কিভাবে ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন | How to Download Canva App in 2023

canva app download

আমরা অনেকেই সহজেই কিভাবে ক্যানভা ডাউনলোড করতে হয় তা জানা নেই এবং অনেকেরই এই টুল বা অ্যাপ সম্পর্কে বেশ ধারণা নেই। ক্যানভা হলো একটি ডিজাইনিং টুল ও অ্যাপ এটি দ্বারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ব্যবসায়ের জন্য অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য ডিজাইন তৈরি করতে পারবেন। আজ আপনাদের সাথে এই ক্যানভা টুল বা অ্যাপ দিয়ে কি কি করতে পারবেন এবং এই টুল ও অ্যাপ আপনারা কিভাবে সহজেই ডাউনলোড করবেন তা বিস্তারিত এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন জেনে নেওয়া যাক:

ক্যানভা অ্যাপ কি? What is Canva?

আমরা আমাদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন হয়। যেমন: কারো জন্মদিনের জন্য ব্যানার ডিজাইন‌, ব্যবসায়ের জন্য ব্যানার ও প্রচারনার বা বিজ্ঞাপনের সামগ্রী ইত্যাদি তৈ
রি করতে এই ক্যানভা অ্যাপ একটি সাশ্রয়ী মাধ্যম। উপরের সবগুলো কাজ ও ডিজাইন এই ক্যানভা দ্বারা করা যাবে।

কিভাবে ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন: How to download Canva:

ক্যানভা অ্যাপ ডাউনলোড করতে হলে প্রথমে আপনার কাছে একটি এন্ড্রয়েড ফোন থাকতে হবে।
তার সেই এন্ড্রয়েড ফোন এর মধ্যে ক্যানভা অ্যাপ ডাউনলোড করার মতো স্টোরেজ এ জায়গা থাকতে হবে। উপরোক্ত সব থাকলে আপনি প্রথমে আপনার ফোন এর chrome অপশনে ক্লিক করবেন

How to Canva app download

Canva Download Step 1. আপনি chrome অ্যাপ এ ক্লিক করার পর আপনার সামনে Google Search 🔍 আসবে। আপনি Canva download লিখে সার্চ করতে হবে।

How to download Canva

Canva Download Step 2. Google Search 🔍 অপশনে Canva download লিখে সার্চ করার পর আপনার সামনে কয়েকটি ওয়েব সাইট চলে আসবে সবার উপরে থাকবে Canva অফিসিয়াল সাইট।

How to download Canva

আপনি সবার আপনার সামনে যে‌ পেইজটি page আসবে তার মধ্যে আপনি Canva এর অফিসিয়াল সাইট canva.com দেখতে পারবেন আপনি তার মধ্যে ক্লিক‌ করবেন তার পর আরেকটি Home page চলে আসবে.

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স

How to download Canva

Canva Download Step 3. আপনার সামনে বর্তমানে যে preview page রয়েছে সেটির তিনটি অপশন দেখতে পাবেন। এগুলো হলো:
১. Canva for Mac OS
এই Mac OS option এর কাজ হলো এই অপশনটির মধ্যে তখন ক্লিক করবেন যদি আপনি Apple ব্রান্ডের desktop computer এ Canva ডাউনলোড ‌করতে চান।
২. Canva for iOS
তিনটি অপশন এর মধ্যে iOS এই অপশনটিও স্মার্ট ফোন এর কিন্তু এটি Apple ব্রান্ডের iPhone এর জন্য আপনি যদি আইফোন এর মধ্যে Canva download করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন।

How to download Canva

৩. Canva Download on Android device

আপনি যদি আইফোন ব্যতিত অন্য সব স্মার্ট ফোন এ অতি গ্ৰহনযোগ্য একটি ডিজাইনিং Canva download করতে চান তাহলে উপরের তিনটি অপশন হতে Android option এ ক্লিক করবেন।
How to download Canva

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স উইথ ফটোশপ

Canva Download Step 4. আপনি যদি Android অপশন এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি preview page আসবে সেটির মধ্যে থাকবে Canva for Android এই page এর মধ্যে হতে Google play লিখিত কালো background নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন।

Install Canva

Canva Setup and install now .আপনি যখন Google play অপশন এ ক্লিক করার পর আপনার সামনে যে page চলে আসবে তার মধ্যে হতে আপনি install অপশন এর মধ্যে ক্লিক করবেন। তার পর download হতে শুরু করবে। তারপর যখন ডাউনলোড ১০০% হয়ে যাবে তখন কিছুক্ষ পরই ইন্সটল হয়ে আপনার ফোন এর মধ্যে চলে আসবে।

Canva গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ডাউনলোড আসা করি আপনাদের কাছে এই আর্টিকেল এর মাধ্যমে কীভাবে ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন How to download Canva app সব গুলো স্টেপ বোঝাতে পেরেছি। আপনাদেরকে বোঝাতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে সব গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা কীভাবে ক্যানভা অ্যাপ ছাড়াও অন্যান্য আরো অনেক অ্যাপ কীভাবে download করবেন তা দেখতে আমাদের সাইটের নোটিফিকেশন on করুন এবং সাথেই থাকুন।

ফ্রি গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স

How to Take Screenshot on Mac in 2023

Share This Article
Exit mobile version