আজকের আর্টিকেলে রয়েছে উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ (Dhaka College Admission Circular 2023 ) সম্পর্কে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত শুক্রবার। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক ভর্তি পরীক্ষা। সকল শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভর্তি হতে ইচ্ছুক তারা এখন থেকে খোজা শুরু করে দিয়েছে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সেটি।
আমাদের দেশের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা যাকে বলা হয় রাজধানী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসে কর্মসংস্থান অথবা পড়াশোনার জন্য। ঢাকার মূল কেন্দ্রে অবস্থিত অন্যতম একটি সেরা কলেজ হচ্ছে ঢাকা কলেজ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য সবচেয়ে ভালো কলেজ মনে করে অনেক শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটিকে। তাই প্রতি বছর এখানে শিক্ষার্থীরা ভর্তির জন্য অনেক আগ্রহ প্রকাশ করে থাকে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ফলাফল
কলেজ শুরু হচ্ছে মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে এবং এতে রয়েছে অনার্স কোর্স। তবে সবচেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য এ প্রতিষ্ঠানটি ভালো। বাংলাদেশের সেরা ১০ টি উচ্চ মাধ্যমিক কলেজের মধ্যে এর অবস্থান রয়েছে। প্রতিবছর এখান থেকে জিপিএ ফাইভ পেয়ে অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করে। আর পাশের হার অনেকাংশ বেশি।
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Motijheel Ideal school and college
একটি জরিপে দেখা গেছে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অনেকাংশ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়ে থাকে। দেশের বড় বড় প্রতিষ্ঠানে এবং দেশ পরিচালনায় ঢাকা কলেজের অনেক শিক্ষার্থীরা রয়েছে। তবে ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা রয়েছে এখানে ভর্তি হওয়ার জন্য।
ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Dhaka College Admission Circular 2023
এখানে নির্দিষ্ট আসন সংখ্যা রয়েছে যার কারণে শিক্ষার্থীরা এখানে চাইলেই ভর্তি হতে পারবে না। কেবলমাত্র নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। ভর্তি যোগ্যতা বলতে এখানে বলা হয়েছে পয়েন্টের কথা। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে তারাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। যাতে ঢাকা কলেজ ভর্তি হওয়ার ইচ্ছে রয়েছে তারা আগে থেকে অবশ্যই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করবেন সে বিষয়টি মাথায় রাখতে হবে। নইলে আপনি এই কলেজে ভর্তির জন্য আবেদনও করতে পারবেন না।
ঢাকা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় সবচেয়ে আগে মাথায় রাখতে হবে। এখানে রয়েছে তিনটি ডিপার্টমেন্ট। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগ। এখানে প্রতিটি বিভাগে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা প্রার্থীদেরকে পয়েন্ট থাকতে হবে। যেমন বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য এক পয়েন্ট আবার অন্য ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য আরেক পয়েন্টের প্রয়োজন হবে। তাহলে আসুন নিচে থেকে দেখে নেই ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা সম্পর্কে।
ঢাকা কলেজ আসন সংখ্যা এবং ভর্তি যোগ্যতা ২০২৩
বিজ্ঞান বিভাগ: ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি সংখ্যক ঠিক হচ্ছে ৯০০ টি। এই সিটের জন্য অনেক শিক্ষার্থী আবেদন করে থাকে। প্রতি সিটের ক্ষেত্রে প্রায় ২০০ এর অধিক প্রার্থী আবেদন করে। কিন্তু এখানে আবেদন করার জন্য অথবা এখানে চান্স পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই জিপিএ ৫ থাকতে হবে।
ব্যবসা বিভাগ: এই ডিপার্টমেন্টের মোট আসন সংখ্যা হচ্ছে ২৫০ টি। এ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই ন্যূনতম ৪.৫০থাকতে হবে।
মানবিক বিভাগ: এই ডিপার্টমেন্টেও আসন সংখ্যা হচ্ছে ২৫০ টি। এ ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে শিক্ষার্থীদেরকে ন্যূনতম ৪.৮৫ পয়েন্ট থাকতে হবে। এর থেকে কম পয়েন্ট হলে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে না।
উপরের উল্লেখিত পয়েন্ট থাকে অনেক সময় এসব কলেজে ভর্তি হওয়া যায় না। কারণ এখানে ভর্তি হতে গেলে অনেক সময় দেখা যায় এর থেকে বেশি পয়েন্ট শিক্ষার্থীর আবেদন করলে তাদেরকে মেধা তালিকা অনুসারে প্রথমে নেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় মাইগ্রেশন হয়ে তারা এই কলেজগুলো পেয়ে যায়। আবেদন করার পূর্বে অবশ্যই ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা আপনি দেখে নেবেন।
ঢাকা কলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
ঢাকা কলেজ হচ্ছে রাজধানীর মূল কেন্দ্রে অবস্থিত। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয় ১৮৪১ সালে। অর্থাৎ ঢাকার ভিতরে সবচেয়ে পুরাতন কলেজের তালিকায় রয়েছে এটি। এই কলেজের নীতিবাক্য হচ্ছে নিজেকে জানো। এখানে প্রশাসনিক ব্যক্তির সংখ্যা প্রায় ১৫০ জনের অধিক। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭হাজারেরও বেশি। ঢাকা কলেজের সংক্ষিপ্তে বলা হয়ে থাকে ডিসি কলেজ ( Dhaka College Admission Circular 2023 )। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান।
ঢাকা কলেজ কোথায় অবস্থিত?
ঢাকা কলেজ মিরপুর রোড, ধানমন্ডিতে অবস্থিত।
ঢাকা কলেজের মোট আসন সংখ্যা কত?
ঢাকা কলেজের মোট আসন সংখ্যা হচ্ছে ১৪০০.
ঢাকা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ঢাকা কলেজ ১৮৪১ সালে প্রতিষ্ঠা করা হয়।
ঢাকা কলেজে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে?
হ্যাঁ ঢাকা কলেজে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে।
ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ ঢাকার পাশাপাশি আরও কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে সেটি জানতে আমাদের নিচের আর্টিকেলগুলো পড়ে নিন। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।
ঢাকা কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
বাংলাদেশের সকল উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় একসঙ্গে শুরু হয়ে থাকে। ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত ( ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা )হবে ওই সময়ে। ভর্তির আবেদনের শুরুর সময়সীমা সম্ভাব্য আগামী ১০ আগস্ট থেকে। শিক্ষার্থীদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।