৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩ |46 th BCS Circular 2023

৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩ : শ্রদ্ধেয় চাকরি প্রত্যাশী বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা অথবা যারাই বিসিএস পরীক্ষা দিবেন ভাবছেন খুঁজছেন বিসিএস পরীক্ষার সার্কুলার কবে কখন প্রকাশ করা হবে তাদের জন্য আমাদের এই বিশেষ পোষ্ট টি। সবার জানার স্বার্থে আমি এই পোস্ট টি শেয়ার করলাম।

৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩:

বিসিএস পরীক্ষা আসলেই জীবনের একটি লক্ষ্যে পৌঁছার মাধ্যমে অনেক ভাই বোনদের স্বপ্ন জীবন সাজানো একটি প্রেরনা তাই বিসিএস যাদের জীবনের জন্য প্রথম তাদের কে অবশ্যই জানতে হবে কয়েকটি বিষয় যেমন:

বিসিএস কি?

বিসিএস পরীক্ষা কেন অনেকের স্বপ্ন।

বিসিএস পরীক্ষা কত নম্বর এর মধ্যে অনুষ্ঠিত হয় ?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কী ?

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর কত ।

বিসিএস এ ক্যাডার পদ ও ননক্যাডার পদ কি ।

বিসিএস লিখিত পরীক্ষার

বিসিএস ভাইভা কীভাবে দিবেন।

বিসিএস এর জন্য আপনাকে কেমন preparation নিতে পারেন।

এই প্রাথমিক বিষয়গুলো একজন নতুন বিসিএস পরীক্ষার্থীকে must be জানতে হবে।

বিসিএস পরীক্ষা বা ৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৩:

৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার এর জন্য অনেকেই অস্থির হয়ে আছেন প্রিয় ভাই ও বোনেরা সবাইকে একটা মাত্র অনুরোধ কেবল বিসিএস পরীক্ষা দিলে হবেনা আপনাকে বিসিএস পরীক্ষার জন্য উপযোগী করে তুলতে হবে এককথায় যেকোন book এর পোকা হতে হবে book তথা যাবতীয় চাকরির জন্য যা যা জানতে হবে তাই শিখতে হবে জানতে হবে।

পিএসসি সিদ্ধান্ত নিয়েছে ৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৪ সালের ১ লা জানুয়ারি প্রকাশ করা হবে ।

বিসিএস পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাকে অনেক অনেক খাটতে হবে অনেক জানতে হবে আপনি আপনাকে পুরোপুরি নিযুক্ত করেন একটি বদ্ধ রুটিনে যা আপনার বিসিএস preparation কে অনেক সহজ করে দেবে ।

৪৬ তম বিসিএস পরীক্ষার সার্কুলার ২০২৪ প্রকাশিত হবে সেহেতু অবহেলা না করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যাবতীয় বিসিএস পরীক্ষার সার্কুলার ডাউনলোড করতে পারেন এছাড়াও এসএসসি ও এইচএসসি এবং অনার্স ,ডিগ্ৰি প্রথম বর্ষ , দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের গাইড ও সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং চাকরির জন্য যাবতীয় সার্কুলার ও সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি নিয়ে প্রশ্নসমূহ শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন ।

বিসিএস পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও বিসিএস নন ক্যাডার ,ক্যাডার ও সবগুলো নন ক্যাডার ও ক্যাডার পদ সম্পর্কে জানতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে তাই আমাদের সাথেই থাকুন এবং আমাদের কাজকে আরো সহজতর করতে সাহায্য করুন‌।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version