এডিবি (ADB)জেএসপি (JSP) স্কলারশিপ | Scholarship in Asia

আজকে ADB-JSP SCHOLARSHIP নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রতি বছরের মতো এই বছরেও ADB JSP SCHOLARSHIP এর অফার করা হয়েছে এই স্কলারশিপটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে প্রতি বছর প্রায় তিনশ জন শিক্ষার্থী কে এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে, এবং মাস্টার্স এবং পিএইচডি করার জন্য এই স্কলারশিপটি দেওয়া হয়। তাই যারা মাস্টার্স এবং পিএইচডি করতে আগ্রহী তারা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। Scholarship in Asia

ADB-JSP Scholarship

মূলত এই স্কলারশিপটি ADB এবং JSP দিয়ে থাকে।

1. ADB অর্থাৎ Asian Development Bank.

2. JSP অর্থাৎ Japanese Scholarship Program সমন্নীথ একটি স্কলারশীপ

 

Pertner Counties

কোন কোন দেশ এই স্কলারশিপটির আওতাভুক্ত রয়েছে অর্থাৎ এই স্কলারশিপটি আপনি যদি পান তাহলে কোন কোন দেশে আপনি পড়তে যেতে পারেন।

এই স্কলারশিপটির আওতাধীন প্রায় ৯টি দেশ এবং ৩০ টির মত ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত রয়েছে যেখানে গিয়ে আপনি স্কলারশীপটি করতে পারেন, এবং এখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে।

আওতাভুক্ত দেশগুলো হলো:

  1. USA
  2. New Zealand
  3. Singapore
  4. Japan
  5. Thailand
  6. Philippines
  7. Hong Kong
  8. India
  9. Pakistan

এই ৯ টি দেশের সুনির্দিষ্ট কিছু ইনিস্টিটিউট এবং সাবজেক্টে ADB JSP SCHOLARSHIP এর জন্য আবেদন করতে পারবেন।

 

Facilities Of ADB JSP SCHOLARSHIP

সুযোগ সুবিধা: এই স্কলারশিপটিউ অন্যান্য স্কলারশীপের মত Full Founded Scholarship অর্থাৎ এই স্কলারশিপটি করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার পড়াশোনার যা যা প্রয়োজন সব কিছু এই স্কলারশিপটির মধ্যে রয়েছে যেমন ১. Visa, ২. কোন টিউশন ফি দিতে হবে না ৩. যাওয়া আসার টিকেট ৪, মাসিক খরচ ৫, health insurance এর সুযোগ সুবিধা রয়েছে ৬. Study material অর্থাৎ মাসিক পড়াশোনার জন্য যা যা লাগবে আরো অনেক কিছু এই স্কলারশিপটির মধ্যে আপনারা পাবেন।

 

Eligibility ADB JSP SCHOLARSHIP :

কি কি শর্ত পূরণ করতে হবে এই স্কলারশিপটি আবেদন করার জন্য।

1. International student হতে হবে আর আপনি বাংলাদেশী হিসেবে একজন international Student.

2. আপনার বয়স অবশ্যই ৩৫ বছরের নিচে হতে হবে এর বেশি হলে আপনি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন না।

3. অবশ্যই অনার্স কমপ্লিট হতে হবে।

4. অনার্স শেষ করার পর আপনার দুই বছরের কাজের যোগ্যতা থাকতে হবে।

5. স্কলারশীপটী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে দেশে ফিরে আসতে হবে।

6. অন্য দেশে থাকা অবস্থায় এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন না দেশে থাকতে হবে।

 

Subjects ADB JSP SCHOLARSHIP

ADB JSP এই স্কলারশিপটির মধ্যে যে সব সাবজেক্ট রয়েছে তা হল।

1. Science & Technology এবং এই বিষয় রিলেটেড আরো অনেক সাবজেক্ট রয়েছে।

2. Economic and business management and social science Releted Subject

3. Development Study Releted Subject

4. Public policy

5. Low

6. Public administration

 

Documents:

কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপটির জন্য আবেদন করতে।

1. Passport

2. Your Photos

3. All Academic Certificates

4. 2 years Work experience certificate

5. Exam number

6. Recommendation letter

7. Statement of purpose

8. CV

9. Income statement/parents income statement

10. Resource proposal

11. IELTS/Without IELTS

এই দেশগুলোর কোন কোন দেশের জন্য IELTS প্রয়োজন হবে আবার কোন কোন দেশের জন্য IELTS প্রয়োজন হবে না।

 

Application proces:

আবেদন প্রক্রিয়া: ADB JSP SCHOLARSHIP এর জন্য আবেদনের জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে এবং আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা ভাবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলিক্ট করে আবেদন করতে হবে আর আপনি চাইলে একাধিক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন।

ADB JSP SCHOLARSHIP Deadlines:

ইউনিভার্সিটি গুলোর তাদের আলাদা আলাদা আবেদনের শেষ তারিখ রয়েছে তাই আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটির আবেদনের শেষ তারিখ ওয়েবসাইটে পেয়ে যাবেন ।

সম্পূর্ণ সব কিছু জানতে ভিজিট করুন:

https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program

USA Fulbright Scholarship in 2021

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version