অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ | Bengali romance and travel literature suggestion

অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ | Bengali romance and travel literature suggestion

অনার্স পরীক্ষার্থীদের জন্য অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ & Bengali romance and travel literature suggestion নিয়ে হাজির হয়েছে আজকে আমরা।‌ যারা এবারের পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা একবার হলেও সাজেশন বা শর্ট সিলেবাসটি পড়ে নিতে পারেন। ‌আশা করা যায় পরীক্ষায় ভালো পরিমান একটি ফলাফল আপনারা পেয়ে যাবেন।

ইতিমধ্যে অনার্স দুটি পরীক্ষা শেষ হয়ে গেছে। ‌খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য বিষয়টি। যাদের মূল পাঠ্য প্রস্তুক বইটি পড়া শেষ তারা এ বইটি নিজেকে আরো ভালোভাবে প্রিপারেশন করে নিতে পারেন। তাহলে আপনি আরো বেশি মার্ক পেতে পারেন পরীক্ষাতে। ‌

আর যারা ব্যস্ততার কারণে এখনো সম্পূর্ণ সিলেবাস শেষ করেননি তারা এটি শর্ট সিলেবাস হিসেবে ব্যবহার করতে পারেন। ‌তাহলে পরীক্ষায় মোটামুটি ভালো পরিমান ফলাফল পাবেন। কারণ এটি বিভিন্ন প্রফেসরদের দ্বারা শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে এবং সাজেশন আকারে তা প্রকাশিত হয়েছে। এ পরামর্শটি নিজে পড়তে পারেন এবং তা বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে নিতে পারেন। ‌

অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ | Bengali romance and travel literature suggestion

ক বিভাগ

  • কারা রূপের গৌরবে মাটিতে পা দিতে চান না
  • কমলাকান্ত আর কি থাকলে সুখ চান না
  • কমলাকান্ত কত খন্ডে রচিত খণ্ডগুলোর নাম লেখ
  • প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম কি ছিল
  • বিড়ালের মতে ধর্ম কি
  • বঙ্গ দর্শন কি
  • আয়না গল্প গ্রন্থটিতে কতটি গল্প রয়েছে
  • আবুল মনসুর আহমদ তিনি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন
  • রাজা মুচিরাম রায় বাহাদুর কি ধরনের পলিটিশিয়ান ছিলেন
  • কিরে সাহেব কত বছর বয়সে ৯ বার বিয়ে করেন
  • কলেজ এমদাদের কি বিষয়ে অনার্স করেছিলেন
  • আহলে হাদিস সূর্য পত্রিকার সম্পাদক কে ছিলেন
  • কাপ্তেন বন্ড কে
  • রবীন্দ্রনাথের ইউরোপ গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়
  • লেখক প্যারিস থেকে কোথায় গিয়েছিলেন
  • চান ক্যম থাকলে কি পরামর্শ দিতেন
  • লন্ডনে কিসের দোকান বেশি
  • কাজে নিযুক্ত ইংরেজ চাকুরদের বাঙালি কিভাবে সম্বোধন করত
  • গ্র্যান্ড স্টোন কে ছিলেন
  • পেশোয়ার হতে জালালাবাদ এর দূরত্ব কত
  • সায়েবি এর ইংরেজি উচ্চারণ পদ্ধতি কি
  • সৈয়দ মুজতবা কার নিষ্ঠাবান এর অনুরাগে ছিলেন
  • মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি কে রচনা করেছেন
  • পাঠানদের কাছে মোক্ষম লড়াই কি ছিল
  • জশন কি
  • মরবার হলে এদেশের স্বামীর সঙ্গেই মরবেন উক্তিটি কার ছিল
  • কাবুল এর দরবারী ভাষা কি ছিল
  • ইয়াকুব বিল লয়েস কোন সময় কাবুল দখল করেন

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩

  • কমলাকান্ত চরিত্র সৃষ্টির পিছনে বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য কি ছিলেন
  • কমলাকান্তের দৃষ্টিতে বিদ্যার বাজারের সংক্ষিপ্ত বিবরণী দান
  • দেখলাম সংসার কেবল ঢেকিশালা তা ব্যাখ্যা করুন
  • কমলাকান্ত মোটেও মানুষ ধর্ম কেন ব্যথা হয় ব্যাখ্যা করুন
  • নায়ক নবী গল্পে ভলান্টিয়ার তুর্কি টুপি পাড়াতে বসে চেয়েছিল উক্তিটি বিশ্লেষণ করুন
  • নায়েব নবী গল্পে দুটি মোলভীর দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করুন
  • নেতার অভাব এবং বাংলা অন্ধকার হলো ব্যাখ্যা করুন কথাটি
  • মাওলানা জিয়া উদ্দিন কে তার আলোচনা করুন
  • রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার করা। ‌ আর একবার চললে নাম্বার উপায় নেই কথাটি বুঝে লিখুন
  • আপনার মুখে ফুল চন্দন পড়ুক এ কথাটি কবি কাকে বলেছেন
  • ইউরোপ প্রবাসের পত্র শহরের সংক্ষিপ্ত বর্ণনা দিন
  • শিক্ষকদের পরিবার রবীন্দ্রনাথের অভিজ্ঞতা বর্ণনা করুন
  • ব্রিটিশ পার্লামেন্ট আইরিসদের অবস্থা কেমন ছিল তা দেখান
  • আফগান সরের সাম্যবাদী চলচ্চিত্র তুলে ধরুন
  • বিদ্রোহী সংকল্প কে কি নিয়ে বিদ্রোহ করেছিল তা বর্ণনা দিন
  • সংক্ষিপ্তে আব্দুর রহমান এর পরিচয় দিন

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩

  • বাংলা রম্য রচনা পথিকৃৎ হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বর্ণনা করুন
  • হুজুর কেবলা গল্পের শিল্পমূল্য বিচার করুন
  • কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের আত্ম দর্শনের প্রতিরূপ বিশ্লেষণ করে দেখান
  • মনুস্যফল প্রবন্ধের অধ্যাপক ও লেখকের সম্পর্কের কমলাকান্তের মনোভাব তুলে ধরুন
  • আবুল মনসুর আহমেদ এর আয়না গল্পের নামকরণ সার্থকতা আলোচনা করুন
  • ধর্মরাজ্য গল্প বিষয়বস্তু আলোচনা করুন
  • মুজাহিদিন গল্পের মূল প্রবক্তা আলোচনা করুন
  • ইউরোপ প্রবাসের পত্র ভাষারীতি পরিচয় তুলে ধরুন
  • সৈয়দ মুজতবা আলী দেশ বিদেশে হাস্যরস্য সৃষ্টি প্রসঙ্গমতার পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা করুন
  • দেশ বিদেশে গ্রন্থ অবলম্বনে আফগানিস্তানের সমাজনীতির পরিচয় তুলে ধরুন অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশ 99%
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version