ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন ২০২৩ | Degree 1st Year Political Science Suggestion

সাহেদা জান্নাত
Degree 1st Year Political Science Suggestion

রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন: প্রিয় ডিগ্ৰী পরীক্ষার্থী বন্ধুরা আবার যারা ডিগ্ৰী ছাত্র-ছাত্রী তাদের জন্য আমাদের এই আয়োজন কেননা অনেকেই ডিগ্ৰী পড়ছে পড়ার পাশাপাশি আবার অনেকেই চাকরি করছেন ।এরকম পরিস্থিততে আবার প্রথম থেকেই পড়াশোনা বেশী করছেনা পরীক্ষা আসলেই পড়িতে শুরু করা এই পরিস্থিতিতে তাদের সাহায্যে আমাদের এই পোস্ট টি শেয়ার করা অবশ্যই কাজে লাগবে।

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন

১… ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন

  • এই প্রথম অধ্যায় থেকে আপনারা পড়বেন ,যেমন, রাষ্ট্রবিজ্ঞানের অর্থ প্রকৃতি, পরিধি, পদ্ধতি,অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক।
  • রাষ্ট্র বা State: রাষ্ট্রের সংজ্ঞা,উপাদান,রাষ্ট্র এবং সরকার,রাষ্ট্র এবং ব্যাক্তি,রাষ্ট্র এবং সমাজ ,রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ।
  • মৌলিক ধারনা বা Fundamental Concept: সার্বভৌমত্ব,আইন, স্বাধীনতা,সাম্য, অধিকার ও কর্তব্য,জাতি ,জাতিয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ‌।
  • রাষ্ট্র চিন্তাবীদ বা Political Thinkers: প্লেটো ,এরিষ্টটল,সেন্ট অগাস্টিন,সেন্ট টমাস একুইনাস,ম্যাকিয়াভেলী ,হবস,লক এবং রুশো।

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা রাষ্ট্রবিজ্ঞান পড়লে অনেক সহজ লাগবে এই উপরোক্ত বিষয়গুলো জানা থাকলে সবকটি প্রশ্নের উত্তর দিতে পারেন জীবনের প্রতিটি পদক্ষেপে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত কাজে লাগবে ।আমারা ইং এই রাষ্ট্রে বাস করি সুতরাং রাষ্ট্রের সব বিষয় জানা ও আমাদের দরকার।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

রাষ্ট্র বিজ্ঞানের রচনামূলক প্রশ্ন :

  • রাষ্ট্র বিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর?…..95%আসবে।
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদ…….100%.
  • আইনের সংজ্ঞা ,ও আইনের উৎস সমূহ আলোচনা কর?……100% কমন।
  • প্লেটোর শিক্ষা তত্ত্ব আলোচনা কর?….. 95%।
  • এরিষ্টটলের বিপ্লবের কারন ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা কর।
  • ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারনা বিশ্লেষন করে,?
  • রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর?

এই উপরোক্ত রচনামূলক সাতটি প্রশ্নের মধ্যে অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন পড়বে তাই অবহেলা না করে এই প্রশ্ন গুলো খুবই গুরুত্বের সহিত পড়বে।

সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ : Sociology 1st Paper Suggestions Degree First Year 2022

রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নাবলী:

  • রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
  • রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি?
  • স্বাধীনতার রক্ষাকবচ কয়টি ও কি কি?
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যেকোন দুইটি মতবাদ?
  • ‘রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব’ উক্তিটি কার ?
  • Political Science begins and ends with the state , উক্তিটি কার?
  • আইনের শাসন কি?
  • সার্বভৌমত্ব বহুত্ববাদের প্রবক্তা কে?
  • ‘সার্বভৌমত্বের আদেশই আইন উক্তিটি ‘কার?
  • জাতিয়তা কি?
  • জাতিয়তার তিনটি উপাদান কি কি?
  • সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?
  • রেনেসা অর্থ কি?
  • রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ?

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন

রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম?

এই ছিল রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন খুবই মনোযোগ সহকারে পড়বে কেননা ডিগ্ৰী পরীক্ষার্থীদের জন্য তাদের পরীক্ষার সময় খুবই কম পায় তাই অল্প সময়ে এই সাজেশন টি খুবই কাজে আসবে ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।