অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন ২০২৩ & Banking and Insurance Theory Law and Accounts suggestion 2023 নিয়ে এসেছি আমরা হিসাব-বিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য। এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ বিষয়টি অনেকের আবশ্যিক। সুতরাং দেরি না করে এ সকল শিক্ষার্থীরা আমাদের সাজেশনটি দেখে নিন।
চলমান রয়েছে অনাস তৃতীয় বর্ষ পরীক্ষা এবং খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ের পরীক্ষাটি। ইতিমধ্যে যাদের প্রিপারেশন শেষের দিকে তারা নিজেকে যাচাই করতে এই সাজেশনটি প্রশ্ন ব্যাংক হিসেবে পড়তে পারেন। কেননা সাজেশন মডেল কোয়েশ্চেন আকারে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিগত সালের প্রশ্নগুলো। যে সকল শিক্ষার্থীদের পাঠ্যবই এখনো শেষ হয়নি তারা শর্ট সিলেবাস হিসেবে আমাদের এই বইটি পড়ে নিতে পারেন।
প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে থাকে। যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা এখনই আমাদের সাজেশনটি দেখে নিন। এছাড়াও সবচেয়ে বড় সুবিধে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে এ পরামর্শ বইটি।
অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন ২০২৩ | Banking and Insurance Theory Law and Accounts suggestion
ক বিভাগ
- চেইন ব্যাংকিং কি?
- সানসি ব্যাংক কি?
- অনলাইন ব্যাংকিং কি?
- ব্যাঙ্ক ঋণ কি?
- বিশোষায়িত সাহিত্য ব্যাংক কি?
- স্মার্ট কার্ড কি
- ক্রেডিট কার্ড কি?
- মৃত্যুহার পঞ্জি কি?
- দাবি কাহাকে বলা হয়?
- ছাউনি পলিসি কি?
- দায় বীমা কি?
- অবিরাম বীমাপত্র কি?
- বিহিত মুদ্রা কি?
- বন্দর ঝুঁকি পলিসি কি?
- মাসুল বা ভাড়া বীমা কি?
- পুন:স্থাপন বীমাপত্র কি?
- দৈত্ব বীমা কি?
- কর্পোরেট গভর্নেন্স কি?
- জমাতিরিক্ত ঋণ কি?
- কার্যকরী হিসাব কি?
- তারল্য নীতি কি?
- কলমানি হার কি?
- তারল্য ঝুঁকি কি?
- কার্যকারী রিজার্ভ কি?
- ব্যাংক হার কি?
- খোলা বাজার নীতি কি?
- ইলেকট্রিক ব্যাংকিং কি?
- ভ্রাম্যমান নোট কি?
খ বিভাগ
- বীমা নিশ্চয়তা এবং বীমা করণ বলতে কি বুঝেন?
- ব্যাংক ধার করা অর্থ এর ধারক ব্যাখ্যা করুন।
- প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানগুলো লিখুন।
- বীমা এজেন্ট নিয়োগ কিভাবে সম্পন্ন করা হয় তা লিখুন।
- আজীবন বীমা পত্র মেয়াদী এবং জীবন বীমা পত্রের মধ্যে পার্থক্য দেখান।
- বীমা চুক্তির অপরিহার্য উপাদান গুলো লিখুন।
- বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি গুলো ব্যাখ্যা করুন।
- বিকাশ ঘর কি?
- ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্য দেখান।
- বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কি বুঝেন?
- বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য গুলো সংক্ষেপে লিখুন?
- অগ্রিম প্রদান নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা করুন?
- বাংলাদেশ ব্যাংকের ঋণ বিভিন্ন প্রকার জামানত সমূহ কি কি তাল তুলে ধরুন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন
লাইফ ইন্সুরেন্স পলিসি হস্তান্তর এবং সত্য প্রদান আইনের বিধানগুলো আলোচনা করুন।
নিট একক প্রিমিয়াম বলতে কি বুঝেন এবং নির্ধারণের বিভোচ্ছ বিষয়সমূহ লিখুন।
বিভিন্ন প্রকার জীবন বীমা সংক্ষিপ্ত বর্ণনা করুন।
বীমা কোম্পানির কর্তৃক ঋণ প্রধান এর বিধি নিষেধ সমূহ আলোচনা করুন।
বীমা যোগ্য স্বার্থের আবশ্যকীয় উপাদান গুলো আলোচনা করুন।
বাংলাদেশ বীমা সমস্যার সমালোচনা করুন।
জামানতে ঋণ এবং জামানতবিহীন ঋণের মধ্যে পার্থক্য লিখুন।
নৌ বিমার আলোকে বীমার শ্রেণীবিভাগ আলোচনা করুন।
ব্যাংক হিসাব রক্ষণের প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
ব্যাংক মূলধনের পর্যাপ্ততা পরীক্ষা পদ্ধতি গুলো লিখুন।
ব্যাঙ্ক কোম্পানির সংরক্ষিত নগদ তহবিল সম্পর্কে আইনের বিধানগুলো বর্ণনা করুন।
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কলাকৌশল আলোচনা করুন।
বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি আলোচনা করুন। ( অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন 99%)
ব্যাংকের আগাম কি? আগাম মঞ্জুর করনে ব্যাংকের বিবেচ্য বিষয় সমূহ বর্ণনা করুন।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা দেখান।
Read more:
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Story suggestion
- অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ | Fundamentals of international politics suggestion