১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি রাষ্ট্রবিজ্ঞান: ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি পরবে আমি রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম যা ১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি রাষ্ট্রবিজ্ঞান:
সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শাখা কি?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞান।
‘Politics’ শব্দটি কী শব্দ থেকে এসেছে?
- উত্তর : গ্ৰিক শব্দ ‘ Polits’ and’ Polis ‘ থেকে এসেছে।
- প্রাচীনকালে রাষ্ট্রকে কি নামে ডাকা হতো ?
- উত্তর: নগর বা নগররাষ্ট্র থেকে।
- প্রাচীনকারলে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলা হয়?
- উত্তর : যে শাস্ত্র নগর এবং তার সমস্যাদি নিয়ে আলোচনা করা হতো।
- সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞান কি?
- উত্তর : যে শাস্ত্র বা বিষয় রাষ্ট্রসম্পকিত বিষয় নিয়ে আলোচনা করা হয়?
১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় যারা confirm যে আমি প্রিলিমিনারি পাস করবো তাহলে বসে না থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন এবং যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স বা অনার্স করে নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
- কে রাষ্ট্রবিজ্ঞানকে ‘সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান ‘বলে উল্লেখ করেছেন?
- উত্তর: এরিষ্টটল ।
- ‘ Political science may be defined as the science of the state’s কে বলেছেন?
- উত্তর: গেটেল।
- রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি?
- উত্তর: রাষ্ট্রচিন্তা।
- অধ্যাপক বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয় কি কি?
- উত্তর : স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
- রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম কি?
- রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা লিখ?
- রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর? রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত কর যায় কিনা ? ঐতিহাসিক পদ্ধতি কী?
- মনোবিজ্ঞানমূলক পদ্ধতি কি?
চতুর্থ গনবিজ্ঞপ্তিতে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই জানুন কিভাবে?
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান এর ক্ষেত্রে রাষ্ট্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর?
রাষ্ট্র বা , State।
রাষ্ট্র কি?
উত্তর : রাষ্ট্র এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূ- খন্ডে সুসংগঠিত সরকার গঠন করে স্বাধীনভাবে বসবাস করে।
রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্ৰহনযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
উত্তর: গার্ণার।
আধুনিক রাষ্ট্রের কার্যাবলী কি কি?
উত্তর : অপরিহার্য কার্যাবলী এবং ঐচ্ছিক কার্যাবলী।
আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কাজ কি কি?
সমাজ কি?
উত্তর: মানুষের প্রয়োজনে মানুষের দ্বারা গড়ে ওঠা সংগঠন।
হবসের প্রকৃতির রাজ্যে মানবজীবন কেমন ছিল?
উত্তর : সঙহীন ,ঘৃণ্য,পাশবিক,কদর্ঘ,ও ক্ষনস্থায়ী।
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত সাজেশন?
লকের প্রকৃতির রাজ্যের মানুষ কেমন ছিল?.
রাষ্ট্রের উপাদান বর্ণনা কর?
রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর?
আধুনিক রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী আলোচনা কর?
আধুনিক রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী কি কি?
রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক বর্ণনা কর?
রাষ্ট্র ও ব্যাক্তির মধ্যে সম্পর্ক বর্ণনা কর?
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ সমূহ আলোচনা কর?
” শক্তিই নয় , জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি ‘ ব্যাখা কর?
সামাজিক চুক্তি মতবাদ আলোচনা কর?
হবসের প্রকৃতির রাজ্যের ধারনা আলোচনা কর?
সাধারন ইচ্ছা বলতে কি বুঝ?
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদ আলোচনা কর?
রুশোর সামাজিক চুক্তি মতবাদ আলোচনা কর?
১৭ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আমি কয়েকটা প্রশ্নের সাজেশন দিলাম এবং আরো শেয়ার করবো অবশ্যই ।এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পড়বেন এবং প্রতিটি প্রশ্ন ভালো করে খেয়াল করে পড়লেই অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায়।