ডিজিটাল মার্কেটিং কি? এবং ডিজিটাল মার্কেটিং কত প্রকার কি কি

ডিজিটাল মার্কেটিং শব্দটাই যখন সামনে আসে তখন আমরা যে জিনিসটা ভাবি সেটা হল ব্যবসা বা পন্যের প্রচারনা। (ডিজিটাল মার্কেটিং কি? এবং ডিজিটাল মার্কেটিং কত প্রকার কি কি) এখন ডিজিটাল মার্কেটিং টা মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা বা পণ্যের প্রচারনা বুঝায়।

এই ২১ সালে এসে একটা বিষয় দেখা যাচ্ছে যে ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে অনেক অনেক মানুষ জড়িতএক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশেতাই এই ইন্টারনেটের যুগে বলতে গেলে পুরো পৃথিবীই হাতের মুঠোয়এবং আরও সহজ উপায়ে বললে সোশাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বের  মানুষ সহজেই যুক্তএই বিশাল মাধ্যম ব্যবহার করে নিজের ব্যবসা বা পন্যের যে প্রচারনা করা হয় সেটিই মূলত ডিজিটাল মার্কেটিংডিজিটাল মার্কেটিং দ্রুত সফলতার একটা সুবর্ণ সুযোগনিজ দেশে বটেই বাহিরের দেশেও পৌছানো সম্ভব। 

What is Digital Marketing

ডিজিটাল মার্কেটিং সাধারনত সোশাল মিডিয়া গুলোতে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেলেও এর আরও বেশ কিছু মাধ্যম রয়েছেযার মাধ্যমে সহজেই সফলতা পাওয়া যায়আর গুগল সার্চ এখন বেশ জনপ্রিয় হওয়ায় এর ভিবিন্ন দিক মাধ্যম প্রচুর জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং । 

তার আগে জানার বিষয় হল ডিজিটাল মার্কেটিং দুইভাবে করা হয়ে থাকে। 

  • ১. অনলাইন ডিজিটাল মার্কেটিং
  • ২.অফলাইন ডিজিটাল মার্কেটিং

অনলাইন ডিজিটাল মার্কেটিং 

অনলাইন ডিজিটাল মার্কেটিং একটি ক্রমবর্ধমান বিকাশ মান জনপ্রিয় মাধ্যমএর জন্যে ইন্টারনেট, কম্পিউটার এন্ড্রয়েড ফোন হলেই চলেতবে এর বেশ কিছু মাধ্যম রয়েছেযার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করে দ্রুত সফল হওয়া যাচ্ছে

  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)
  • সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM)
  • কন্টেন্ট মার্কেটিং
  • সোশাল মিডিয়া মার্কেটিং
  • ই-মেইল  মার্কেটিং
  • এফিলিয়েট  মার্কেটিং।

Search engine optimization (SEO)

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) খুব ইন্টারেস্টিং প্রক্রিয়াএই মাধ্যমে আমরা সাধারন যা গুগল সার্চ করি তার মাধ্যমে কোন একটি কি ওয়ার্ড কে র‍্যাংক করানো। 

যখনি আমরা গুগলে কিছু সার্চ করি তখন কিছু ওয়েবসাইট আমাদের সামনে আসেযার মূলত র‍্যাংক অর্ডারটা পর্যায়ক্রমে আসেএখন সবার আগে যেই ওয়েব সাইট টা আসে প্রথমে থাকায় স্বাভাবিকভাবেই তাতেই বেশি ক্লিক পড়বে, ভিসিটর বেশি হবেআর ভিসিটর বেশি মানে আপনার প্রচারনা সার্থক

এই SEO  আবার তিন ধরনের হয়ে থাকে।  এগুলো সাধারনত  White hat, Black hat, Grey hat SEO নামে পরিচিত

Search Engine Marketing (SEM)

Search Engine Marketing টা সংক্ষিপ্ত ভাবে SEM নামে পরিচিতএর সাথে একটা বিষয় জড়িত তা হল  পেইড সার্চএই ডিজিটাল মার্কেটিং Cost per click (CPC) Pay per click (PPC) দেখতে হয়আর এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Google Ads ।বর্তমানে সবচেয়ে সাশ্র‍য়ী মার্কেটিং  SEM.

Content marketing

কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে বর্নণা মূলক কথা লিখে পন্যের প্রচারনা চালানো হয়এইক্ষেত্রে ওয়েব সাইট সার্চিং এর জনপ্রিয় কি ওয়ার্ড মাথায় রেখে লিখা সাজাতে হয়

এর আরেকটি অন্যতম দিক হলো সোশাল মিডিয়ায় বিভিন্ন পোষ্টসোশাল মিডিয়ায় ক্রেতাকে আকৃষ্ট করতে সংশ্লিস্ট পন্য নিয়ে খুব সহজ সাবলীল সংক্ষিপ্ত বর্নণা থাকলেই যথেষ্ট। 

কন্টেন্ট মার্কেটিং এর আরেকটি দিক হলো এটি নিয়মিত আপডেট করতে হয়। 

Social Media Marketing(SMM)

যেকোন পন্য ইউটিউব, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম,ভাইবার,লিংকড ইন,পিন্টারেস্ট, ইমো সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় পোষ্ট করে সহজেই ভিউজ এর মাধ্যমে কম সময়ে অধিক মানুষের কাছে পৌছানো যায়। 

সোশাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয়ইউটিউব ভিডিও ভিউজ এর প্রেক্ষিতে মার্কেটিং এর একটা নতুন ডাইমেনশন সৃষ্টি হয়আর এই সময়ে সোশাল মিডিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কানেক্টেডএর ফলে প্রচারনাটাও বেশি হয়ে থাকে

Email Marketing 

ইমেইল মাকেটিং হলো কিভাবে সুন্দর সহজ ভাষায় ক্রেতাকে পন্যের বিষয়ে অবগত করে আকৃষ্ট করা যায়এর ক্ষেত্র বেশ বিশাল, এর মাধ্যমে কন্টেন্ট এর সাহায্যে ক্রেতার কাছে গুনাগুন তুলে ধরাটাই মূল লক্ষ্য

মেইল মার্কেটিং বেশ কয় ধাপে করা হয়এর মধ্যে উল্লেখ্য ধাপ হলঃ মেইল টেম্পলেট, মেইল কালেকশন, মেইল ডেলিভারিএর মধ্যে মেইল ডেলিভারি জিমেইল ইয়াহু মেইল দিয়ে খুব বেশি করা যায়না তাই SMTP সার্ভার কিনে বেশি সংখ্যক মেইল ডেলিভারি করা সম্ভব

Affiliate Marketing

এফিলিয়েট মার্কেটিং হলো অন্যের পন্য বিক্রি করে কমিশন আদায়এই প্রক্রিয়ায় অনেক দ্রুত সফল হওয়া যায়সারা বিশ্বেই জনপ্রিয় এই এফিলিয়েট মার্কেটিং। Amazon ,Alibaba, ebay এর মত বড় বড় কোম্পানি গুলো কমিশন দিয়ে থাকে পন্য সেলিং এর উপরসবচেয়ে জনিপ্রিয় এফিলিয়েট মার্কেটিং প্লেস হল Amajon. 

অফলাইন ডিজিটাল মার্কেটিং

অফলাইন মার্কেটিং সাধারনত SMS  পাঠিয়ে নিজের পন্যের ব্র‍্যান্ডিং করা হয়ে থাকেক্রেতাকে আকৃষ্ট করতে সহজ সাবলীল ভাষায় ক্ষুদে বার্তা পাঠানোটাই অফলাইন ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবেন

ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়েরবাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি ইন্সটিটিউট, আইটি প্রতিষ্ঠান বিভিন্ন রেঞ্জের কোর্স অফার করে থাকে বিভিন্ন মেয়াদীএছাড়া ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে যার মাধ্যমে সহজে ব্যাসিক থেকে এডভান্স লেভেলে কাজ শিখে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেমন ফিভার,আপ্ওয়ার্ক, ফ্রিলান্সার থেকে ভালো এমাউন্ট আয় করা যায়

পরিশেষে বলা যায় ডিজিটাল মার্কেটিং সম্ভাবনাময় সেক্টর যার মাধ্যমে সহজেই পন্য প্রচারনা করে সহজেই সাফল্য লাভ করা যায়দিন দিন এর ক্ষেত্র বড় হচ্ছে, এর ফলে বিক্রেতা ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছে।

ডিজিটাল মার্কেটিং ফ্রী কোর্স সমূহ

৫টি সেরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদের কাছে শেয়ার করলাম নিচে এই ফ্রি কোর্স গুলো করে আপনি ও একজন সফল ডিজিটাল মার্কেটার হতে পারেন।

1. Fundamentals of Digital Marketing by Google  ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স-১

2. Free Digital Marketing Basics Course ফ্রী ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্স-২

3. Introduction to Digital Marketing Free Course ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং ফ্রী কোর্স-৩

4. Digital Marketing 101 by Simplilearn Free Course  ফ্রী ডিজিটাল মার্কেটিং কোর্স-৪

5. Digital Skills: Digital Marketing Free Course  ফ্রী ডিজিটাল মার্কেটিং কোর্স-৫

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button