আপনি কি বিপিএল লাইভ স্কোর ২০২৪ দেখতে চাচ্ছেন কিন্তু মাধ্যমের অভাবে তা দেখতে পাচ্ছেন না তাহলে আমাদের আর্টিকেল পরে এখনই বিপিএল লাইভ ম্যাচ স্কোর দেখে নিন। তবে তার আগে আমাদের বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে হবে। কেননা লাইভ ম্যাচ দেখার কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে টিভি চ্যানেলের মাধ্যমে এবং অপর পদ্ধতি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যেমন ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে। আপনার মিস হয়ে যাওয়া যেকোনো খেলা এখান থেকেও হাইলাইটস দেখে দিতে পারবেন।
গত 19 জানুয়ারি ২০২৪ বিপিএলের উদ্বোধনী করা হয়েছে। প্রথম ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল চট্টগ্রাম Vs সিলেট বিভাগ। আমরা প্রত্যেকেই ক্রিকেট খেলা কম বেশি পছন্দ করি সে সঙ্গে কোনো না কোনো দলের সাপোর্টের সাথে আমরা জড়িত। একজনের একেক দল পছন্দ রয়েছে। অনেকেই স্টুডেন্ট হওয়ার কারণে আমরা টিভি দেখার সুযোগ পাই না, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে ও দেখা হয় না যার কারণে অন্য উপায় অবলম্বন করে বিপিএল লাইভ স্কোর দেখার উপায় খুঁজতে হয়। কিন্তু অনেক অ্যাপ এবং ওয়েবসাইট এ টাকা দিয়ে খেলা দেখতে হয়। যার কারণে লাইভ ম্যাচ দেখা অনেকেরই সম্ভব হয় না। আজকে আপনাদের দেখাবো
কিভাবে বিপিএল লাইভ ম্যাচ স্কোর দেখবেন
- মোবাইল এপপ্স এর মাধ্যমে
- ওয়েবসাইটের মাধ্যমে
- বিপিএল লাইভ স্কোর ম্যাচ লাইভ দারাজ
মোবাইল অ্যাপসের মাধ্যমে বিপিএল লাইভ স্কোর যেভাবে দেখবেন
বিভিন্ন টিভি চ্যানেল এর মাধ্যমে লাইভ খেলা দেখার ব্যতীত বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে লাইভ খেলা দেখা যায়। অনেক টিভি চ্যানেলের নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে সেগুলো ব্যবহার করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন। আবার অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে কয়েকটি টিভি চ্যানেল লাইভ দেখানো হয় সরাসরি সেগুলো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারা যায়। এক্ষেত্রে প্রিমিয়াম এপ বেশি থাকে। আমরা আজকে শুধু ফ্রি অ্যাপ এর মাধ্যমে দেখার পদ্ধতি গুলো বলবো।
বিপিএলের লাইভ স্কোর দেখবেন যেভাবে
নাগরিক টিভি অ্যাপ
টিভি অ্যাপের মাধ্যমে সরাসরি বিপিএল লাইভ ম্যাচটি উপভোগ করতে পারবেন। টিভি চ্যানেলগুলোতে দেখতে পারেন ঠিক তেমনভাবে এভাবে বিপিএল লাইভ স্কোরটি সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যায়। এজন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
প্রথমে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযুক্ত করুন এবং যেকোনো একটি ব্রাউজার নির্বাচন করুন।
- ব্রাউজারটি নেওয়ার পর এবার https://apkcombo.com/nagorik-tv-live লিংকটিতে প্রবেশ করে ওয়েবসাইটটি তে ঢুকুন।
- লিংকটিতে প্রবেশ করার পর সেখানে নাগরিক টিভির লোগো সহ একটি অ্যাপ দেখা যাবে। নিচের দিকে রয়েছে Download অপশন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে অ্যাপটি সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে।
- অ্যাপটি ডাউনলোড করার পর, তাই ইন্সটল করে অ্যাপটি খুলুন। অ্যাপটি খোলার পর সেখানে উপরের দিকে দেখতে পারবেন বিপিএল লাইভ স্কোর। এভাবেই উপভোগ করুন লাইভ স্কোর।
Jago Sports BPL Live Scrore
নাগরিক টিভির মতো আরেকটি অ্যাপ দিয়ে বিপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন। সেই অ্যাপটি হচ্ছে Jago Sports. অ্যাপটির সাইজ মাত্র ১৪ এমবি। চলুন কিভাবে ডাউনলোড করবেন এবং লাইভ খেলা উপভোগ করবেন।
★ প্রথমে আপনার হ্যান্ডসেট নিয়ে ইন্টারনেট কানেকশনযুক্ত করুন। এরপর https://mega.nz/file/xp8AVapY#px9Xk9BQO-ZqNvUrTQsPQfgUN6I3WFvOCFQi3Kbw82E এই লিংকটিতে ঢুকুন।
★ লিংকটিতে প্রবেশ করার পর ডাউনলোড অপশন এ ক্লিক করে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিন। ফাইল সাইজ মাত্র ১৪ এম বি।
★ ডাউনলোড করার পর ইন্সটল করে নিন এবং অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর সেখানে একটি অপশন পাবেন বিপিএল লাইভ স্কোর ২০২৪। সেখান থেকেই উপভোগ করতে পারবেন।
দারাজ এর মাধ্যমে লাইভ বিপিএল:
দারাজ যদিও একটি ই কমার্স ওয়েবসাইট তবুও এখানে বিপিএল লাইভ স্কোর দেখার সুযোগ রয়েছে। এখানে লাইভ স্কোর দেখার জন্য কোন কিছুর ডাউনলোড করার প্রয়োজন নেই সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেয়া যাবে।
https://pages.daraz.com.bd/wow/gcp/daraz/daily/bd/bpl-2023/bpl-live?scm=1003.4.icms-zebra-102354662-6849490.OTHER_6502166696_7687064 এখানে ক্লিক করে সরাসরি বিপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন।
BPL Live Score on Cricbuzz
যারা ক্রিকেটপ্রেমী তারা অবশ্যই Cricbuzz ওয়েব সাইট সম্পর্কে অবশ্যই জানেন। সারা বিশ্বের সকল ক্রিকেট খেলার তথ্য এবং লাইভ স্কোর আপডেট করা হয়। বিপিএলেরও সরাসরি লাইভ স্কোর দেখা যায়। বিপিএল লাইভ স্কোর দেখার জন্য প্রথমে আপনার হ্যান্ডসেটটি থেকে গুগলে প্রবেশ করুন। তারপর সেখানে BPL Live Score on Cricbuzz লিখে সার্চ করুন। সেখানে থেকে প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করে সরাসরি BPL live score দেখা যাবে।
উপরের যেকোনো অবলম্বন করলে বিপিএল লাইভ ম্যাচ স্কোর সহজে দেখতে পারবেন। আমরা যে দলের সাপোর্ট করি না কেন এটি যেন কখনো ঝগড়াঝাটি কিংবা মারামারি পর্যায় না চলে যায়। প্রতি বছর এ ঘটনা ঘটে থাকে। আমরা এখন থেকে এ বিষয়ে সতর্ক থাকব।