অনার্স ৩য় বর্ষ ছোটগল্প সাজেশন ২০২৩ & Bengali Short Story suggestion নিয়ে আলোচনা হচ্ছে আজকের আর্টিকেলে। এই আর্টিকেলের মাধ্যমে একজন বাংলা বিষয়ের অনার্স শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরা হচ্ছে। যা পড়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবেন।
বর্তমানে চলমান রয়েছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা। আর খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ২০২৩। আমাদের ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষ সকল বইয়ের সাজেশন দেওয়া রয়েছে। যাদের ফাইনাল ইয়ার সাজেশন দরকার তারা সেখান থেকে দেখে যেতে পারেন।
মেধাবী থেকে কম মেধাবী প্রত্যেক শিক্ষার্থীর উচিত একবার হলেও সাজেশন এবং শর্ট সিলেবাস গুলো অনুসরণ করা। এতে করে মেধাবী শিক্ষার্থীদের তাদের মেধা যাচাই হবে। আর অন্যদিকে যারা কম মেধাবী তারা এটি শর্ট সিলেবাস হিসেবে পড়তে পারেন। এতে করে সিলেবাস থেকে ভালো পরিমাণ মার্ক তুলতে পারবেন পরীক্ষাতে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এ সাজেশনটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।
অনার্স ৩য় বর্ষ ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Story suggestion
খ বিভাগ
- একরাত্রি গল্পতে বর্ণিত প্রেমের স্বরূপ আলোচনা করুন।
- চন্দরা বলিল ধরন বিশ্লেষণ করুন।
- রবীন্দ্রনাথের ছোটগল্প কি গতিধর্মী তার মতামত দিন।
- রবীন্দ্রনাথের ঠাকুরের এক রাত্রি গল্প এর নামকরণ সার্থকতা লিখুন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্প শিল্পমূল্য বিচার করুন।
- স্ত্রীর পত্র গল্পে বিন্দু কেন্দ্র কিভাবে?
- বিন্দু শ্বশুর বাড়ি থেকে কেন পালিয়ে এসেছিলেন? সংক্ষেপে লেখুন।
- রস কলির গল্প অবলম্বনে পুলিনের পরিচয় দিন।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রস কলির গল্প অনুসারে মঞ্জুরী চরিত্র অংকন করুন।
- তারিনী মাঝি গল্পের শিল্পমূল্য বিচার করুন।
- মাটি গল্পের শিল্পরূপ ও বিষয় মূল্যায়ন করুন।
- মানুষের মন গল্প অবলম্বনে পরাশের পরিচয় দিন।
- নিম গাছ অবলম্বনে নিম গাছের উপজীব্য ও উপকারিতা বিষয় লিখুন।
- অর্জুন মণ্ডল কিভাবে পাঠ্যের অভ্যাস করতেন?
- পাঠকের মৃত্যুর মনস্তাত্ত্বিক পরিচয় দিন।
- মানুষ গল্প এর বিবৃতি প্রাকৃতিক দৃশ্য বর্ণনা দিন।
- জবের মৃত্যু কাহিনী সংক্ষেপে লিখুন।
- খাঁচা গল্পের কালীপ্রসন্নের শেষ পরিণতি সম্পর্কে লিখুন।
- শকুন গল্পের মূলভাব সংক্ষেপে লিখুন।
- দেশের দুর্ভিক্ষ তবুও মানুষ দলে দলে মেলায় যায় কেন?
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ ছোটগল্প সাজেশন
- শাস্তি গল্পের সংকটের পুরুষতান্ত্রিক মানসিকতা এবং উৎস ক্ষুধা মন্তব্যটি ব্যাখ্যা করুন।
- মধ্যবর্তী গল্পের নামকরণের সাফল্য আলোচনা করুন।
- মৃন্ময়ী মানসিক পরিবর্তন কিভাবে ঘটে সংক্ষেপে লিখুন।
- জল সাগর গল্পের বিষয় ও শিল্প রূপ আলোচনা করুন।
- রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পের বৈশিষ্ট্য অনুসারে ক্ষুধিত পাষাণ শিল্প মূল আলোচনা করুন।
- সমাপ্তে গল্পে মৃণময়ী ও প্রকৃতি কিভাবে সমান্তরাল হয়ে উঠেছিল তা লিখুন।
- ইরি ও নাগিনী গল্পের প্রত্ন স্মৃতি কোনটি কাজ করেছে তা লিখুন।
- আদিম জীবন পিপাসার সাথে প্রতিদ্বন্দ্ব তার দাম্পত্য প্রেম পরাজিত উক্তিটি তারীনি মাঝি গল্প অনুসারে আলোচনা করুন।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানী গল্পের নামকরণ সতর্কতা বিচার করুন।
- ডাইনি গল্পে বিবৃতি ডাইনি চরিত্রের ট্রাজেডির বিশ্লেষণ করুন।
- মানুষের মন গল্পে ভালোবাসার ফলাফল এবং যুক্তি বিশ্বাস নির্ণয় করুন।
- তাজমহল গল্প অবলম্বনে ফকির শাহজাহানের কাহিনী তুলে ধরুন।
- বাংলা ছোট গল্পে বনফুলের স্বাতন্ত্র ব্যাখ্যা করুন।
- সমস্যা একটি বিপর্যয় ঘটিয়া গেল তা বুধনী গল্প কিভাবে বিপর্যয় ঘটে তা লিখুন।
- ছোট গল্প হিসাবে আত্মজা এবং একটি করবী গাছ গল্পটির সাফল্য বিচার করুন।
- বিধবের কথা গল্পে সমগ্র মুক্তিযুদ্ধকে ধারণ করে তা আলোচনা করুন।
- হাসান আজিজুল হকের জীবনে ঘষে আগুন গল্পটির পটভূমি আলোচনা করুন।
অনার্স ৩য় বর্ষ ছোটগল্প সাজেশন ২০২৩ সম্পর্কে আপনারা জানলেন। আরো অন্যান্য বর্ষ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সাজেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।
Scholarsme official telegram channel
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ | Fundamentals of international politics suggestion