ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম: ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন একটি ব্যাংক। ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় মূলধনি আর্থিক প্রতিষ্টান।
ন্যাশনাল ব্যাংকের সদরদপ্তর
ন্যাশনাল ব্যাংকের সদরদপ্তর হল ১৮, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ।
ন্যাশনাল ব্যাংক প্রতিষ্টিত হয় কবে?
ন্যাশনাল ব্যাংক প্রতিষ্টিত হয় ১৯৮৩ সলে।
ন্যাশনাল ব্যাংক একাউন্ট।
ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংক। আজ আমরা ন্যাশনাল ব্যাংকের একাউন্ট খোলতে হয় কিভাবে? এসব তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
ন্যাশনাল ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম।
ন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিচে উল্লেখ করা হল।
- প্রথমে প্লে স্টোর থেকে NBL app ডাউনলোড করুন।
- তারপর অ্যাপটি ওপেন করে বক্সে নম্বর দিয়ে সেন্ট ওটিপি ক্লিক করুন।
- Otp নম্বর দিয়ে নেক্সটে ক্লিক করুন।
- তারপর এনআইডি কার্ডের উভয় দিকের ছবি দিন।
- তারপর আপনার ছবি তুলতে বলবে, আপনি ছবি দিবেন।
- আপনার ইনফরমেশন যাচাই করে সামনে আগাবেন।
- আপনার এডরেস দিন।
আপনার থানা, জেলা সবকিছুর তথ্যা দিতে হবে। আপনার পোস্ট কোড সহ যে তথ্য আছে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন।
- তারপর আপনি নিকটস্থ ন্যাশনাল ব্যাংকের শাখা সিলেক্ট করুন।
- তারপর sb account সিলেক্ট করুম।
- পেশা সিলেক্ট করুন।
- মসিক কত টাকা আয় করেন, তা দিতে হবে।
- আপনার কর্মস্হলের ঠিকানা দিন। মাসিক কত টাকা দিবেন তার একটা হিসাব দেন।
- মাসিক কত টাকা ডিপোজিট করবেন তা দিন।
তারপর নেক্সট ক্লিক করুন। তারপর কয়েকটি ফ্যাসিলিটিস আসবে, আপনা তা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সিগনেচার চাইবে, আপনি হাত দিয়ে সিগনেচার দিতে পারবেন। তারপর সাবমিট করবেন।
রুপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২
নমোনির পরিচয়।
- আপনাকে নমোনি একজন সিলেক্ট করতে হবে।
- প্রথমে নমোনির নাম, বাবা নাম, মায়ের নাম লিখবেন।
- তারপর নমোনির জন্ম তারিখ লিখে দিতে হবে।
- নমোনির সাথে আপনার সম্পর্ক।
- তারপর নমোনির এনআইডি কার্ডের নম্বর লিখে দিবেন।
- নমোনির ছবি দিতে হবে। আপনি গ্যালারি থেকে দিতে হবে।
- নেক্সটে ক্লিক করার পর আপনার সব তথ্যগুলো আবার দেখাবে। আপনি তথ্যগুলো যাচাই করে নিবেন। কোন তথ্য ভুল হলে এডিট করে নিতে পারবেন। তারপর সাবমিট করলেই আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে।
আপনার মোবাইল একটি টসএমএস আসবে। সেটার মাধ্যমে আপনার একাউন্ট নম্বর দেওয় হবে।
ন্যাশনাল ব্যাংক ডিপিএস।
ন্যাশনাল ব্যাংকে মাসে মাসে আপনি টাকা জমা করতে পারবেনে। এ সংক্রান্ত নিয়ম কি, তা আমরা নিচে আলোচনা করব।
- ন্যাশনাল ব্যাংকে পাঁচ ধরণের ডিপিএস আছে।
- ৫০০, ১০০০ হাজার, ২ হাজার, ৫ হাজার থেকে ১০ হাজার জমা করতে পারবেন।
- ন্যাশনাল ব্যাংকের ডিপিএস এর মেয়াদ হলো ৩,৬,৮ ও ১০ বছর।
- ৭.৭৫ থেকে ৯.৫ % পর্যন্ত সুদের হার।
ন্যাশনাল ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক
আরো জানতে বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করুন।