ডাচ বাংলা ব্যাংক লোন | Dutch Bangla Bank Loan 2023

আজ আমারা DBBl অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লোন পদ্ধতি নিয়ে জানব। DBBl বা ডাচ বাংলা একটি বাণিজ্যিক ব্যাংক। আমারা আজ এই আর্টিকেলে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন লোন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যা নিয়ে আলোচনা করব:

  •  ব্যাক্তিগত লোন।
  •  হোম বা বাড়ি লোন।
  • শিক্ষা লোন।
  •  ডাচ বাংলা ব্যাংক ব্যবসা লোন।
  • স্যালারি লোন।
  • ডাচ বাংলা ব্যাংক প্রবাসী লোন।
  • Car কার লোন।

ডাচ বাংলা ব্যাংক পারসোনাল লোন।DBBL Personal loan.

ডিবিবিএল বা ডাচ বাংলা ব্যাংক থেকে পারসোনাল বা ব্যাক্তিগত লোন নিতে হলে যা প্রয়োজন;

  • বেতনভোগী ব্যক্তি হতে হবে।পেশাদার হতে হবে।
  • ব্যবসায়ী হতে হব।
  • বাড়িওয়ালা হতে হবে।

ডাচ বাংলা ব্যাংক পারসোনাল লোনের সুবিধা

  • আপনি ডিবিবিএল থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন।
  • পারসোনাল লোনে ইন্টারেস্ট রেট ৮%।
  • টেইক ওভারের বেলায় অর্থাৎ ;অন্য ব্যাংক থেকে হস্তান্তর করলে ইন্টারেস্ট রেট ৭.৫ শতাংশ।
  • প্রক্রিয়া এবং নিয়মাবলি সহজ।

DBBl বাড়ি লোন সেবা তথ্য

DBBl Home বা বাড়ি লোন সেবা তথ্য:

  • আপনি ডাচ বাংলা থেকে লোন নিয়ে বাড়ি ক্রয় বা তৈরি করতে পারেন। এ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন:
  • বাড়ির জন্য ডিবিবিএল থেকে সর্বোচ্চ দুই কুটি পর্যন্তনলোন নিতে পারবেন।
  • ইন্টারেস্ট ৮ শতাংশ।
  • অন্য ব্যাংক থেকে হস্তান্তরের বেলায় ৭.৫ শতাং।

ডাচ বাংলা থেকে লোনের মাধ্যমে কার ক্রয় করা যায়। লোনের সুবিধে  আপনাদের জন্য নিচে উল্লেখ করা হল।

আরো পড়ুন: ইসলামী ব্যাংক লোন পদ্ধতি ২০২৩

ডাচ বাংলা ব্যাংক লোনের সুবিধাসমূহ

  • কারের জন্য নিম্নে এক লক্ষ টাকা।
  • সর্বোচ্চ ৪০ লক্ষ লোন নেওয়া যায়।
  • সুদ ৮ শতাংশ।
  • অন্য ব্যাংক থেকে হস্তান্তরেরর ক্ষেত্রে ৭.৫।
  • মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।
  • সহজ প্রক্রিয়া।

কার লোনের যোগ্যতা

DBBL  বা ডাচ বাংলা ব্যাংকের কার লোন পেতে হলে কিছু শর্ত আছে। সে শর্তানুযায়ী আপনার যোগ্যতা থাকলে লোন পাবেন।

  • ১৮ বছর হতে হবে।
  • মাসিক আয় ২৫ হাজার।
  • পেশাদার ব্যক্তি।
  • ব্যবসায়ী ব্যাক্তি

ডাচ বাংলা প্রবাসী লোন

ডাচ বাংলা প্রবাসী লোন সম্পর্কে বিস্তারিত জানুন। প্রবাসীরাও ডাচ বাংলা থেকে লোন নিতে পারেন। তবে কিছু রিকুয়ারমেন্ট বা শর্ত আছে;

  • প্রবাসীদের ‘যোগ্যতা ক্রেডিট’ অনুযায়ী আটারো বছর হতে হবে।
  • এপ্লাইয়ের জন্য ব্যাংকে এখতিয়ার অনুযায়ী স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পাসপোর্টের ফটোকপি ( প্রস্থান এবং আগমনের সিলযুক্ত পৃষ্ঠা সহ)।
  • বিএমইটির স্মার্ট কার্ড।
  • কর্মরত দেশের আইডি কার্ডের ফটোকপি।
  • বিদেশে কর্মসংস্থান চুক্তির প্রমাণ।
  • বৈধভাবে রেমিটেন্সের প্রমাণ।

ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন

ডাচ বাংলা ব্যাংক স্যালারি লোন দিয়ে থাকে। এখানে অন্যান্য লোনের মতন স্যালারি লোন বেশ সুবিধা রয়েছে।  স্যালারি লোনের বিবিধ নিচে দেওয়া হলো।  

ডাচ বাংলা স্যালারি লোনের যোগ্যতা:

  • ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • সর্বনিম্ন 10,000 টাকা লোন দেওয়া হয়।
  • সর্বোচ্চ 20 লক্ষ টাকা লোনদেওয়া হয়।
  • সুদ ৮%।
  • হস্তান্তর করলে ৭.৫।
  • চাকুরিজীবী।
  • ব্যবসায়ী।
  • পেশাদার।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন

ডাচ বাংলা ব্যাংক শিক্ষা লোন: শিক্ষার্থীদের পড়ালেখার জন্যও ডাচ বাংলা ব্যাংক লোন দিয়ে থাকে। টিউশন ফি, স্টুডেন্ট যাবতীয় খরচ বহনে লোন দেয়।

যেসব কাগজপত্র লাগবে: ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট লোন  এর লোন এর জন্য।

  • জাতীয় পরিচয়পত্র বা
  • ড্রাইবিং লাইসেন্স বা
  • ওয়ার্ড কমিশনারের ফটোকপি সত্যায়িত সহ
  • ছবি
  • বিগত ৬ মাসের ব্যাংক কার্যবিধি
  • চাকুরিজীবীর জন্য নির্বাহী বেতন স্লিপ বা lol
  • TIN এর ফটোকপি।
  • ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীর জন্য)।

Dutch Bangla Bank Loan Online Application visit here

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের এই পোস্টে

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version