এমপিওভুক্ত শিক্ষকদের পেনশন হিসাব করতে হলে প্রথমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল হিসাবে করতে হবে তাই আমাদের সাথে থাকুন আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন।
(১১.৭) ধারার গুরুত্বপূর্ণ ধারা:
প্রিয় সম্মানীত শিক্ষক বৃন্দ ,১১.৭ ধারায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী গন উচ্চতর স্কেল বা পদোন্নতি পেলে তাঁর মূল বেতন তাঁর আহরিত বেতন এর চেয়ে কম হবে না। অর্থাৎ তার মূল নির্ধারিত বেতন ২০১৫ জাতীয় বেতন অনুযায়ী।
সর্বশেষ জাতীয় বেতন স্কেলের সাথে মিলিয়ে প্রাপ্য উচ্চতর স্কেল/ পদোন্নতি স্কেলের যে ধাপে মিলবে সে ধাপে নির্ধারিত হবে। আবার ধাপ না মিললে পরবর্তী ধাপে নির্ধারিত হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত?
এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও নীতিমালা: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কত?
(ক) ১১ তম গ্ৰেডে কারো বর্তমান আহরিত মূল বেতন যদি ১৬.৭৮০/ টাকা হয় , তিনি ১০ম গ্ৰেডে উচ্চতর স্কেল পেলে তাঁর মূল বেতন Fixation করে হবে ১০ ম গ্ৰেডে ১৬,৮০০/ টাকা ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
(খ, ) ৯ ম গ্ৰেডে কার ও বর্তমান মূল বেতন যদি ২৫,৪৮০/ টাকা হয় । তিনি ৮ম গ্ৰেডে উচ্চতর স্কেল / পদোন্নতি পেলে তাঁর মূল বেতন Fixation করে হবে ৮ম গ্ৰেডে ২৬,৬৩০/ টাকা ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
(গ), ১৬ তম গ্ৰেডে কারো বর্তমান আহরিত মূল বেতন যদি ১১,৩২০/ টাকা হয় তিনি ১৫ তম গ্ৰেডে উচ্চতর স্কেল পেলে Fixation করে তাঁর মূল বেতন ১৫ তম গ্ৰেডে হয়ে ১১,৮১০/ টাকা ( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আরোও পড়ুন: জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম: GPF Balance Check
এখন আপনাদেরকে আমি একটু সাহায্য করব কিভাবে অবসরকালীন ভাতা বা কল্যানের হিসাব বের করবেন।
২০০৫ এর প্রবিধান অনুযায়ী
১,। ১০ বছর বা তার বেশি কিন্তু ১১ বছর থেকে কম=১০*৩= ৩০ মাস।
২, । ১১ বছর বা তার বেশি কিন্তু ১২ বছর থেকে কম ১১*৩= ৩৩ মাস।
৩, । ১২ বছর বা তার বেশি কিন্তু ১৩ বছর থেকে কম ১২*৩ =৩৬ মাস।
৪, । ১৩ বছর বা তার বেশি কিন্তু ১৪ বছর থেকে কম ১৩*৩=৩৯ মাস।
৫,. । ১৪ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছর থেকে কম ১৪*৩= ৪২ মাস।
৬, । ১৫ বছর বা তার বেশি ১৬ বছর থেকে কম ১৫*৩ =৪৫ মাস।
৭, ।১৬ বছর বা তার বেশি কিন্তু ১৭ বছর থেকে কম ১৬*৩,=৪৮ মাস।
৮, । ১৭ বছর বা তার বেশি কিন্তু ১৮ বছর থেকে কম ১৭*৩=৫১ মাস।
৯, । ১৮ বছর বা তার বেশি কিন্তু ১৯ মাস এর কম ১৮*৩=৫৪ মাস।
১০, । ১৯ বছর বা তার বেশি কিন্তু ২০ এর কম ১৯*৩=৫৭ মাস।
১১, । ২০ বছর বা তার বেশি কিন্তু ২১ এর কম ২০*৩=৬০ মাস।
১২, । ২১ বছর বা তার বেশি কিন্তু ২২ মাস এর কম ২১*৩ = ৬৩ মাস।
১৩, । ২২ বছর বা তার বেশি কিন্তু ২৩ মাসের কম ২২*৩= ৬৬ মাস।
১৪, । ২৩ বছর বা তার বেশি কিন্তু ২৪ এর কম ২৩*৩= ৬৯ মাস।
১৫, । ২৪ বছর বা তার বেশি কিন্তু ২৫ মাসের কম ২৪*৩= ৭২ মাস।
১৬, । ২৫ বছর বা তার বেশি হলে ২৫*৩=৭৫ মাস।
অবসর: ২৫*৩= ৭৫ মাস ।
কল্যান ৩০ বছর = ৩০ মাস।
সর্বমোট = ১০৫ মাস ।
বেসরকারি শিক্ষক অবসর ভাতা কত?
সম্মিণীত শিক্ষক আপনারা অবসর ভাতা পাবেন ঐ ১০৫ মাসের সাথে আপনার সর্বশেষ যে বেসিক থাকবে সে অনুযায়ী।
ধর সর্বশেষ বেসিক ৮০ হাজার
৮০*১০৫=৮৪ লাখ এভাবে আপনার বেসিক এর সাথে ১০৫ গুন হয়ে যা হবে।
সবশেষে একথা বলতে চাই জানিনা আমি কতটুকু আপনাদের কে বুঝাতে পারলাম কোন কিছু বুঝে না থাকল কমেন্ট করবেন।
প্রাইমারি পেনশন ও বেসরকারি শিক্ষক পেনশনে পার্থক্য কেমন | Primary Pension vs Non Govt Teacher Pension