১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি , ফাইনাল সাজেশন বাংলাদেশ বিষয়াবলী

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি : আসন্ন ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর্ মধ্যে থেকে অবশ্যই একটি দুটি প্রশ্ন থাকবে কেননা প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে এর মধ্যে প্রশ্ন আসে।

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি , ফাইনাল সাজেশন বাংলাদেশ বিষয়াবলী:

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাংলাদেশের নদ নদী ।

  • বাংলাদেশের দীর্ঘতম,প্রশস্ততম ,গভীরতম নদী ……….. মেঘনা।
  • বাংলাদেশের বৃহত্তম নদ…… ব্রক্ষপূত্র।
  • বাংলাদেশের খরস্রোত নদী …….. কর্ণফুলী।
  • বৃহত্তম মহাসাগর ……. প্রশান্ত মহাসাগর।
  • বৃহত্তম বদ্ধীপ ……….. বাংলাদেশ।
  • বৃহত্তম নদ …….. নীলনদ।

এছাড়াও প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসে নদীর তীরবর্তী স্থান বা শহর এইসব বিষয়‌ নিয়ে আপনারা যারা ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটি কথা বিগত পরীক্ষার প্রশ্নগুলো পড়ার পাশাপাশি সাম্প্রতিক বিষয়াদি নিয়ে ভালোভাবে পড়বেন দেখবেন পরীক্ষা ভালোই হবে।

নদীর তীরবর্তী শহর বা স্থান।

  • মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত…….. করতোয়া।
  • ঢাকা কোন নদীর তীরে অবস্থিত…….. বুড়িগঙ্গা ।
  • ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত…… বুড়িগঙ্গা ।
  • চট্রগ্ৰাম কোন নদীর তীরে অবস্থিত…….. কর্ণফুলী ।
  • সিলেট কোন নদীর তীরে অবস্থিত……….. সুরমা।
  • বরিশাল কোন নদীর তীরে অবস্থিত……. কীর্তনখোলা।
  • টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত…….. নাফ ।
  • যশোর কোন নদীর তীরে অবস্থিত……. কপোতাক্ষ।
  • বাংলাদেশের নদীর তীরে অবস্থিত নয় কোন জেলা…… ফেনী / নোয়াখালী।
  • সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত….. পদ্মা।
  • মংলাবন্দর কোন নদীর তীরে অবস্থিত….. পশুর।
  • কীন ব্রীজ কোন নদীর তীরে অবস্থিত…… সুরমা সিলেট।
  • ভৈরব ব্রীজ কোন নদীর তীরে অবস্থিত……. মেঘনা।
  • বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কি…… নাফ নদী।।
  • ব্রক্ষপূত্রের প্রধান শাখা ….. যমুনা।

এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা একটু মিলিয়ে নিতে পারেন যে এগুলো প্রশ্ন ঘুরেফিরে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারিতে আসছে তাই অবহেলা না করে পড়বেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ‌।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিট কার্ড

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button