অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ & Fundamentals of international politics suggestion নিয়ে হাজির হয়েছি অনার্স ৩য় বর্ষ শিক্ষার্থীদের জন্য। আজকের এই আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরীক্ষার প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিতে সক্ষম হবে। যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা একবার হলেও আমাদের এই সাজেশনটি পড়ে নিতে পারেন।
বর্তমানে অনার্স ৩য় বর্ষ পরীক্ষা চলমান রয়েছে। খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি বিষয়ের পরীক্ষাটি। যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা একবার হলেও আমাদের সাজেশনটি পড়ে নিতে পারেন। সাজেশনটিতে রয়েছে বিগত সালের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের সমাহার। যেগুলো এই বিষয়ের স্বনামধন্য প্রফেসর দ্বারা তৈরি করা হয়েছে।
মনে রাখবেন অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের ফলাফল একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যাদের শর্ট সিলেবাস প্রয়োজন তারা এ বইটি সহায়ক হিসেবে পড়ে নিতে পারেন।
অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ | Fundamentals of international politics suggestion
ক বিভাগ
- আন্তর্জাতিক রাজনীতি মূল লক্ষ্য কি?
- চূড়ান্ত লক্ষ্য যেটাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক একান্ত লক্ষ্য উক্তিটি কার ছিল?
- ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটি কার লেখা?
- জাতিসংঘ কোন দেশের ভেটো ক্ষমতার অধিকারী?
- আন্তর্জাতিক আইন এ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
- পঞ্চ শক্তি বলা হয় কোন রাষ্ট্রগুলোকে?
- বাংলাদেশ এর পররাষ্ট্র মূলনীতি কি?
- ইন্ট্রোডাকশন টু দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
- গোপন কূটনীতি কি?
- মেরুকপণ কাকে বলা হয়?
- হট লাইন বলতে কি বুঝেন?
- স্নায়ুযুদ্ধ অবসান হয় কত সালে?
- পুঁজিবাদ সাম্রাজ্যের সর্বোচ্চ কয়টি স্তর রয়েছে?
- পদমর্যাদা ভিত্তিতে কূটনীতিকদের কয় ভাগে ভাগ করা যায়?
- Diplomacy শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
- পুঁজিবাদ সাম্রাজ্যের সর্বোচ্চ স্তর উক্তিটি কার ছিল?
- ASEAN এর পূর্ণরূপ লিখুন।
- UNESCO এর পূর্ণরূপ লিখুন।
- OIC এর সদর দপ্তর কোথায়?
- IBRD এর সদর দপ্তর কোথায়?
- আন্তর্জাতিক আদালত বিচারক সংখ্যা কত?
- SALT এর পূর্ণরূপ লিখুন।
- UNCATAD সদর দপ্তর কোথায়?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩
- জাতীয় শক্তি কি?
- আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দিন।
- এসের সাম্য ধারনাটি ব্যাখ্যা করুন।
- কূটনীতির সংজ্ঞা দিন।
- ভুরাজনীতি কাকে বলা হয়?
- গোপন কূটনীতি কি?
- স্নায়ু যুদ্ধ বলতে কি বোঝেন?
- অর্থনৈতিক কূটনীতির সংজ্ঞা দিন।
- মার্শাল পরিকল্পনা কি?
- এক মেরু ব্যবস্থাপনা বলতে কি বুঝেন?
- বাফাপ স্টেট কি?
- নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি?
- উপনিবেশাদ বলতে কি বুঝেন?
- OIC সম্পর্কে সংক্ষেপে লিখুন।
- জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লিখুন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩
- আন্তর্জাতিক রাজনীতি পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
- আন্তর্জাতিক রাজনীতির পরিধি ও প্রকৃতি আলোচনা করুন।
- ক্ষুদ্র রাষ্ট্র নিরাপত্তা রক্ষার উপায় সমূহ বর্ণনা করুন।
- আন্তর্জাতিক রাজনীতি অধ্যায়নের পদ্ধতি সমূহ আলোচনা করুন।
- উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিক রাজনীতির জন্য হুমকি তা বর্ণনা করুন।
- আন্তর্জাতিক বৃহৎ সমূহ শান্তিপূর্ণ মীমাংসার জন্য জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন।
- শক্তির ভারসাম্য বজায় রাখার কলাকৌশল আলোচনা করুন।
- পররাষ্ট্র নীতি বলতে কি বুঝেন? পররাষ্ট্রনীতির উপাদান নিয়ে আলোচনা করুন।
- পররাষ্ট্রনীতি রাজনীতির উদ্দেশ্যসমূহ এবং লক্ষ্যগুলো ব্যাখ্যা করুন।
- স্নায়ুযুদ্ধের আন্তর্জাতিক রাজনীতিতে এক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখান।
- সার্কের কার্যক্রম ও গঠন আলোচনা করুন।
- বর্তমান আন্তর্জাতিক রাজনীতির গতিধারা কি তা আলোচনা করুন।
- বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের মূল্যায়ন করুন।
- বিশ্বায়ন বলতে কি বুঝেন? উন্নয়নশীল দেশে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করুন।
- তৃতীয় বিশ্বের নব্য পরিপূর্ণ উপনিবেশিক কলা কৌশল আলোচনা করুন।
অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ সহ অন্যান্য বর্ষ এবং বিষয়ের সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। এছাড়া নিচে আরো বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া রয়েছে।