অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন & History of Bengali literature আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়। আর্টিকেলের মাধ্যমে উক্ত বিষয়ের সকল প্রশ্ন ব্যাংক এবং সকল অধ্যায়ের কমন প্রশ্নগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা। যার মাধ্যমে একজন শিক্ষার্থী তার প্রিপারেশন কি আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে।
অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৩ | History of Bengali literature suggestion
ক বিভাগ
- সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাসের নাম লিখুন।
- জোক গল্পটি কে রচনা করেন?
- সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি ছিল?
- পথ জানা নেই গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে?
- সংস্কৃতি কথা গ্রন্থটি কার লেখা?
- কাশবনের কন্যা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় এবং কে রচনা করেন?
- শওকত ওসমান রচিত এর ক্রীতদাসের হাসি উপন্যাসটির আরবি নাম কি?
- ক্রীতদাসের হাসি এ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
- শওকত ওসমানের প্রতীক ধর্মী উপন্যাস কোনটি?
- সংশপ্তক উপন্যাসে রাবু চরিত্রে কোন আদর্শ গ্রহণ করেছে?
- সারেন বউ উপন্যাসের মূল চরিত্র কোনটি?
- শিখা পত্রিকার মূল বাণী কি ছিল?
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখক কে?
- আমি বলছি গ্রন্থে উপজীব্য কি?
- আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটির লেখক কে?
- বদরু উদ্দিন ওমর এর প্রবন্ধ সাহিত্যের বিষয় কি?
- পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কোন আঙ্গিকের নাটক?
- মনির চৌধুরীর দুইটি রচিত নাটকের নাম লিখুন।
- মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম লিখুন।
- বেদের মেয়ে নাটকটি কার লেখা ছিল?
- নেমেসিস কে?
- উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচনা কে করেছেন?
- শামসুর রহমান এর প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
- পৃথক পালঙ্ক গ্রন্থ কে রচনা করেছেন?
- কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটি কে লিখেছেন?
- আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
- সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য কোনটি?
- আসাদের শার্ট কবিতায় কবি শামসুর রহমান কোন সময়ের কথা তুলে ধরেছেন?
- পাঞ্জেরী শব্দের অর্থ কি?
- সরদার জয়নুদ্দিন প্রথম কোন গল্প গ্রন্থ রচনা করেন?
- জেগে আছি এবং ধান কন্যা গ্রন্থটি রচয়িতা কে?
- পথ জানা নেই গল্পটি কে রচনা করেছিলেন?
- আবু ইসহাক এর প্রথম উপন্যাস কোনটি?
- সৈয়দ শামসুল হক এর জন্ম সাল কত?
- গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের রচয়িতা কে?
খ বিভাগ
অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৩ শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সাজেশনের মাধ্যমে শিক্ষার্থীরা খ বিভাগের প্রশ্ন উত্তর প্রায় ৬০% এর মত কমন পেতে পারে। নিচ থেকে দেখে নিন সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন।
- বাংলা সাহিত্যের মুহাম্মদ মনসুর উদ্দিন এর অবদান করুন।
- কাজী মোতাহের হোসেন এর মতে সাহিত্যের উদ্দেশ্য কি?
- সংস্কৃতি কথা অবলম্বনে লেখক ধর্ম চেতনা স্বরূপ ব্যাখ্যা করুন।
- প্রাবন্ধিক আবু ফজল এর প্রবন্ধের বিষয় বৈচিত্র সংক্ষেপে লিখুন।
- প্রাবন্ধিক মোতাহের হোসেন এর জীবন ও বৃদ্ধ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন করুন।।
- বাংলা সংস্কৃতি সম্পর্কে আহমদ শরীফের অভিমত ব্যক্ত করুন।
- লালসালু উপন্যাসের বিষয় ভাবনা সংক্ষেপে লিখুন।
- শওকত ওসমান এর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সমূহের সংক্ষিপ্ত পরিচয় দিন।
- শহীদুল্লাহ কায়সারের সারেং বউ উপন্যাস এর অর্থ কি?
- শহীদুল্লাহ কায়সার এর সব সংশপ্তক উপন্যাসের নামকরণ সার্থকতা মূল্যায়ন করুন।
- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের তালিকার পরিচয় দিন।
- জননী উপন্যাসের দরিয়া বিবি চরিত্রের মাতৃত্ব স্বরূপ তুলে ধরুন।
- হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া উপন্যাস এর স্বরূপ বিশ্লেষণ করুন।
- পোকামাকড়ের ঘরবসতি এই উপন্যাসের বিষয় ভাবনা পরিচয় দিন।
- সারেং বউ উপন্যাসে গ্রামীণ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা দেখান।
- বং থেকে বাংলা উপন্যাসের বিষয় ভাবনা তুলে ধরুন।
- বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের স্থান নিপূরণ করুন।
- আত্মজা ও একটি করবী গাছ গল্পের বিষয়বস্তু আলোচনা করুন।
- পথ জানা নেই গল্পে গ্রাম কিভাবে তার সক্রিয়তা হারায়।
- সৈয়দ ওয়ালীউল্লাহর ছোট গল্প গ্রন্থ গুলোর সংক্ষিপ্ত পরিচয় দিন।
- নয়ন চারা গল্পের বিবৃত শহর জীবনের পরিচয় দিন।
গ বিভাগ অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন
- আখতারুজ্জামান ইলিয়াস বিষয় চেতনা এবং জীবনদন্ধ রূপায়ণ শক্তিমান লেখক। কথাটি মূল্যায়ন করুন।
- মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লিখুন।
- শামসুর রহমানের বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের শিল্প সফলতা বিশ্লেষণ।
- বাংলা কথা সাহিত্য ও মুক্তিযুদ্ধ শিরোনামে একটি নিবন্ধন রচনা করুন।
- স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের নাটকের ধারা সম্পর্কে আলোচনা করুন।
- চেতনা প্রবাহ রীতি কি এবং সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাসের পরিচয় দিন।
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসে শওকত ওসমানের সাফল্য আলোচনা করুন।
- বাংলাদেশের উপন্যাস শওকত ওসমানের সাফল্য আলোচনা করুন।
- সৈয়দ ওয়ালীউল্লাহ র উপন্যাস আন্তর্জাতিক হয়েও স্বাদেশিক। কথাটি আলোচনা করুন।
- চেতনা প্রবাহ রীতি বলতে কি বুঝায়? উপন্যাস এর কি পরিচয় পাওয়া যায় তা লিখুন।
- আবু ফজলের প্রবন্ধে শিক্ষা ও সমাজ বিবেচনা যে প্রতিফলন দেখা দিয়েছে তা মূল্যায়ন করুন।
- নাটকের আঙ্গিক নির্মাণ ও বিষয়বস্তুর ক্ষেত্রে সেলিম আল দিনের সার্থকতা নিরূপণ করুন।
- বাংলা নাট্য সাহিত্যে মমতাজ উদ্দিন আহমেদের অবদান আলোচনা করুন।
- মুনীর চৌধুরীর চিঠি নাটকের সার্থকতা বিচার করুন।
- বাংলা সাহিত্যের নুরুল মোমেনের সাফল্য এবং স্বাতন্ত্র আলোচনা করুন।
- বাংলাদেশের কাব্য ধারায় কবি আবুল হোসেনের অবদান তুলে ধরুন।
- হাসান হাফিজুর রহমানের কবি মানস বিশ্লেষণ করুন।
- নাগরিক কবি শামসুর রহমান এই শিরোনামের একটি নিবন্ধন লিখুন।
- সিকান্দার আবু জাফরের পরিচয় দিন।
- ফররুখ আহমদ সাত সাগর মাঝি কাব্যের বিষয় ভাবনা আলোচনা করুন।
- বাংলাদেশের ছোট গল্প চিত্রিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র বিশ্লেষণ করুন।
অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ব্যতীত তৃতীয় বর্ষের আরো অন্যান্য বিষয়ের সাজেশন দেখতে আমাদের স্কলার্শমীর সঙ্গে থাকুন।
- অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ | Public finance suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion
- অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ | Rural government and development in Bangladesh
- অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩ | History of England suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩ | History of United state suggestion