতুননির্মাণ বিশ্লেষণ কর।

ঐকতান বাংলা ১ম পত্র সাজেশন

১. পৃথিবীর বিচিত্র দেশ ও বৈচিত্র্যময় জনজীবনের সঙ্গে একাত্মতা অনুভব করার স্বরুপ।
২.অপাংক্তেয় ও প্রান্তিক মানুষের প্রতি সহমর্মিতা তাৎপর্য ও গুরুত্ব।
৩. শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধা।
৪. সাহিত্য বা শিল্প সৃষ্টিতে মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্বের স্বরুপ।

এইচএসসি শর্ট সাজেশন বাংলা ১ম পত্র

বাংলা ১ম পত্রের কিছু সৃজনশীল প্রশ্ন।

এইচএসসি পরীক্ষা বাংলা ১ম পত্রে আসতে পারে এমন কিছু প্রশ্নের নমুনা নিচে দেওয়া হল। এগুলো অনুসরণ করলে আপনার অন্যান্য প্রশ্ন বা কমন না পড়লেই আপনি আনায়াসে উত্তর দিতে পারবেন। তাছাড়া এগুলো কমন পড়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে।

সৃজনশীল প্রশ্ন ১:

সমাজসেবার দিকে বাংলার ক্ষুদিরাম, হাজী মুহসিন, শেরে বাংলা ফজলুল হক, মওলানা আবদুল হামীদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, চে গুয়েভারা মতো মহান নেতার নাম উল্লেখযোগ্য। মানব সেবায় আত্মনিয়োগ করে ইতিহাসে তাঁরা চিরস্মরণীয় আছেন। তাঁরা শুধু অর্থ দিয়ে নয়, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে মানুষ সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এসব মহৎ ব্যক্তির জীবনাদর্শ অনুসরণ করে মানবসেবায় আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারি।

ক. কোন ধারণাটি সংকীর্ণ মনোভাবের পরিচায়ক?
খ. কীভাবে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়?
গ. উদ্দীপকে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বিষয়বস্তু ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের সার্বিক চিত্র তুলে ধরতে পারেনি”— মন্তব্যটির যথার্থ?

সৃজনশীল প্রশ্ন ২.

দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুনলে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজলে বাঁশি, বহ্নি হলো কান্না, হাসি
সুরের ব্যথায় প্রাণ উদাসী-
মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে!’

ক. কবি নিজেকে কার শিষ্য বলেছেন?
খ. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটির অর্থবহন করে ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দুর্বাসা ‘বিদ্রোহী’ কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক, মন্তব্যটি কি যাথার্থ। বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ :

লেভ তলস্তয়ের ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের নায়ক পাখোম লোভী প্রকৃতির ছিল। একদিন প্রতিবেশী দেশে প্রতিদিন জমি ১০০ রুবল শুনে অধিক জমির লোভে সে দেশে ছুটে যায় আর জমি ক্রয় করে। এক দিনে যতটুকু জমি সে ঘুরতে পারবে, ততটুকু জমি তার মালিকানায় থাকবে। এমন লোভনীয় প্রস্তাবে সে ভীষণ লোভে পড়ে। সে শারীরিক ক্লান্তিকে গুরুত্ব না দিয়ে বেশি জমি পাওয়ার লোভে সারা দিন সে ছুটে চলে, আর দৌড়ায়। কিন্তু তার শেষ পরিণতি মৃত্যুই হয়।

ক. মহাকালের স্রোতে কী টিকে ?
খ. মাঝি চলবার সময় কোনো দিকে তাকায় নি কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সোনার তরী’ কবিতার মূলভাবকে কতটা প্রতিফলিত করতে পেরেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪.

করিম রহিমের চায়ের দোকানে কাজ করে। একদিন করিম চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে দুটি কাপ ভেঙে ফেলে। এতে রহিম তাকে মারধর করে। রাতের কাজ শেষে যখন করিম বাড়ি ফিরবে হঠাৎ সে দোকানের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে, দোকানির মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে করিম রহিমের টাকাগুলো ফেরত দেয়। তখন রহিম করিমকে শাস্তি দেওয়ার জন্য লজ্জিত হয়। পরে করিমের বেতন বাড়িয়ে দেয়।

ক. ‘নিরন্তর’ শব্দের অর্থ কী?
খ. ‘ফুল করি দান সারাটি জনম-ভর’— পঙক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে প্রতিদান’ কবিতার সাদৃশ্য আলোচনা কর।
ঘ. “রহিম সাহেবের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণের সহায়ক।’- উক্তিটি বিশ্লেষণ কর।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড

HSC all Guide PDF Download করতে ভিজিট করুন

সৃজনশীল প্রশ্ন ৫

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য
ধ্বংসের মুখোমুখি আমরা,
চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

ক. কমলবান’ শব্দের অর্থ কী ?
খ. “আবার নামবে সালাম রাজপথে” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে “ফেব্রুয়ারি ১৯৬৯”- এর কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
ঘ. “ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে।” মন্তব্যটি কী যথার্থ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬

ভিতরে আমার বাঁশি বাজে না আর,
উড়েনা পাখি আঁকাবাঁকা সাদা ঝাঁক
নদী জলের ঢেউগুলো নির্বাক
ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড় ।

ক. ‘তাহারেই পড়ে মনে” কবিতাটি ১ম কোন পত্রিকা প্রকাশিত করে?
খ. “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই” – ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকটির কোন দিকটি “তাহারেই পড়ে মনে” কবিতার সাথে মিলে, তা চিহ্নিত কর আলোচনা কর।
ঘ. উদ্দীপকের ‘ভিতরে আমার বাশিট বাজেনা আর’ এর দহন ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির অন্তর্দহন – তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও?

নিচের ৭ নং প্রশ্নটি বাংলা ১ম পত্রের অপরিচিতা পাঠ থেকে। এ প্রশ্নটি অনুসরণ করলে আপনার এ পাঠের সংশ্লিষ্ট প্রশ্ন দিতে পারবেন।

সৃজনশীল প্রশ্ন ৭ :

কন্যার পিতা কমল ঠাকুর আমাদের সুজন দত্তের হাতে পায়ে ধরিয়া বলিলেন, “শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব।” সুজন দত্ত বলিলেন, “টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না।” এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া ইতোমধ্যে একটি সুবিধা হইল। বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাবাকে বলিয়া বসিল, “কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না; বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব।

ক. অনুপমের বয়স বিয়ের সময় কত ছিল?
খ. ‘অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।” ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকের বরের সাথে ‘অপরিচিতা” গল্পের অনুপমের বৈসাদৃশ্য তুলে ধর।
ঘ. “উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে।”- মন্তব্যটির যৌক্তিক আলোচনা কর।

এইচএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন

এইচএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন

শেষকথা

এইচএসসি পরীক্ষা এর যে সাজেশন আমরা দিচ্ছি শিক্ষার্থীরা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আর আপনারা ভালোভাবে পড়াশুনা করলে অবশ্যই বাংলা ১ম পত্রে A+ পাবেন। সেজন্য সময়কে যথাযথ কাজে লাগাতে হবে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version