আবু দাবি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ | Abu Dhabi Scholarship 2021

Abu dhabi scholarship 2021 সংযুক্ত আরব আমিরাত মধ্য এশিয়ার একটি মনোরম দেশ। পর্যটকদের জন্য এক নান্দনিক স্হান।সারা পৃথিবীর মানুষের এক আকর্ষণীয় পর্যটন স্পট বুর্জ খলিফার দেশ।

Abu Dhabi Scholarshiphip 2021

সম্প্রতি সময় UAE  বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দিচ্ছে স্কলারশিপ। সেখানে আপনি যেতে পারবেন লেখাপড়ার উদ্দেশ্যে।আবু দাবি বিশ্ববিদ্যালয় আরব আমিরাতের নামকরা প্রতিষ্টান। প্রতিবছর প্রতিষ্টানটি স্কলারশিপ দিয়ে থাকে।এবছরও প্রতিষ্টানটি আকর্ষণীয় স্কলারশিপ অফার করছে।তবে প্রতিষ্টন প্রাইভেট এবং টপ লেভেলের ইউনিভার্সিটি।

 

কি কি ডিগ্রি আর্জন করতে পারবেন।

  • অনার্স
  • মাস্টার্স
  • পিএসডি

যেসব বিষয়ে আবেদন করতে পারবেন। ব্যাচেলার প্রোগ্রামে :

  • ১, মেস কমেউনিকেশন।
  • ২,সিভিল ইন্জেনিয়ারিং।
  • ৩,কম্পিউটার ইন্জেনিয়ারিং।
  • ৪,বিবিএ।
  • ৫,মেডিকেল ইন্জেনিয়ারিং।
  • ৬,ক্যামিকেল ইন্জেনিয়ারিং।
  • ৭,সি এস সি
  • ৮,সাইবার সিকিউরিটি সহ নানান রকমের সাব্জেক্টক পেয়ে যাবে।

 

তাছাড়া মাস্টার্সেও থাকছে

  • ১,সিভিল ইন্জেনিয়ারিং।
  • ২,কম্পিউটার ইন্জেনিয়ারিং।
  • ৩,বিবিএ।
  • ৪,বাও মেডিকেল ইন্জেনিয়ারিং।
  • ৫,ক্যামিকেল ইন্জেনিয়া

সাম্মানিত পাঠক এখানে অনার্স চার বছর মাস্টার্স দুই বছর এবং পি এইস ডি চার বছর মেয়াদি হয়ে থাকে।

কোন মিডিয়ামে পড়ানো হবে।

যেহেতু আরব আমিরাত আরব কান্ট্রি, তাই অনেক হয়ত ভাবছেন কোন মিডিয়ামে পড়ানো হবে।যদি আরবিতে পড়ানো হয় তাহলে আমরা পারব না।আমরা আরবি পারি না।বন্ধুরা আমি বলব চিন্তার কোনো কারণ নেই।আরবি ও ইংরেজি উভয় মিডিয়ামে পড়া যাবে।তবে ইংরেজির গুরুত্ব আলাদা।

Benefits of this Scholarship :

স্কলারশিপের সুযোগ সুবিধা.

স্কলারশিপের সুযোগ সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ।কারণ স্কলারশিপের সুযোগ সুবিধার উপর নির্ভর করে একজন ছাত্রের সেটা গ্রহণ করা বা না করা।

Abu Dhabi University আবু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরণ বা ক্যাটাগরির স্কলারশিপ রয়েছে।আপনি দুই ক্যাটাগরিতে এ স্কলারশিপটি লাভ করতে পারেন।

  • ১ হামদান বিন যায়েদ স্কলারশিপ প্রোগ্রাম।
  • ২,চ্যায়ারম্যান স্কলারশিপ প্রোগ্রাম।

Abu Dhabi Full Founded Scholarship,

এই দুই ক্যাটাগরিতে আপনারা সম্পূর্ণ বিনাখরচে স্কলারশিপ পেয়ে যাবেন।যে সব সুবিধা থাকছে

  • ১, টিউশন ফি নেই।
  • ২,থাকবে না কোন স্টুডেন্ড ফি।
  • ৩,কোন সার্ভিস ফি নেই।
  • ৪,কোন রেজিস্ট্রেশন ফি নেই।
  • ৫,কোন এপ্লিকেশন ফি নেই।
  • ৬,পাশাপাশি স্বাস্হ সেবাও পেয়ে থাকবেন।

৩য় ক্যাটাগরি হচ্ছে মেরিড ভেইস স্কলারশিপ।

এই বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করবে,যারা অনার্স লেভেলে ৪.০০ এর মদ্যে নূন্যতম ৩.৫০ পাবে,তারা এই বিশ্ববিদ্যালয়ে মেরিড ভেইস স্কলারশিপটি পেয়ে যাবেন।যদি পেয়ে যান তাহলে তারা টিউশন ফির ৫০% ছাড় পাবেন।

৪র্থ ক্যাটাগরি হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ।

এই ক্যাটাগরিতে যারা সুযোগ পাবেন তাদের জন্য রয়েছে টিউশন ফি সহ অন্যান্য বিষয়ে ১০% থেকে ৫০% ছাড়।সেক্ষেত্রে আপনার যোগ্যতার উপর নির্ভর করছে এ ক্যাটাগরির স্কলারশিপ।

৫ ম এথল্যাটিক স্কলারশিপ ।

অর্থাৎ আপনি যদি একজন খেলোয়াড় হন,ভালো মানের খেলোয়াড়। আর সে অনুযায়ী সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই স্কালারশিপটিতে আবেদন করতে পারেন।আর আপনি ২৫% স্কলারশিপ পাবেন।

৬ষ্ট এলামনাই স্কলারশিপ।

আপনি যদি এই বিশ্ববিদ্যালয় থাকে কোন ডিগ্রি অর্জন করে থাকেন পরবর্তী ডিগ্রি আর্জনের জন্য থাকছে ২৫% স্কলারশিপ।অর্থাৎ অনার্স করলে মাস্টার্স। মাস্টার্সে করলে পি এইস ডি।

Scholarship Documents :

কাগজপত্র :

  • ১, পাসপোর্ট
  • ২,চবি,, স্কেন কারা থাকতে হবে।কেননা       আবেদন অনলাইলে করতে হয়।
  • ৩,সার্টিফিকেট
  • ৪,নম্বরপত্র
  • ৫,সার্টিফিকেট ও নম্বরপত্র ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে।
  • ৬, উপডেটেট সিভি।
  • ৭,রেকমেন্ডেশন লেটার।আপনার কলেজের ২ জন টিচারের হলেই চলবে।
  • ৮,IELTS এর স্কোর কমপক্ষে ৫থেকে ৬ থাকতে হবে।
  • ৯,কর্ম অভিঙ্গতা ও কোন এচেইভমেন্ট থাকে তাহলে সেটা শ করতে পারেন।

Scholarship Requirement

যে সব শর্ত পূরণ করতে হবে।

  • ১, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে।
  • ২,অনার্সে ভর্তি হতে হলে এইচ এস সি পর্যান্ত কম্পিট থাকতে হবে।
  • ৩,মস্টার্সে ভর্তি হতে হলে অনার্স এবং পি এইচ ডি ভর্তি হতে হলে মাস্টার্স কম্পিট থাকতে হবে।

USA Fulbright Scholarship 2021

Application Proces

এপ্লিকেশন :

  • ১, আবেদন অনলাইনে করতে হবে।
  • ২,এপ্লিকেশন করার সময় আবেদন ফি পে করতে হবে uae ক্যারেন্সিতে ৩০০টাকা,আর ডলার হিশেবে ৮০  ডলার।তবে খুশির কথা হলো -আপনি যদি স্কলারশিপটি পান তাহলে এপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে।

এপ্লিকেশন সহ বিস্তারিত উপডেট পেতে ভিসিট করুণ

https://www.adu.ac.ae/

ADB JSP SCHOLARSHIP 2021

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version