ফেসবুক স্ট্যাটাস ২০২৩ | স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন Facebook Status Bangla, FB Status Bangla

১০০+ ফেসবুক স্ট্যাটাস | 100 Facebook Status

১০০+ ফেসবুক স্ট্যাটাস (facebook status Bangla) আপনাদের জানাবো। আমাদের এই স্ট্যাটাস গুলোর মধ্যে রয়েছে ফেসবুক স্ট্যাটাস বাংলা,আবেগি ফেসবুক স্ট্যাটাস,ইমোশনাল স্ট্যাটাস,স্মার্ট ফেসবুক স্ট্যাটাস,ছোট স্ট্যাটাস,মজার ফেসবুক স্ট্যাটাস, চিন্তাশীল ফেসবুক স্ট্যাটাস এই বিষয় নিয়ে স্ট্যাটাস।

আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক বলতে প্রদান কাজই হলো বিভিন্ন পোস্ট করা। কিন্তু আমরা অনেকে ভালো ভালো স্ট্যাটাস মনে করতে পারি না। তাই আপনাদের সামনে নিয়ে আসলাম ফেসবুক স্ট্যাটাস নিয়ে ১০০+ ফেসবুক স্ট্যাটাস সমৃদ্ধ  আমাদের এই আর্টিকেল। আমাদের এই আর্টিকেল তথা ১০০+ ফেসবুক স্ট্যাটাস  আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়তে থাকুন যদি আপনি ফেসবুকে লিজেন্ড হতে চান।  তাহলে চলুন শুরু করি।(১০০+ ফেসবুক স্ট্যাটাস)

১০০+ ফেসবুক স্ট্যাটাস বাংলা

আবেগি ফেসবুক স্ট্যাটাস

•• মিটিমিটি জোনাকি,
তারা হলেই বুঝবি,
সে তারার জ্বালা কি !

••  আমার মত মানুষকে ভালোবাসা যায়, আমাকে নয়!
সে আমার মত কাউকে চায় তবে আমাকে নয়!

•• যাওয়ার হলে এখুনি যাও,
বেলা বাড়লে মায়া বেড়ে যায়।
দেখনি! ডুবে যাওয়ার সময় সূর্যটাও
কেমন রক্তাক্ত হয় দিনের মায়ায়।

•• তোমাকে ছুঁয়ে দেখার এক সাগর তৃষ্ণা নিয়ে ঘরে
ফিরি রোজ। কে রাখে খোঁজ, কাজল চোখে কতটা
হই নিখোঁজ।

ইচ্ছে হলেই ছোঁয়া যায় না আসমানের চাঁন, জোছনা ছুঁয়ে শান্ত মন চাঁন ছোঁয়ার ভান। পড়েও পড়নি তুমি মনের অভিধান, তোমায় নিয়ে জমছে বুকে এক আসমান অভিমান।

• আরও পড়ুন-> Facebook Stylish Bio | ফেসবুক স্টাইলিশ বায়ো ডিজাইন

ইমোশনাল স্ট্যাটাস

•• একটি সংবাদ দিয়ে যাই তাদের,
যারা আমায় ছুড়ে ফেলে দিলে বারবার।
তোমরা জেনে রাখো পাথরকুচি আমি,
ছিড়ে ফেলা পাতা থেকে জন্মাই আবার।

•• যেসব বুকশপ গুলো লিটন দাসের উপর অফার দিতো তারা আজ কই?

•• মাবুদ আমার মনে এত্ত ভালোবাসা দিছো কেন! কারো সাথে ইট্টু কথা বললেই ভালোবেসে ফেলি।

•• কিনতে যাই একটা,
কিনে আনি আরেকটা।
কিনার পরে ভাল্লাগে অন্যটা।
ভবিষ্যৎ নিয়া টেনশনে আছি।

১০০+ ফেসবুক স্ট্যাটাস | 100 Facebook Status

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস, Smart FB Status Bangla

•• ত্যাগেই রয়েছে শান্তি,
বাকিসব কিছুতে রয়েছে বিভ্রান্তি।

•• শীত চলে গিয়েছে,
বটগাছটা খাড়া,
তোমার আমার চয়েস এ মিল,
তুমি আমি ছাড়া !

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস ২০২৩ Romantic FB Status Bangla

•• হাই ডিয়ার কারিনা,
তোকে ছাড়া আমি থাকতেও,
পারিনা !

•• সব জায়গায় সাফল্য খুঁজি না !
সেটা উদ্দেশ্য নয় !
মাঝে মাঝে প্রথম পদার্পণই –
সফলতার সমান হয় !

•• দেখিতে গিয়েছিলাম,
চক্ষু মেলিয়া,
দেখি মফিজের সাথে,
শাপলা শুইয়া !

•• কিছু চেহারা,
মাথা থেকেও যায়না,
তাদের সাথে জীবনে,
প্রেমটাও হয় না !

আরোও রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পেতে ভিজিট করুন: রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পোস্টে।

•• আজ ঢাকায়,
সময়টি কেটেছে,
দারূণ আড্ডায় !

•• শব্দের অভাব অনুভব করি কবিতা লিখার সময়,
যেমন তোমার অভাব অনুভব করি বিষন্ন সন্ধ্যায়।
পড়তে না পারার কষ্ট হয় তোমাকে পড়ার সময়,
তেমন তুমি হীনতায় মন কষ্ট পায় এক কাপ চা’য়।

•• বসন্তে সবাই আসে,
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ।
তুমি বরং বর্ষায় এসো বৃষ্টি হয়ে,
ভিজানোর নাম করে ভিজিয়ে দিও মন।(১০০+ ফেসবুক স্ট্যাটাস)

বসন্তে সবাই আসে,
সরষের হলুদ, আমের মুকুল।
তুমি বরং গ্রীষ্মে এসো মেঘ হয়ে,
রৌদ্রদগ্ধ দুপুরে থেকো ছায়া হয়ে।

বসন্তে সবাই আসে,
কোকিলের কহুতান, দখিনা হাওয়া।
তুমি বরং শীতে এসো ওমের চাদর হয়ে,
বুকে জড়িয়ে থেকো ভালোবাসার আদরে।

• Chocolate day তে চলকেট নিবা আর Hug day তে Hug করবা না এটা কেমন ইতরামি প্রিয়তমা!

•• তোমার জন্য এক আকাশ ভালোবাসা বুকে ধরেও প্রকাশ করি না, তোমার উপর পাহাড়সম অভিমান জমে থাকলেও বুঝতে দেই না।

কারণ ভালোবাসা প্রকাশ হলে অবহেলা শুরু হয়
আর অভিমানের মান সব মানুষ রাখতে জানে না।

সবাই সূর্যের প্রখর তাপ’টাই দেখে, কিন্তু চাঁদের স্নিগ্ধ জোছনা সূর্য থেকেই আসে এটা কেউ খেয়াল করে না।

আমরা সাধারনত বাবার রাগী মুখটাই দেখি, কিন্তু বাবা রাগী মুখের আড়ালে আমাদের জীবন চাঁদের জোছনা দিয়ে ভরিয়ে রেখেছেন সেটা ভাবি না। অনেক অনেক ভালোবাসি বাবা।

•• স্রোতের সাথে গা ভাসিয়ে দিবেন না!

গা ভাসিয়ে দিলে স্রোত আপনাকে নদী থেকে সাগর, সাগর থেকে মহাসাগরে নিয়ে ফেলবে। তখন ফেরার জন্য কিনারা খুঁজে পাবেন না।

•• অনেক হলো পালিয়ে বেড়ানো
এবার নিজের কাছে ফিরতে চাই,
নিজের কাছে ফিরতে যেয়ে বারবার
সরল সমীকরণে তোমার কাছে চলে যাই।

•• ফুল ছুয়ে দিলে মুছে যায় যত দুঃখ,
কাটার আঘাত দিয়ে গোলাপ পায় কি সুখ।
ফুল দেখে প্রেমে পড়ে করি বারবার ভুল,
তুমিই আমার দেখা মায়া ভরা প্রিয় ফুল।

•• শূন্যতায় পরিপূর্ণ জমিন
বুক পোড়ায় অস্থিরতার দাবানল,
“আমার আকাশ হারিয়ে গেছে”
বিলবোর্ড টানাবো তোমার দুয়ারে।

•• শূন্যতায় পরিপূর্ণ জমিন
বুক পোড়ায় অস্থিরতার দাবানল,
“আমার আকাশ হারিয়ে গেছে”
বিলবোর্ড টানাবো তোমার দুয়ারে।

•• একটু হাসবেন প্লিজ!
আমার খুব মরতে ইচ্ছে করে, আপনার হাসি দেখতে দেখতে অনায়াসে মৃত্যুর ফাদে পা দিতে পারি আমি।

•• একটু হাসবেন প্লিজ!
নদীতে ভাসতে চাই আমি, আপনার হাসি দেখে দড়িয়ার অথৈ জলে তলিয়ে যেতে পারি আমি।

•• একটু হাসবেন প্লিজ!
আমার কবি হওয়ার ইচ্ছে খুব, আপনার হাসি দেখে দেখে লিখতে পারি হাজার কবিতা।

•• একটু হাসবেন প্লিজ!
পাখি হওয়ার ইচ্ছে আমার চিরদিনের, আপনার হাসি দেখে পাখিদের সাথে উড়তে পারি নীল আকাশে।

•• একটু হাসবেন প্লিজ!
বেঁচে থাকা খুব দরকার আমার, আপনার হাসি দেখলে বেঁচে থাকার ইচ্ছে জাগে হাজার বছরের।

চিন্তাশীল ফেসবুক স্ট্যাটাস FB Status Bangla

•• তার চেয়ে ভালো আপনি ভোরের পাখি হোন, ডেকে তুলুন ফজরে। আপনি বরং মেঘ হোন রৌদ্রময় দুপুরে, আপনার ছায়ায় ডুবে যাই মধ্যাহ্নের যোহরে।

আপনি অবসরের বিকেল হোন, পূন্যময়ী আসরে। আপনি ডুবে যাওয়া সূর্য হোন পশ্চিমের আকাশে, সব কাজ ফেলে মন দিবো মাগরিবের নামাজে। চাঁদ হয়ে উঠুন আপনি রাতের আকাশে, জোছনা মেখে মাথা নোয়াবো এশার নামাজে প্রভুর দারবারে।

আপনি বরং তাহাজ্জুতের সাথী হোন গভীর রাতে। জায়নামাজে হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহর জন্যই ভালোবাসি আপনাকে।

•• কখনো খেয়াল করেছেন! আপনি যদি নদীর একপারে দাড়িয়ে সূর্যোদয় দেখেন, ওখানে দাড়িয়ে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন না। আপনি সূর্যাস্ত দেখতে চাইলে আপনাকে নদীর ওপার যেতে হবে।

একটু ভেবে দেখেন, জন্ম যদি হয় সূর্যোদয়ে নদী পেরিয়ে ওপারে সূর্যাস্ত আমাদের মৃত্যু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের জীবনের সময়। মাঝে নদীটা আমাদের জীবন। আমাদের জীবনটা বয়ে যাওয়া নদীর মত একটা নদী।

নদী কখনো শান্ত আবার কখনো তার বুকে উত্তাল টেউ। কখনো জোয়ারের পানিতে নদী পরিপূর্ণ আবার ভাটায় হাঁটুজল। নদী মানুষের আহার জোগায় আবার কখনো মানুষের জীবন কেড়ে নেয়। নদী তার বুকে চর জাগিয়ে মানুষের বসতি গড়ে তুলে আবার কখনো মানুষের গড়া ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায়। নদী কখনো থেমে থাকে না। চলতে থাকে আপন গতিতে।

আমাদের জীবন ঠিক নদীর মতই। জীবন কখনো সুখে ভরপুর আবার কখনো দুঃখের শেষ নেই। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে কিছু দিন পেড়িয়ে বৃদ্ধের খাতায় নাম লিখাই। কখনো আমাদের চারপাশে মানুষের ভীড় আবার কখনো একা হয়ে যাই। কখনো বাঁচতে চাই হাজার বছর আবার মনে হয় মরলেই মুক্তি। তবুও জীবন থেমে থাকে না। চলতে থাকে নিজ গতিতে।

সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যেতে যেতে আমরা পৌঁছে যাই জীবনের শেষ প্রান্তে।

ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমাদের শেষ কথা

আপনি চাইলে আমাদের দেওয়া ফেসবুক স্ট্যাটাস গুলো আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। আমাদের এই আর্টিকেল নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক স্ট্যাটাস১০০+ ফেসবুক স্ট্যাটাস নিয়ে লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

আপনি কি রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস খুজতেছেন?

এই পোস্টটিতে আপনি আপনার মনের মত রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস এবং অনেক স্মার্ট ফেসবুক স্ট্যাটাস পেয়ে যাবেন তাই পড়তে মিস করবেন না।

২০২৩ সালের সেরা ফানি ফেসবুক স্ট্যাটাস

এই পোস্টটিতে আপনার জন্য অনেক ফানি এবং মজার ফেসবুক স্ট্যাটাস রাখা হয়েছে যা আপনার ফেসবুক ফ্রেন্ডদের অনেক ভালো লাগবে।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version