কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায় | Canada Scholarship for Bangladeshi Students

কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায়

কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায়ঃ উন্নত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন দেশের মতো কানাডা ও একটি বিশেষ স্থান দখল করেছে। বাংলাদেশর আমারা যারা কানাডায় স্কলারশীপ নিতে ইচ্ছুক তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।দয়া করে একবার সময় বের করে বিষয় টি পড়ার চেষ্টা করবেন।

৪ বছর এর খরচ বা গ্ৰায়জুয়েশন নেওয়ার জন্য আসলে অনেক টাকার প্রয়োজন । অনেক মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা মনের মধ্যে স্বপ্ন লালন করে উন্নত দেশে গিয়ে স্কলারশীপ নিবে বাধা হয়ে দাঁড়ায় টাকা । কিন্তু হতাশ না হয়ে আজ আপনাদের কে আমি দুটো উপায় লিখে দেবো

আরোও পড়ুন: আমেরিকায় স্কলারশিপ পাওয়ার উপায়

কানাডায় বাংলাদেশিদের জন্য স্কলারশীপ নেওয়ার ক্ষেত্রে দুটি উপায় আছে।একটা হচ্ছে মাস্টার্স করার জন্য যেতে পারেন। অথবা গ্ৰাজুয়েশন বাংলাদেশ থেকে Complete করে। আবার ব্যাচালারস যেটা Complete করে পোস্ট গ্ৰাজুয়েট ডিপ্লোমাতে আবেদন করতে পারেন।

কানাডায় স্কলারশিপ পাওয়ার জন্য যেসব তথ্য প্রয়োজন হবে।

কানাডা স্কলারশিপ ভিসার আবেদনর জন্য যেসব যোগ্যতা আপনার থাকা প্রয়োজন:

  • আপনার একাডেমিক রেজাল্ট অর্থাৎ এইচএসসি এবং এসএসসিতে তুলনামূলক ভালো হতে হবে।
  • আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যে কানাডায় গিয়ে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে।
  • একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে বাংলাদেশের কোন অপরাধ মূলক কাজের সাথে আপনি জড়িত নয়।
  • মেডিকেল টেস্টের প্রয়োজন হবে
  • স্টুডেন্ট ভিসার জন্য স্কলারশিপ পেতে অবশ্যই IELTS প্রয়োজন হবে।

আমি আপনাদের নিকট কয়েকটি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল।

University of manitoba scholarships for international students 2022

এই স্কলারশীপটি পেতে হলে আপনাকে নরমালী মাস্টার্স এ আবেদন করতে হবে।আর যারা PHD করতে চান তাদের জন্য এই স্কলারশীপটা Available.এর জন্য আপনাদের কে 14.000 ডলার দিতে হবে।আর এই স্কলারশীপ এর পেতে হলে কিছু নিয়ম-কানুন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।তবে মাস্টার্স এর জন্য এই ইউনিভার্সিটিতে অবশ্যই ভর্তি হতে হবে। তবে আরেকটি বিষয় 14.000 কানাডিয়ান ডলার পরবর্তী বছর এ রিনিউ করতে পারেন। দুই বছর এ অর্থাৎ মাস্টার্স কোর্স শেষ করার জন্যে 14.000 করে দুই বার করে মোট28.000 ডলার পেয়ে যাবেন।

এই স্কলারশীপ এর value হচ্ছে = 4.000 per year PHD এর জন্য = 18.000 per year. ডিপার্টমেন্ট এর সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং আবেদন পত্র দাখিল করতে হবে। এবং তোমার সবগুলো তথ্য বিবেচনা করে তুমি উপযুক্ত কিনা এই স্কলারশীপ এর জন্যে তা তোমাকে জানানো হবে। বিস্তারিত জানতে স্কলারশিপ সম্পর্কে ভিজিট করুন

University of Waterloo International Student Entrance Scholarship

এই স্কলারশীপটি আপনারা যারা করতে যাবেন তখন আপনাদের কে একটা Entrance scholarship দেওয়া হবে।তখন এই স্কলারশীপ এর জন্যে আপনাকে 10.000 ডলার দিতে হবে যখন আপনি ভর্তি হবেন।

আর এই স্কলারশীপটির Eligibility মধ্যে থাকবে Math এর একটি Exam এবং এই Exam এ আপনাকে ভালো করতে হবে এবং আপনার একাডেমিক সনদ গুলো দিতে এবং তা যাচাই করা হবে। এই ইউনিভার্সিটিতে মাস্টার্স এর প্রতি ইয়ারে 25.000 কানাডিয়ান ডলার দেওয়া হবে।সেটা আবার পাঁচ সেমিস্টার পর্যন্ত রিনিউ করতে পারেন এবং তা আপনার Results এর উপর ভিত্তি করেই স্কলারশীপটা দেওয়া হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন University of Waterloo International Student Entrance Scholarship

University of Calgary

এই স্কলারশীপটির ইনট্রেন্স আছে 15.000 কানাডিয়ান ডলার আর আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য ভর্তি নিশ্চিত হলে এই 15.000 কানাডিয়ান বলার Redaction করে দেয়া হবে। অবশ্যই ভর্তি হতে হবে। তবে আরেকটি বিষয় 14.000 কানাডিয়ান ডলার পরবর্তী বছর এ রিনিউ করতে পারেন। দুই বছর এ অর্থাৎ মাস্টার্স কোর্স শেষ করার জন্যে 14.000 করে দুই বার করে মোট 28.000 ডলার পেয়ে যাবেন।

এই স্কলারশীপ এর value হচ্ছে =4.000 per year PHD এর জন্য =18.000 per year. ডিপার্টমেন্ট এর সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং আবেদন পত্র দাখিল করতে হবে। এবং তোমার সবগুলো তথ্য বিবেচনা করে তুমি উপযুক্ত কিনা এই স্কলারশীপ এর জন্যে তা তোমাকে জানানো হবে। University of Calgary স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version