সেরা ৩টি ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স ২০২৪

Free Android App Development Course: ২০২৪ সালে এসে একটা প্রশ্ন সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হল কীভাবে অ্যাপ ডেভেলপমেন্ট শিখা যায় কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট কি? তাছাড়া অনেক মানুষ জানে না তারা কি জন্য অ্যাপ ডেভেলপমেন্ট শিখবে? কোন শ্রেণীর মানুষের জন্য অ্যাপ ডেভেলোপমেন্ট সেক্টর টি একদম পারফেক্ট? সেরা ৩টি অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রি কোর্স নিয়ে জানাবো এই আর্টিকেলে।এই আর্টিকেল যদি আপনি সম্পূর্ণ পড়েন তাহলে আপনি জানতে পারবেন অ্যাপ ডেভেলপমেন্ট করতে আপনার কি কি প্রয়োজন? তার সাথে আপনাদেরকে তিনটি ফ্রি কোর্সের কথা জানাবো যেই কোর্সগুলো আপনি সম্পূর্ণ করলে ফ্রিতে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবেন।

আমাদের মধ্যে এমন অনেক মানুষ হয়েছে যারা চায় তারা অনলাইনে তাদের নিজেদের ক্যারিয়ার গঠন করবে। এই জন্য অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিংয়ের পথ বেছে নেয়। ফ্রিল্যান্সিং সেক্টর এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সেক্টর হলো অ্যাপ দেভেলোপমেন্ট। অ্যাপ ডেভেলোপমেন্ট যেমন কঠিন তেমনি একবার আপনি শিখে গেলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কেননা আপনি যদি মার্কেটপ্লেসগুলোতে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা অ্যাপ ডেভেলোপমেন্ট করার জন্য সেলার’রা তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত চার্জ করে থাকে।

অ্যাপ ডেভেলপমেন্ট জানার জন্য কি কি প্রয়োজন।

তাহলে এখন একনজরে জানা যাক অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে গেলে কি কি প্রয়োজন হবে?

• Desktop/ Laptop:- আপনি অনলাইনে যে কাজ করতে চান না কেন আপনার প্রয়োজন হবে একটি ল্যাপটপ বা কম্পিউটার এর।ঠিক তেমনি আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনার দরকার হবে একটি ডেক্সটপ / ল্যাপটপ এর। তাহলে এখন তো নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে ল্যাপটপ বা ডেস্কটপ এর কনফিগারেশন কেমন হতে হবে? আসলে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে এরকম কোন বিষয় নয়। আপনার কম্পিউটার বা ল্যাপটপে মিনিমাম কনফিগারেশনের হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবেন আপনার শুধু প্রয়োজন একটু ইচ্ছেশক্তির।

• Smartphone একটি স্মার্টফোনঃ-বিষয়টি হাস্যকর হলেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে অ্যাপ ডেভেলপমেন্ট করুন না কেন সেই অ্যাপটি যদি আপনি মোবাইলে ডাউনলোড করে না দেখতে পারেন তাহলে তার কোনো মানে হয় না। তাই অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান।

Top 5 Web Development Free Course

Programing Language

•প্রোগ্রামিং ভাষাঃ-অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানার দরকার সেটা হলো প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা ছাড়া আপনি কোন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ভাষাগুলোতে এক্সপার্ট হতে হবে। আপনি যদি প্রোগ্রামিং ভাষাগুলোতে এক্সপার্ট হতে না পারেন তাহলে আপনার দ্বারা অ্যাপ ডেভেলপমেন্ট সঠিকভাবে শিখা অনেক কষ্টকর হয়ে উঠবে।

Top 3 App Development Free Course

এবার আমি আপনাদেরকে তিনটি কোর্সের কথা বলবো যেগুলো যদি আপনি সঠিকভাবে, পুরোপুরি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আশা করি আপনি অল্প সময়ের মধ্যেই অ্যাপ ডেভেলপমেন্ট শিখে যাবেন এবং ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

App Development Course No-1

আমাদের লিস্টে প্রথমে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যার নাম হলো CodeWithHarry. এটি একটি চমৎকার ইউটিউব চ্যানেল। যারা কিনা ফ্রিতে শিখতে চাই অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য এটি একটি আদর্শ চ্যানেল। এই চ্যানেলের মালিক একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার। তিনি নিজ হাতে বিভিন্ন প্রোগ্রাম ল্যাংগুয়েজ এবং বিভিন্ন নোট শেয়ার করে থাকে তাই আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করতে পারেন।

A to Z- App Development Free Course video. (Codewithharry)

ফ্রি অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স No-2

আমাদের লিস্টে দ্বিতীয় কোর্সটি হলো Learn Vern Basic Android Course।এই কোর্সটি একদম বিগেইনার ফ্রেন্ডলি। যারা কিনা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কিছুই জানে না তাদের জন্য এই কোর্সটি অনেক চমৎকার একটি কোর্স। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত শিখানো হয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কুইজ ও এ্যাসাইনমেন্ট যা আপনাকে আরো অনেকগুলো সহায়তা করবে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে।

এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানুন

App Development Free Course No-3

আমাদের লিস্টে তৃতীয় তথা শেষ কোর্সটি হলো edubull Android Studio. এই কোর্সের হয়েছে অ্যানড্রয়েড স্টুডিও android studio সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পূর্বের কোর্স গুলোর মতোই রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যাবতীয় সকল বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এবং পাশাপাশি রয়েছে কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করে আয় রোজগার করবে সেই নিয়ে ধারণা।

Join for free this free app development course

বন্ধুরা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে এই ছিলো আমাদের আজকের আর্টিকেল। আমাদের আর্টিকেল নিয়ে কোন প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version