স্নাতক দ্বিতীয় বর্ষ , বাংলা জাতীয় ভাষা ( আবশ্যিক) ফাইনাল সাজেশন ২০২৩: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট যারা ডিগ্ৰি শিক্ষার্থী তাদের জন্য অর্থাৎ ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ অথবা স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তাদের জন্য বাংলা জাতীয় ভাষা আবশ্যিক এর ফাইনাল সাজেশন তথা একটি প্রশ্নের নমুনা শেয়ার করলাম এই প্রশ্ন সাজেশন আকারে আপনি আপনারা শিখতে পারেন । দেখবেন পরীক্ষায় কমন পড়বে।
স্নাতক / ডিগ্ৰি দ্বিতীয় বর্ষ বাংলা জাতীয় ভাষা ( আবশ্যিক) ২০২৩ এর গুরুত্বপূর্ণ সাজেশন:
বাংলা আমাদের মাতৃভাষা আমাদের গৌরব ও অহংকার এই ভাষাই আমরা কথা বলতে শিখেছি ,চলতে শিখেছি ।প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই এই বাংলাকে সহজ ভেবে বাংলা বিষয়ের উপর বেশ নজর দিতে চাইনা তাই অনেকেই এই বাংলা বিষয়ে খারাপ করেন । তাই অবহেলা না করে বাংলা বিষয়কে গুরুত্ব দিতে হবে। ডিগ্ৰি ২য় বর্ষ বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ফাইনাল সাজেশন
বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ২০২৩:
ক বিভাগ থেকে মাত্র ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে
মান ১× ১০
- ১ এর ক, মধুসূদন দত্তের প্রথম নাটকের নাম কি?
- খ, রবীন্দ্রনাথ ঠাকুরেকে’ গুরুদেব’ উপাধি প্রদান করেন কে?
- গ, বিয়ের সময় মোহনি দেবীর বয়স কত ছিল?
- ঘ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
- ঙ, হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি?
- চ, রবীন্দ্রনাথ ঠাকুরেকে’ বিশ্বকবি উপাধি প্রদান করেন কে?
- ছ,”যাহা স্নিগ্ধ এবং ঠান্ডা করে” তার অপর নাম কি?
- জ,কোন মাসে কেন্তির বসন্ত হয়েছিল?
- ঝ,পত্র লেখার বিবেচ্য বিষয় কয়টি?
- ঞ,সাধু ভাষায় কিসের প্রাধান্য বেশি থাকে?
- ট, ভাষার কোন রীতি সর্বজনগ্ৰাহ্য?
- ঠ,” খাঁটি গরুর দুধ” বাক্যটির শুদ্ধ রূপ কি?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পড়বেন দেখবেন অবশ্যই পরীক্ষায় কমন পড়বে
বাংলা জাতীয় ভাষা আবশ্যিক ডিগ্ৰি / স্নাতক দ্বিতীয় বর্ষ।
Recently Published Degree 2nd Year Suggestion 2023
- ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন
- ডিগ্রি ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন
- ডিগ্রি ২য় বর্ষ সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজকল্যান সাজেশন
খ বিভাগ এ যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মান থাকবে ৪×৫ = ২০।
- ২, আত্মবিলাপ কবিতার সারসংক্ষেপ আলোচনা কর?
- ৩, ঐকতান বলতে কি বুঝিয়েছেন?
- ৪, ” সেই দিন হইতে ভাষার শ্রীবৃদ্ধি । সেই দিন হইতে শুষ্ক তরুর মূলে জীবন বারি নিষিক্ত হইল ” উক্তিটি ব্যাখা কর?
- ৫, হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তি এবং কেন?
- ৬, আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি ” ব্যাখা কর?
- ৭, বাংলায় অনুবাদ কর”-
” Honesty is a novel virtue .It is the secret of success in every sphere of life.The value of honesty is very great.It wins love, respect and, fearlessness.An honest man passes his days in respect and happiness.Honesty is the best policy.
৯, ব্যাক্তিগত পত্রের বিভিন্ন অংশের বর্ণনা দাও?
১০, আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ?
গ বিভাগ যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও ,মান ১০× ৫= ৫০।
- ১০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূলভাব আলোচনা কর?
- ১১, বাঙালা ভাষা প্রবন্ধ অবলম্বনে বঙিকচন্দ্র চট্টোপাধ্যায় রচনার শ্রেষ্ট্র রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা কর?
- ১২, হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা কর?
- ১৩, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্পে বর্ণিত প্রেমের স্বরূপ আলোচনা কর?
- ১৪, ‘ পুইমাচা ‘ গল্প অবলম্বনে তৎকালীন সমাজ চিত্র আলোচনা কর?
- ১৫, কোন মাধ্যমিক বিদ্যালয় ” সহকারী শিক্ষক” এর শুন্য পদে চাকরির জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্রের লেখ?
- ১৬, কাজী নজরুল ইসলামের ” চৈতিহাওয়া ” কবিতার কিভাবে বিরহক্লিষ্ট প্রেমিক হৃদয়ের পরিচয় ফুটে উঠেছে – তা ব্যাখা কর?
- ১৭, সাধু ও চলিত ভাষার দশটি পার্থক্য লিখ?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ যারা ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই সাজেশন টি ফলো করুন ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন বাংলা জাতীয় ভাষা আবশ্যিক এই বিষয়ের উপর । এছাড়াও আমাদের ব্লগে সবগুলো বিষয়ের সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন এবং আমাদের সাথ থেকে ডিগ্ৰি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সাজেশন শেয়ার করুন ।