চট্রগ্রাম বিশ্ববিদ্যলয়ে (চবি)২০২০-২১ সালে ভর্তির আবেদন | Chittagong University admission 2020-21

এখন বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও ভর্তি বিজ্ঞপ্তি  দিয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান ১ম বর্ষের জন্য কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।

অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে গেছে।১২ এপ্রিল থেকে ৭ মে ২০২১ সাল তারিখ পর্যন্ত চলবে। ১১ মের আগে আবেদনের নির্ধারিত ফি দিতে হবে।মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

Chittagong university admission circular 2020-21

প্রবেশপত্র সংগ্রহ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হলে আপনাকে যেটা করতে হবে? সেটা হলো অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। নিম্নে ইউনিটের সাথে উল্লেখ্য সময়সূচী অনুযায়ী। পরীক্ষা অনুষ্ঠানের ১ ঘন্টা আগ পর্যন্ত।

ভর্তি পরিক্ষা দিতে হলে প্রবেশ পত্রের প্রয়োজন। অনলাইনে আপনি প্রবেশপত্র পেয়ে যাবেন। প্রবেশপত্র সংগ্রহ করতে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী।

USA Fulbright Scholarship in 2021

  • B (Unite)ইউনিট: ৭ জুন ২০২১
  •  
  • D(Unite)ইউনিট: ৯ জুন ২০২১
  •  
  • A(Unite)ইউনিট: ১৩ জুন ২০২১
  •  
  • C(Unite)ইউনিট: ১৫ জুন ২০২১
  •  
  • B1(Unite)উপ-ইউনিট: ১৬ জুন ২০২১
  •  
  • D1(Unite)উপ-ইউনিট: ১৬ জুন ২০২১
  •  
  • D(Unite)ইউনিট: ৯ জুন ২০২১
  •  
  • A(Unite)ইউনিট: ১৩ জুন ২০২১
  •  
  • C(Unite)ইউনিট: ১৫ জুন ২০২১
  •  
  • B1(Unite)উপ-ইউনিট: ১৬ জুন ২০২১
  •  
  • D1(Unite)উপ-ইউনিট: ১৬ জুন ২০২১

বি ইউনিটে সবচেয়ে বেশী শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে।আর বি ইউনিটের এক্সাম দিয়ে ভর্তি পরীক্ষার সূচনা হয়। এভারও তাই হবে। ২২/০৬/২০২১ তারিখ হবে। আর পরবর্তীতে অন্যান্য ইউনিটের পরিক্ষা হবে।

Abu Dhabi Scholarship in 2021

২০২১ সালের চবি বিভিন্ন ইউনিটলর ভর্তি পরীক্ষার সময়সূচী

  • B Unite – ২২ ও ২৩ জুন ২০২১
  •  
  • D Unite- ২৪ ও ২৫ জুন ২০২১.
  •  
  • A unite ৮ ও ২৯ জুন ২০২১.
  •  
  • C Unite- ৩০ জুন ২০২১.
  •  
  • B1 Unite ১ জুলাই ২০২১.

Colombia Government Scholarship in 2021

২০২০-২০২১ সালের ১ম বর্ষের ভর্তির যোগ্যতা

১.বংলাদেশের যেকোন শিক্ষা বোর্ডের এসএসসি ২০১৮ সালের হওয়া।

২. এইচএসসি ২০২১ সালের হওয়া।

৩. নিয়মিত উত্তীর্ণ হতে হবে।

৩. ইউনিটের নির্দিষ্ট চাহিদা অনুপাতে ভর্তি আবেদন করতে পারবেন।

Honars Admission Deadline

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version