আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য এবার নিয়ে এসেছি অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩ ( Accounting Information System suggestion ) নিয়ে। এই সাজেশনের মাধ্যমে একজন শিক্ষার্থী পাচ্ছে তার তো বিষয়ের পরিপূর্ণ একটি শর্ট সিলেবাস এবং প্রশ্ন ব্যাংক। যার মাধ্যমে সে তার পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হবে।
অনার্স ৪র্থ বর্ষ মার্কশীয়দর্শন সাজেশন ২০২৩ | Marks Philosophy suggestion 2023
প্রত্যেক শিক্ষার্থীর জীবনে সাজেশন একটি গুরুত্বপূর্ণ সহায়ক বই। এই বইটি পড়ে একজন শিক্ষার্থী তার পরীক্ষায় কাঙ্খিত ফলাফলের চেয়ে আরো ভালো ফলাফল করতে সক্ষম হবে। কেননা প্রতিটি অধ্যায় থেকে রয়েছে কমন কমন প্রশ্নগুলো এবং বিগত সালের সকল প্রশ্ন। এটি একজন শিক্ষার্থীর শর্ট সিলেবাস হিসেবেও পড়তে পারবে আবার প্রশ্ন ব্যাংক হিসেবে উপরে নিতে পারবে। সুতরাং যাদের এই ধরনের সাজেশন প্রয়োজন আমাদের ওয়েবসাইট থেকে নিয়মিত দেখে নিতে পারেন।
অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩ | Accounting Information System suggestion
ক বিভাগ
- হিসাব কোড বলতে কি বুঝেন?
- ল্যাপিং বলতে কি বুঝায়?
- কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝায়?
- ব্যাংক সমন্বয়ে বিবরণ কি?
- বিট বলতে কি বুঝেন?
- ERP বলতে কি বুঝেন?
- সফটওয়্যার কাকে বলা হয়?
- ইনডেক্সিং কি?
- সিস্টেম ক্রাশ বলতে কি বুঝেন?
- ফার্মওয়্যার বলতে কি বুঝেন?
- তথ্য পরিবেশ কি?
- কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝানো হয়?
- কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝেন?
- আয় চক্র কি?
- COSO বলতে কি বুঝায়?
- ম্যাপিং কি?
- অ্যালগরিদম বলতে কি বুঝেন?
- এম কমার্স কাকে বলা হয়?
- প্রবাহ চিত্র কি?
- লিস্ট স্ট্রাকচার মডেল বলতে কি বুঝেন?
- ফার্মওয়্যার সম্পর্কে লিখুন।
- ইনডেক্সিং পদ্ধতি কি?
খ বিভাগ
খ বিভাগের প্রশ্নগুলো একটু জটিল হয়ে থাকে। যেমন অতি সংক্ষিপ্তে উত্তর দেওয়া যায় না আবার বিস্তারিতভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না। মিডিয়াম লেভেলে এর উত্তরগুলো দিতে হয়। তাই এ প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীরা বেশি দ্বিধাদ্বন্দে থাকে। আমাদের অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩ পরে খ নং প্রশ্নগুলো দ্রুত পড়ে নিন।
- ইলেকট্রনিক ডাটা প্রসেসিং বলতে কি বুঝায়?
- AIS উন্নয়ন ক্ষেত্রে কলাকৌশল কি কি?
- সাধারণ খতিয়ানের উদ্দেশ্য বর্ণনা করুন।
- সাধারণ খতিয়ান বলতে কি বুঝেন?
- নথি করন কি?
- AIS ও MIS এর মধ্যে পার্থক্য লিখুন।
- জুয়াচরি ও ভুল নিবারণ বন্ধের উপায় লিখুন।
- ডাটাবেজ উন্নয়নে বিষয় আলোকপাত করুন।
- অভ্যন্তরীণ নিরীক্ষার অসুবিধা এবং সুবিধে বর্ণনা করুন।
- লেন্ডিং এবং টিমিং বলতে কি বুঝায়।
- ফ্লোচার্টের সুবিধাগুলো লিখুন।
- ট্রানজেকশন ফাইল এবং মাস্টার ফাইলের মধ্যে পার্থক্য লিখুন।
- ইলেকট্রনিক ডাটা প্রসেসিং বলতে কি বুঝেন?
- কম্পিউটার ভাইরাস বলতে কি বোঝানো হয়?
- উপাত্ত প্রবাহ চিত্র অঙ্কন করুন।
- সিকুয়েন্সিয়াল ফাইল কি?
গ বিভাগ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩
- হিসাব তথ্য ব্যবহারের উদ্দেশ্য এবং সুবিধে বর্ণনা করুন।
- সংগঠন বলতে কি বুঝেন এবং সংগঠনের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
- ব্যবস্থাপনা নীতিমালা বর্ণনা করুন।
- তথ্যের শ্রেণী বিভাগ আলোচনা করুন।
- ইনফরমেশন সিস্টেমের উপাদান গুলো বর্ণনা করুন।
- সিদ্ধান্ত সহায়ক কি এবং সিদ্ধান্ত সহায়কের প্রযুক্তি প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
- ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা করুন
- আর্থিক ঝুঁকি এবং ব্যবসার ঝুঁকির মধ্যে পার্থক্য দেখান।
- তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি সমূহ কি কি?
- পেরোল কিভাবে তৈরি করা হয়?
- অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থাপনায় নিরক্ষকের কর্তব্য কি কি?
- বকে ভিত্তিক এবং নগদান ভিত্তিক হিসাব রক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লিখুন।
- ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রণালী বর্ণনা করুন।
- অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থাপনায় নিরক্ষকের কর্তব্য কি?
- প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক সমূহ লিখুন।
- ডাটাবেজ কি এবং ডাটাবেজ কত প্রকার উদাহরণসহ লিখুন।
- অভ্যন্তরে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় মূলনীতি সমূহ বর্ণনা করুন।
অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। তাছাড়াও রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল শ্রেণীর পাঠ্যপুস্তক বই এবং সাজেশন।
অনার্স ৪র্থ বর্ষ সামাজিক জনবিজ্ঞান সাজেশন ২০২৩ | Social Demography suggestion 2023