আসর নামাজ কয় রাকাত | আসরের নামাজ পড়ার নিয়ম

আসরের নামাজ পড়ার নিয়ম

আসর নামাজ কয় রাকাত? আসরের নামাজ পড়ার নিয়ম। আসরের নামাজ কত রাকাত। আসরের নামাজের নিয়ম। এগুলো জানা খুব প্রয়োজন। আসরের নামাজ পড়তে এগুলো জানতে হবে। অন্যথায় নামাজ হবে না।

আসর নামাজের সময়।

আসর নামাজের সময় কখন? কখন আসর নামাজ পড়তে হয়? আসরের নামাজ শুরু হয় ছায়য়ে আসলি মূল ছায়া থেকে দ্বিগুণ হওয়ার পর থেকে। আর আসরের নামাজের শেষ সময় সূর্য অস্ত যাবার পূর্ব পর্যন্ত।

আসরের নামাজ কত রাকাত।

আসরের নামজ ৮ রাকাত। তারমধ্যে সুন্নত চার রাকাত। আর ফরজ চার রাকাত।

আসর নামাজ পড়ার নিয়ম।

আসর নামাজ আট রাকাত। আসরের আট রাকাত দুই ভাগে বিভক্ত। সুন্নত ও ফরজ। আসরের সুন্নত চার রাকাত। যা ফরজরের পূর্বে পড়তে হয়। আর আসরের ফরজ চার রাকাত।

আসরের চার রাকাত সুন্নত পড়ার নিয়ম।

প্রথমে একাকি চার রাকাত নামাজ পড়তে হয়। আসরের চার রাকাত নামাজ সুন্নত। আসরের চার রাকাত সুন্নত ফরজ নামাজের আগে পড়া হয়।

  • প্রথমে আসরের চার রাকাত সুন্নতের নিয়ত করবেন।
  • তারপরআল্লাহু আকবার বলে কান বরাবর হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন।
  • সানা পড়ে সুরা ফাতিহা পড়বেন। তারপর সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়বেন।
  • তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়বেন।
  • “সামিয়া আল্লাহুলিমান হামিদা” বলে সোজা হয়ে দাড়িয়ে আল্লাহু আকবার বলে সিজাদায় যাবেন।
  • প্রথম সিজদাহ করে সোজা হয়ে বসে ২য় সিজদা দিবেন। আর সিজদায় তাসবিহ পড়বেন।
  • এভাবে আরো এক রাকাত পড়ে বৈঠকে তাশাহ্হু পড়বেন। তারপর উঠে দাঁড়িয়ে আবার দুই রাকাত পরবেন।
  • এই দুই রাকাতে সুরা ফাতিহার পড়ে সুরা পড়বেন। বৈঠকে তাশাহ্হুদ, দরুদ, ও দোয়ে মাছুরা পড়ে সালাম ফিরাবেন।

যোহরের নামাজ পড়ার নিয়ম ও যোহরের নামাজ কয় রাকাত?

আসরের ফরজ নামাজ পড়ার নিয়ম।

আসরের ফরজ নামাজ জোহরের ফরজের মতন। তবে আসরের সময় আসরের নিয়ত করতে হবে। আমরা সুবিধার্তে নিচে আসরের নামাজের নিয়ম তুলে ধরছি।

জামাতে আসরের নামাজের নিয়ম।

  • প্রথমে নিয়ত করবেন। “ইমাম সাহেবে অনুসরণ করে কিবলামুখী হয়ে আসরের চার রকাত ফরজ নামাজ পড়ছি।
  • সানা পড়ে চুপ থাকবেন। আর কিছু পড়তে হবে না। ইমাম সাহেব কিরাত পড়বেন নিম্ন স্বরে।
  • ইমাম সাহেব আল্লাহু আকবর বলেরুকুতে যাবেন, আপনিও যাবেন। তাসবিহ পড়বেন।
  • তারপর ইমাম সাহেব সোজা হয়ে দড়াবেন, আপনিও দাড়াবেন একদম সোজা হয়ে।
  • তারপর ইমামের সাথে সিজদায় যাবেন আর তাসবিহ পড়বেন।
  • এভাবে চার রাকাত পড়বেন।
  • ১ম বৈঠকে শুধু তাশাহ্হুদ। আর শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরুদ ও দোয়ে মাছুরা পড়বেন।
  • তারপর ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন।

একাকি আসরের নামাজ পড়ার নিয়ম।

আসরের ফরজ নামাজ একাকি পড়লে কিছু ব্যতিক্রম আছে।

  • প্রথমে জায়নামাজে দাড়িয়ে নিয়ত করুন।
  • তারপর সানা, সুরা ফাতেহা পড়ে সুরা মিলান।
  • তারপর রুকু সিজদাহ সুন্দরভাবে করুন।
  • একই নিয়মে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠকে তাশাহ্হুদ পড়ে দাড়ান।
  • ৩য় ও চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়ুন।
  • এবার বৈঠকে তাশাহ্হুদ, দুরুদ ও দোয়া পড়ে সালাম ফিরান।

আসরের নামাজের নিয়ত আরবি।

আসরের ফরজ নামাযের নিয়ত: “নাওয়াইতু আন উসাল্লিয়ালিল্লাহি তায়ালা আরবাআ রাকাআতি সালা’তিল আসরি ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আকবার”

আসরের নিয়ত বাংলা।

আমি কিবলামুখী হয়ে ইমাম সাহেবের পইছনে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি।

আল্লাহু আকবার”।

এশার নামাজ কয় রাকাত ও এশার নামাজ পড়ার নিয়ম

নামাজের সময়সূচি সিলেট ২০২২

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version