ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স 2023: How to create better graphic design

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স! How to create better graphic design, গ্রাফিক্স ডিজাইন শব্দটার সাথে আমরা অনেক পরিচিত। এর মানে হলো কোনো কিছুর ধারণা বা কোন বার্তাকে ভিজুয়াল উপায়ে প্রকাশ করার মাধ্যম। বর্তমান ডিজিটাল যুগে প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক হওয়াতে গ্রাফিক ডিজাইনের কদর দিন দিন বেড়েই চলেছে। কারণ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানটি কতটা সৃজনশীল তা বুঝা যায়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে গ্রাফিক ডিজাইন শিখতে পারেনা। তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স এর সন্ধান।

#) How to create better graphic design 1(হাউ টু ক্রিয়েট বেটার গ্রাফিক ডিজাইন-1)

এই কোর্সটি করলে আপনি কিভাবে আপনার ডিজাইন সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন সে সম্পর্কে ধারণা পাবেন।

Udemey তে কোর্সটি সম্পূর্ণ ফ্রী

কোর্স টি আপনাকে ইংরেজি ভাষায় করতে হবে সেই সাথে পেয়ে যাবেন করছে ৪০ মিনিটের একটি ভিডিও যাতে আপনি ভিডিও দেখে আরও ভালোভাবে শিখতে পারবেন।

কোর্স শিক্ষক:- তার নাম Simon Claes.তিনি Inoshiro Design প্রতিষ্ঠান এর কর্মকর্তা। শখ হিসাবে তিনি গ্রাফিক ডিজাইন শিখেছিলেন কিন্তু এখন তিনি তার অর্জিত জ্ঞান সবাইকে শিখাকে চেয়েছেন। ভালো বেসিক ডিজাইন তৈরি করতে যা লাগে তিনি এই কোর্সে সব শিখিয়েছেন।

ফ্রি গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ক সপ ফর বেগিনার্স ফ্রি ডিজাইন এলিমেন্ট

কোর্স টি করতে যা যা প্রয়োজন

#) ভিডিওতে যা বলে সেটা নোট করার জন্য খাতা কলম

#) একটা ফ্রি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার

কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন

১) গ্রাফিক ডিজাইন করার জন্য নতুন নতুন আইডিয়া সম্পর্কে ধারণা পাবেন।

২) আপনার ধারণা ভুল খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন।

৩) আপনি যে ডিজাইন করতে চেয়েছেন সেটা যাতে আপনার দর্শকরা বুঝে সে হিসাবে ডিজাইন টা করতে পারবেন।

4) ডিজাইন টা শেষ হওয়ার পর সেটাকে ভয়েস দিতে পারবেন।

5) একটা ডিজাইন তৈরি করতে হলে কোন কোন ফন্ট ব্যবহার করতে হবে সে সম্পর্কে ধারনা পাবেন।

যারা কোর্স টি করেছেন তাদের কিছু মতামত:

#) Vinayak D বলেছেন তিনি কোর্স টি করে অনেক উপকৃত হয়েছেন। কোর্সের বেসিক সম্পর্কে ধারণা পেয়ে কোর্স টিকে আরো গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ পেয়েছে তার।

#) Srt.A বলেছেন কোর্স টি অনেক ভালো। তিনি কোর্স টি অনেক পছন্দ করেছেন।

এরকম আরো ফ্রি কোর্সের সন্ধান পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এ

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করার জন্য ভিজিট করুন

ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স উইথ ফটোশপ | Intro to Graphic Design with Photoshop

ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স | World of Free Graphic Design Course

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version