আজকের পাঠ্যবস্তকের আলোচনার বিষয় হচ্ছে অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৩ | Honours 4th year bangla suggestion. অর্থাৎ যারা বাংলা বিষয়ে অনার্স পড়াশোনা করছে বিশেষ করে চতুর্থ বর্ষে তাদের জন্য এই বইটা অত্যন্ত সহায়ক। তাই দেরি না করে এ সাজেশন পরে আপনার প্রিপারেশনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন।
খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। বেশ কয়েক মাস ধরে শিক্ষার্থীরা এ বিষয় নিয়ে বেশ চিন্তিত ছিল। কারণ কয়েক ধাপ সময় দেওয়ার পর যখন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল না। তখন শিক্ষার্থীরা হতাশায় পড়ে গিয়েছিল। কিন্তু তাদের অপেক্ষার অবসান ঘটে এখন অনুষ্ঠিত হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২৩।
অনেকের কাছে এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ। কারণ বিগত সালের যারা ফলাফল আশানুরূপ করতে পারেনি তারা এবার দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করে থাকে। যাতে করে তাদের মোট ফলাফল ভালো হয়ে থাকে। তাই এ সময় অনেকে প্রচুর পড়াশোনা করে এবং নিজেকে ফুল প্রিপারেশন ভাবে গড়ে তোলে। তাদের এই প্রিপারেশনকে আমরা সহযোগিতা করতে একটি সাজেশন বই নিয়ে এসেছি। এর মাধ্যমে পড়ে তারা ভালো পরিমাণ মার্ক পরীক্ষায় কমন পেতে পারে। নিচে থেকে এই সাজেশন জেনে নিন।
অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৩ | Honours 4th year bangla suggestion 2023
এখন অনার্স চতুর্থ বর্ষের বাংলা সাজেশন এর তিনটি বিভাগ নিয়েই আপনাদের কমন কিছু প্রশ্ন তুলে ধরা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য প্রফেসররা কমন হিসেবে চিহ্নিত করেছে এবং বিগত সালের পরীক্ষায় এসেছে।
ক বিভাগ এর জন্য প্রশ্ন
১। ৩ টি সক্রিয় বাক প্রতঙ্গের নাম লিখুন।
২। ধ্বনিবিজ্ঞানের কোন শাখায় ধ্বনি আলোচিত হয়ে থাকে?
৩। স্বরযন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?
৪। উচ্চারণ এর স্থান অনুযায়ী ক বর্গীয় ধ্বনিগুলোর নাম কি?
৫। স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম কি?
৬। মানবদেহের সর্ববৃহৎ বাকযন্ত্র কোনটি?
৮। ফুসফুস তাড়িত বাতাস বাগ পত্যঙ্গের কোথায় জমা হয়?
৯। স্বরধ্বনি বিচার মাপকাঠি কয়টি এবং কি কি?
১০। বাংলায় নিয়মিত দ্বি স্বরধ্বনি কয়টি?
১১। মনির চৌধুরীর মতামত অনুসারে অর্থ স্বরধ্বনি কয়টি?
১২। কন্ঠ ধ্বনি কত প্রকার ও কি কি?
১৩। বাংলায় যথার্থ ব্যঞ্জন কয়টি?
১৪। বাংলা মূল ধ্বনি ল এর মহা প্রাণ বর্ণ রূপটি লেখ
১৫। শ্বাস ঘাত কি? ( এটি অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন )
১৬। স্বর সঙ্গতি কি?
১৭। আন্তর্জাতিক ধ্বনি মূলক বর্ণমালায় স্থূল কয়টি?
১৮। IPA এর পূর্ণরূপ লিখুন
১৯। রিকসা ধ্বনি পরিবর্তনের কোন সূত্রে রিক্সা উচ্চারিত হয়
২০। পাণিনি রচিত গ্রন্থের নাম কি?
২১। বিংশ শতাব্দী এর ভাষাবিজ্ঞানে আলোচিত নাম কোনটি?
২২। তুলনামূলক ভাষা তত্বের এর জনক কে ?
২৩। উইলিয়াম জনস কে ছিলেন? ( Honors 4th year bangla suggestion 2023 99% )
২৪। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কোনটিকে বলা হয়?
২৫। ” Morphology ” শব্দের অর্থ কি?
২৬। আঞ্চলিক ভাষার অভিধান সম্পর্কে সংক্ষিপ্ত লিখুন
২৭। টীকা লিখুন
২৮। সারাগম
২৯। লোকনিরুক্তি
৩০। অপিনিহিত
খ বিভাগ
অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৩ এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভাগ হচ্ছে খ বিভাগ। এ প্রশ্নগুলোর উত্তর একদম ছোট না, আবার একদম বড়ও না। Honors 4th year bangla suggestion 2023 download from here.
১। মূল ধ্বনি অথবা ফনিমি চিহ্নিত করার একটি প্রক্রিয়া বর্ণনা করুন।
২। উদাহরণসহ পাশ্বিক ধ্বনির সংজ্ঞা লিখুন
৩। স্বরধ্বনির সংজ্ঞাসহ বাংলা স্বরধ্বনি চিহ্নিত করুন
৪। নিচের অংশটুকু IPA তে রূপান্তর করুন
গ বিভাগ
বাগধ্বনি কি এবং বাগধ্বনি উচ্চারণে সাহায্যকারী প্রত্যঙ্গগুলো সচিত্রসহ বর্ণনা করুন।
ব্যঞ্জন ও স্বরধ্বনি পার্থক্য আলোচনা করুন
স্পষ্ট ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং বাংলা স্পষ্ট ব্যঞ্জনধ্বনিগুলো সম্পর্কে পরিচয় প্রদান করুন।
অর্থ স্বরধ্বনি কাহাকে বলে এবং অর্থ স্বরধ্বনি স্বরূপ উদাহরণ এবং পরিচয় দিন।
ভাষা কি এবং ভাষা তত্ত্বের সম্পর্কে আলোচনা করুন।
ভাষা পরিবর্তনের সূত্র বলতে কি বুঝায়? প্রসঙ্গক্রমে গ্রাসম্যান ও বার্নারের সূত্র আলোচনা কর।
ভাষা বিচারের বর্ণনামূলক উপযোগিতা এবং বৈশিষ্ট্য নির্দেশ করুন
ধ্বনি পরিবর্তনের সূত্র বলতে কী বোঝায় এবং ধ্বনি পরিবর্তনের নিয়ম গুলো উদাহরণসহ লিখুন।
ভাষার বংশানুক্রমিক শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন এবং ইন্দ্র ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করুন।
আজকে আপনারা দেখলেন অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৩ | Honors 4th year bangla suggestion 2023 । অনার্স অন্য বর্ষের সাজেশন এবং বইগুলো পেতে আমাদের ওয়েবসাইটের সাজেশন ক্যাটাগরি অনুসরণ করুন।
- ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ নোটিশ | Dental admission circular 2023
- চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ নোটিশ
- জাবি এ ইউনিট প্রশ্ন ব্যাংক পিডিএফ ২০২৩ | JU A unit question bank pdf
- গুচ্ছ বিজ্ঞান ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক পিডিএফ | Guccho science question bank pdf
- পানকৌড়ি রাবি প্রশ্ন ব্যাংক পিডিএফ ২০২৩ | Pankowri Ru question bank pdf