বিশ্বের জনপ্রিয় শীর্ষ গেমগুলোর মধ্যেও হচ্ছে ফ্রী ফায়ার গেম। Free Fire Name Change | ১০০ মিলিয়ন এর বেশি খেলোয়াড় এখানে গেম খেলা থাকে। প্রয়োজন অনুসারে ফ্রী ফায়ার এর নাম চেঞ্জ করার প্রয়োজন হয়। কেউ হঠাৎ করে আইডি খুলে, কারো বা আগের নাম ভালো লাগে না অথবা প্রো নাম রাখতে কিংবা নামটি স্টাইলিশ করতে চায়। তবে যে কারণেই পরিবর্তন করতে হোক না কেন এর কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে পরিবর্তন করতে হয়। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মত এটি খুব সহজেই পরিবর্তন করা যায় না। নির্দিষ্ট গাইড লাইনের অভাবে অনেকে নাম পরিবর্তন করতে পারে না। যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আজ আপনাদের সামনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে ফ্রি ফায়ারের নাম চেঞ্জ করবেন।
একটা বিষয় খেয়াল করে দেখবেন ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই নাম পরিবর্তন করতে দেখা যায়। কেউ নিজের প্রফেশনাল নাম, Nick Name, পছন্দের কোনো নাম দিয়ে থাকে। তারপর সেগুলো পরিবর্তন করে অন্য নাম গুলো ব্যবহার করে। আবার কেউবা শখের বসে নাম গুলো স্টাইলিশ করে। যেমন বিভিন্ন ধরনের ইমোজি, ক্যারেক্টার। তেমনভাবেই ফ্রী ফায়ারে ও অনেকে এভাবে নাম ব্যবহার করে। এজন্য আগের নাম পরিবর্তন করতে হয়
বেশিরভাগ ফ্রী ফায়ার প্রোফাইল গুলো ব্যবহারকারীরা বিভিন্ন ইকুপমেন্ট দিয়া সুন্দর করে সাজায়। তেমনভাবে সুন্দর নাম দিয়ে প্রোফাইলকে আকর্ষনীশ করে তুলে । আইডিতে ঢুকলে প্রথমে নজর পরে ক্যারেক্টারের উপরে, তারপরেই নজরে আসে প্রোফাইলের নামের উপর। যখন কারো সাথে প্রোফাইল শেয়ার করা হয় তখন নামের মাধ্যমে করতে হয়। এসব কারণেই নাম পরিবর্তন করতে হয়।
আজকে আমরা জানবো
ফ্রী ফায়ার নাম পরিবর্তনের নিয়মসমূহ
- ফ্রিতে ফ্রি ফায়ারে নাম পরিবর্তন করার সমাধান
- কিভাবে ফ্রি ফায়ার নেম চেঞ্জ করবেন
- স্টাইলিশ নাম কিভাবে করতে হয়
Also Read: ফ্রী ফায়ার ম্যাক্স একাউন্ট খোলার নিয়ম ২০২৩
ফ্রী ফায়ার এর নাম পরিবর্তনের নির্দেশনা সমূহ
- ফ্রী ফায়ার এ নাম দেওয়ার সময় বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। প্রথমত নাম দেওয়ার সময় ম্যাক্সিমাম ১২ ভিজিট বসানো যায়। কিন্তু আপনি ইচ্ছা করলে এর থেকে কম ডিজেড ব্যবহার করাও নাম দিতে পারবেন।
- নাম বসানোর সময় দুটি ওয়ার্ড আলাদা আলাদা দেওয়া যাবে না। অর্থাৎ নামের মধ্যে কোন ধরনের স্পেস ব্যবহার করা যাবে না।যেকোনো ধরনের ফন্ট, সংখ্যা, ক্যারেক্টার, ইমোজি সকল কিছুই ব্যবহার করা যাবে। চাইলে বাংলা নামও থাকতে পারবেন।
ফ্রী ফায়ারে নাম পরিবর্তন করার সমাধান
যখন প্রথম একাউন্ট খোলা হয় তখন সম্পূর্ণ ফ্রিতে নাম বসানো যায়। আমরা ভালোভাবে খেয়াল না করে এবং না বুঝে একটি নাম বসিয়ে দিয়ে একাউন্ট খুলে ফেলি। পরবর্তীতে দেখা যায় নামটি আমাদের পছন্দ হয় না তাই নতুন নাম দেওয়ার চেষ্টা করি। দেখা যায় আমরা তা পরিবর্তন করতে পারি না। কারণ নাম চেঞ্জ করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। যদি গতকাল গেমটিতে জয়েন করে আজকে নাম পরিবর্তন করতে চান তাহলে এর জন্য প্রয়োজন হবে ৩ ডায়মন্ড।
আর যদি কোন গিল্ডে জয়েন থাকেন তাহলে মাত্র ২০০ টোকেন দিয়ে নাম পরিবর্তনের টিকেট নেওয়া যাবে। অর্থাৎ কম খরচেই নাম পরিবর্তন করা যাবে এ পদ্ধতিতে। নেম চেঞ্জ কার্ড পাওয়া যাবে মাত্র ৩৯ ডায়মন্ডে । তাই ভালো হয় যদি গিল্ডের জয়েন করে ২০০ টাকা দিতে পারা যায়। কেননা বেশিরভাগই গেমাররা স্টুডেন্ট। তাই সাশ্রয়ের বিষয় খেয়াল রাখা উচিত।
কিভাবে ফ্রি ফায়ার এর নাম চেঞ্জ করা হয় (Free Fire Name Change)
১. প্রথমে গেমটিতে লগইন করার পর Store বাটনে ক্লিক করতে হবে। স্টোর বাটনে ক্লিক করার পর ডান দিকে Redeem বাটন দেখা যাবে।
২. এখন Redeem বাটন এ ক্লিক করতে হবে। এরপর Guild Token এ যেতে হবে।
৩. তারপর নেম চেঞ্জ টোকেন দেখতে পাওয়া যাবে সবার উপরে। নেম চেঞ্জ কার্ডের ওপর ক্লিক করে নেম চেঞ্জ কার্ড কিনতে হবে।
৪. নেম চেঞ্জ কার্ড হয়ে গেলে হোমস্ক্রিন আসতে হবে। এবার ঠিক বাম দিকের কোনায় নাম দেখতে পাওয়া যাবে। নামের উপরে এখন ক্লিক করতে হবে।
৫. ক্লিক করার পর ফুল প্রোফাইলটি ওপেন হবে। নিজের নামের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর Current Name এবং New Name দুইটি ডায়লগ বক্স পাওয়া যাবে। বক্সগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৬. এবার নিচের দিকে দুইটি বাটন দেখতে পাওয়া যাবে। একটিতে লেখা ৩৯০ ডায়মন্ড এবং অপরটি নেম চেঞ্জ এর আইকনসহ Confirme লেখা আছে। কনফার্ম বাটনে ক্লিক করলেই নাম পরিবর্তন হয়ে যাবে।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ২০২৩
ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ ২০২৩
যেভাবে স্টাইলিশ নেম করতে হয়
নাম পরিবর্তনের সাথে সাথে অনেকে নামগুলোকে সুন্দর করে সাজাতে পছন্দ করে। অবশ্য নামগুলো সাজাতে হয় বিভিন্ন ধরনের ফন্ট, সংখ্যা , ক্যারেক্টার ইত্যাদি ব্যবহার করে। এজন্য কিছু অ্যাপস এবং ওয়েবসাইটের প্রয়োজনে হয়। নিচে অ্যাপস এবং ওয়েবসাইট গুলোর নাম দেওয়া হলো।
স্টাইলিশ নাম করার জনপ্রিয় কিছু অ্যাপ হচ্ছে
- Fonts Keyboard
- Cool Symbol and characters
- Fancy Text Symbols
ওয়েবসাইট গুলো হচ্ছে
- NickFinder
- Free-fire Name
- NickName
এ অ্যাপ্স এবং ওয়েবসাইটগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের অন্য একটি কন্টেন্ট এ। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
সবসময় এমন একটি নাম ব্যবহার করবেন তার মাধ্যমে আপনাকে চেনা যায় অথবা আপনার সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যাবে। বিশেষ করে নাম পরিবর্তন ফ্রিতে না করতে পারার কারণে এটি একবারই দেওয়ার চেষ্টা করবেন। যাতে করে বারবার পরিবর্তনের প্রয়োজন না হয়।
Garena Free Fire Redeem Code Today: গেরিনা ফ্রী ফায়ার রেডিম কোড আজকের নতুন ২০২৩