Check Birth Certificate Online Bangladesh in 2023

Check birth certificate online Bangladesh

আমরা বিভিন্ন প্রয়োজনের কারণে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করে থাকি। ‌ হয়তো সেটা ব্যক্তিগত কাজে কিংবা প্রফেশনাল কাজে। তবে যে কারণেই করা হোক না কেন অনলাইনে চেক করার পদ্ধতি সারা বাংলাদেশে একই রকম ভাবে। ‌ কিন্তু এর মধ্যে অনেকেই আছে যারা কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে হয় সেটা জানে না। যারা জানেন তারা অবশ্যই অন্যদেরকে শেখাবেন এবং যারা জানেন না তারা আমাদের আর্টিকেলটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন তাহলে নিজে নিজেই অনলাইনে যাচাই করতে পারবেন।

একটি শিশুর জন্ম গ্রহণ করার পর তখন তার জন্য করা হয় একটি টিকা কার্ড এবং স্কুলে ভর্তি হয় তখন তার অবশ্যই জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। ‌ যেকোনো স্কুলে ভর্তি হোক না কেন প্রথমে থাকে জন্ম নিবন্ধন করতে হবে তাদের ইউনিয়ন পরিষদ থেকে। ‌ আগে শুধুমাত্র ম্যানুয়াল ভাবে জন্ম নিবন্ধন করে তা দিয়ে দেওয়া হতো কিন্তু ডিজিটাল এ যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে এখন অনলাইনে জন্ম নিবন্ধন করা যায়। জন্ম নিবন্ধনটি শুধুমাত্র স্কুলের ক্ষেত্রে নয় ভবিষ্যতে প্রতিটি যে কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন ভোটার আইডি কার্ড তৈরীর সময়, চাকরি ক্ষেত্রে অথবা আরো প্রয়োজনীয় কাজে। যখন কোন কাজের জন্য জন্ম নিবন্ধন দেয়া হয় তখন তারা জন্ম নিবন্ধন অনলাইনে চেক করে দেখে নেয়।

চলুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায় তার পদ্ধতি জেনে নেই

• অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অবশ্যই একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস থাকতে হবে। হতে পারে একটি মোবাইল অথবা একটি কম্পিউটার ডিভাইস।

• এরপর ডিভাইস থেকে যেকোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেশ করার পর https://everify.bdris.gov.bd/ ঠিকানাটি বসিয়ে ওয়েবসাইটটি ভিজিট করুন।

• ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবি মতো তথ্য বসানোর জন্য ফরম দেখা যাবে। প্রথমে জন্ম নিবন্ধন এর ১৭ ডিজিটের নম্বর এবং নিচে জন্ম নিবন্ধন অনুযায়ী জন্মতারিখ বসাতে হবে।

• সকল তথ্য নির্ভুলভাবে বসানোর পর নিচে ক্যাপচা পূরণ করার জন্য একটি ঘর পাবেন। ক্যাপচা পূরণ করে তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

• সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা সম্পূর্ণ হয়ে যাবে। যদি জন্ম নিবন্ধনটি অনলাইন হয়ে থাকে তাহলে পুরো জন্ম নিবন্ধনের তথ্য সামনে চলে আসবে।

আর যদি অনলাইন না হয়ে থাকে তাহলে কোন কিছুই দেখাবে না। অনেকের জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদ থেকে করা হলেও মাঝে মধ্যে অনলাইনে দেখায় না। এজন্য জন্ম নিবন্ধন করার পর এক থেকে তিন দিনের মধ্যে যদি না দেখায় তাহলে আবার ইউনিয়ন পরিষদের যোগাযোগ করে অনলাইন করে নিতে হবে। ‌ কারণ এখন ম্যানুয়াল কোন নিবন্ধন গ্রহণ করে না।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার কারণ
এখন অনলাইনে সবকিছু হয়ে থাকে যার কারণে জন্ম নিবন্ধন কি অনলাইনে যুক্ত হয় বিভিন্ন ওয়েব পোর্টালের সাথে। জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা তা চেক করা লাগে। ‌ এছাড়া অনেক অসাধু লোক আছে যারা টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে দেয়। সকল জন্ম নিবন্ধন কে কাজে লাগিয়ে দেশের নানা ধরনের অপকর্ম এবং দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। অথবা অনেকের জন্ম নিবন্ধন এই চাকরির ক্ষেত্রে তারা অন্যজনের নিবন্ধন ব্যবহার করে চাকরি নেওয়ার চেষ্টা করে। ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করার জন্য জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার প্রয়োজন হয়।

কোন প্রতিষ্ঠান যদি আপনার নিবন্ধন চেক করতে চায় তাহলে তাকে অনুমতি দিয়ে দিন কারণ সেখানে আপনার ব্যক্তিগত তথ্য ছাড়া আর কোন কিছুই পাবে না। ‌ আর যদি আপনার সন্দেহজনক কিছু মনে হয় তাহলে সাথে সাথে পুলিশকে অবগত করবেন।‌ আরো একটি বিষয়ে সব সময় খেয়াল রাখবেন যে‌ কাউকে কোন কাজের জন্য নিজের নিবন্ধন জালিয়াতি করার জন্য দিবেন না। এক্ষেত্রে উভয় সমান অপরাধী। কারণ এখন সকল জায়গায়ই অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায়।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version