ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে কিনবেন | Free Fire Diamond Top Up BD 2023

Free Fire Diamond Top Up BD

আমরা যারা ফ্রি ফায়ার খেলে থাকি তাদের একটি কমন সমস্যা হচ্ছে ডায়মন্ড টপ আপ নিয়ে। কারণ বিভিন্ন কারণে Free Fire Diamond Top Up BD অ্যাকাউন্টগুলোতে ডায়মন্ডের প্রয়োজন হয়। যেমন কোন ক্যারেক্টার কিনতে, পেট কেনার জন্য, যেকোনো ধরনের বন্দুক কেনার জন্যও ডায়মন্ড ব্যবহার করা লাগে। অর্থাৎ ফ্রি ফিচার ব্যতীত অন্য সকল ফিচার যুক্ত করতে এবং প্রোফাইল কে সাজাতে ডায়মন্ড এর দরকার হয়। এমনকি নিজের প্রোফাইলের নেম চেঞ্জ করতে হলেও ডায়মন্ড ব্যবহার করা লাগে।

প্রোফাইলে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় সেটা আমাদের সবারই জানা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা পেমেন্ট সিস্টেম না থাকার কারণে আমরা নিজেরা নিজেরা টপ আপ করতে পারি না। কারণ ডায়মন্ড টপ আপ করার জন্য প্রয়োজন হয় মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা গুগল পেমেন্ট সিস্টেম। ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেটাই করা হোক না কেন এর জন্য প্রয়োজন হয় ডুয়াল কারেন্সী একাউন্ট। একাউন্টগুলো করতে হলে প্রয়োজন হয় পাসপোর্ট, অন্যান্য ব্যক্তিগত ডকুমেন্ট এবং প্রফেশনাল ডকুমেন্ট। ধরতে গেলে কার্ড করতে অনেক ঝামেলায় পড়াতে হয়। যারা গেম খেলেন তারা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। আবার অনেকের বয়স ১৮ বছরের নিচে। তাই সবার এধরনের কার্ড নেওয়া সম্ভব নয়।

ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে কিনবেন | Free Fire Diamond Top Up BD

তাহলে কি ডায়মন্ড টপ আপ বন্ধ? না, নিশ্চয়ই না। আজকে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এজন্য প্রয়োজন হবে আমাদের দেশীয় কিছু পেমেন্ট মেথড। যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি। চলুন তাহলে আমরা যে সকলে বিষয় আজকে জানবো-

  • ডায়মন্ড টপআপ কি
  • কিভাবে ডায়মন্ড টপআপ করতে হয়
  • ফ্রিতে কিভাবে ডায়মন্ড টপ আপ করা যায়

ডায়মন্ড টপআপ কি

ডায়মন্ড টপ আপ বলতে অনেকে বোঝে সরাসরি ডায়মন্ড কেনাকে বোঝায়। বেশিরভাগ সময় থার্ড পার্টি কারোর মাধ্যমে আমরা টপ আপ করি। এজন্য এ ধারণাটা সবার বেশি। ‌ মূলত সরাসরি ডায়মন্ড অফ করা যায় না। আপনি যার কাছ থেকে ডায়মন্ড কিনেন সে অবশ্যই ফ্রী ফায়ার এর অফিসিয়াল সাইট থেকে ডায়মন্ড কিনে আপনাকে দিবে। শুধু আপনার পেমেন্ট সিস্টেমকে কনভার্ট করে তারা কিনে দেবে। অর্থাৎ মাস্টার কার্ড ভিসা কার্ড না থাকার কারণে যাদের কাছে এ কার্ড গুলো থাকে তাদেরকে টাকা দিলে তারা ডলার লোড করে ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডায়মন্ডের প্যাকেজগুলো কিনে আপনার একাউন্টে ঢুকিয়ে দেয়। অন্য কোন সাইট থেকে ডায়মন্ড সরাসরি ফ্রী ফায়ার একাউন্টে ঢোকানো যায় না।

Also Read: ফ্রী ফায়ার ম্যাক্স একাউন্ট খোলার নিয়ম

Also Read: ফ্রী ফায়ার নাম চেঞ্জ‌ করার নিয়ম ২০২৩

কিভাবে ডায়মন্ড টপআপ করবেন

আমরা আলোচনা করব আজকে বাংলাদেশ থেকে টপ আপ করার পদ্ধতি। আমাদের দেশের অধিকাংশ গেমারদের কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড নেই। তাই থার্ড পার্টি অবলম্বন করতে হয়। যদি নিজেদের মধ্যে কারো থেকে নেওয়া যায় সেটাই সবচেয়ে ভালো। ‌ এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত ডায়মন্ড টপ আপ Codashop ওয়েবসাইট নিয়ে। ফ্রী ফায়ার খেলে থাকেন তারা অবশ্যই Codashop এর নাম শুনেছে এবং একবার হলেও ডায়মন্ড নিয়েছে। এরা বিশ্বস্ততার সাথে অনেক আগের থেকে কাজ করে যাচ্ছে। চলুন তাহলে জেনে নেই Codashop থেকে কিভাবে ডায়মন্ড টপআপ করবেন।

১. প্রথমে এই লিংকে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর Buy Now অপশন দেখতে পাওয়া যাবে। Buy Now তে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে এবং সেখানে আইডির তথ্য বসানোর জন্য চারটি বক্স পাওয়া যাবে। যে আইডিতে top up করা হবে সে আইডির সঠিক ইনফরমেশন দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন তথ্য যাতে ভুল না হয়।

২. দ্বিতীয় ধাপে প্রোফাইল আইডি বসাতে হবে। যদি প্রোফাইল আইডি না জানেন তাহলে সর্বপ্রথম আপনার ফ্রী ফায়ার আইডিতে প্রবেশ করতে হবে। তারপর ওখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করলে সামনে আইডি নাম্বার এসে যাবে। আইডি নাম্বার নিয়ে ওয়েবসাইট দিতে পেস্ট করে দিতে হবে। আইডি প্রবেশ করানোর পর পরবর্তী ধাপে যেতে হবে।

৩. পরবর্তী ধাপে কতটি ডায়মন্ড নিবেন তা সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি ১৫০ ডায়মন্ড কিনবেন তাহলে ১৫০ ডায়মন্ড সিলেক্ট করতে হবে। একটা বিষয় মনে রাখবেন Codashop Bd থেকে মিনিমাম ২৫ ডায়মন্ড কিনতে হয়। ডায়মন্ডের পরিমাণ সিলেক্ট করার পর পরবর্তী স্টেপে যেতে হবে।

৪. পরবর্তী ধাপে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এই ওয়েবসাইটটিতে বিকাশ এবং রকেটের মাধ্যমে বর্তমান সময়ে পর্যন্ত টপআপ করা যায়। ‌ এখানে একেক সময় একেক দামে বিক্রি করা হয়। ‌এটা নির্ভর করে ডলার রেটের উপর। এছাড়া এখানে ৪৫% অতিরিক্ত ট্যাক্স ফি দিতে হয়। ‌

৫. সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়া হলে Buy অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী ধাপে যাবে। ধরেন আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন। ক্লিক করার পর ওয়েবসাইটটির বিকাশ পেমেন্ট সিস্টেমে চলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট করতে হবে। ‌ পেমেন্ট কনফার্ম হলে কিছুক্ষণের মধ্যে আপনার একাউন্টে ডায়মন্ড চলে যাবে।
এভাবে বাংলাদেশ থেকে খুব সহজে বিকাশ এবং রকেটের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবেন।

ফ্রিতে কিভাবে ডায়মন্ড টপআপ করবেন

একবারে ফ্রিতে কখনো ডায়মন্ড পাওয়া যায় না। ফ্রিতে পেতে গিয়ে অনেকের আইডি হারিয়ে ফেলেছে। আইডি ব্যান হয়ে গেছে আর না হয় হ্যাকারের শিকার হয়ে আইডি হারিয়েছে। ‌ তাই ফ্রিতে ডায়মন্ড পাওয়ার আশায় নিজের আইডি হারাবেন না। কিন্তু কিছু অ্যাপ এবং ওয়েবসাইট নির্দিষ্ট কিছু কাজের বিনিময়ে ডায়মন্ড দিয়ে থাকে। সেটা খুব কম। তাদের কিছু টাস্ক পূরণ করে এবং ভিডিও দেখে নির্দিষ্ট কয়েন আর্ন করতে হয়। তার বিনিময়ে ওই অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কিছু ডায়মন্ড দেয়। ‌ ফ্রিতে ডায়মন্ড টপআপ করার অ্যাপ এবং ওয়েবসাইট হচ্ছে
১. MGamers
২. Google Opinion rewards.

একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যেখান থেকে ডায়মন্ড অফ করেন না কেন কোথাও আইডির জিমেইল, Facebook, পাসওয়ার্ড দিতে হয় না। ‌ শুধুমাত্র আইডি নাম্বার আর কিছু তথ্য দিলে ডায়মন্ড টপ আপ করা যায়।

Garena Free Fire Redeem Code Today: গেরিনা ফ্রী ফায়ার রেডিম কোড আজকের নতুন ২০২৩

free fire diamond top up bd bkash,

free fire diamond top up,

free fire diamond top up with bkash,

free fire diamond top up bd bkash codashop,

free fire diamond top up bd,

free fire diamond top up bd bkash low price,

free fire diamond top up hack,

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version