সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ‌‌

সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর : সুপ্রিয় বিভিন্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী সামনে কিন্তু নিবন্ধন পরীক্ষা ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ । এই MCQ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই সাম্প্রতিক বিষয়াদি থেকে অনেক প্রশ্ন আসে।

সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

  • দেশের প্রথম ছয় লেনের সেতুর নাম কি? উ….. মধুমতি সেতু।
  • বাংলাদেশ কততম দেশ হিসাবে মারাকেশ চুক্তি অনুসাক্ষর করে? উঃ….১১৬ তম।
  • বাংলাদেশ কবে WIPO র মারাকেশ চুক্তির অনুসাক্ষর করে.উ :…..২৬ সেপ্টেম্বর ২০২২।
  • সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে? উঃ….. মোহাম্মদ বিন সালমান।
  • ইরাকের নতুন প্রেসিডেন্ট কে? উঃ…… আবদুল লতিফ রাশিদ।
  • যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? উঃ…. ঋষি সুনাক।
  • ডি ৮ এর বর্তমান মহাসচিব কে? উঃ…. ইসিয়াকা আবদুল কাদির ইমাম।
  • BIMSTEC এর বর্তমান মহাসচিব কে? উঃ… রনির বিক্রমাসিংহ।
  • ২০২২ সালের বুকার পুরস্কার লাভ করেন কে? উঃ… দিহান করুনাতিলাকা।
  • কোন উপন্যাসের জন্য ২০২২ সালের বুকার পুরস্কার প্রদান করা হয় ? উঃ … The Seven Moons Of Maali Almedia.
  • ২০২২ সালের নানসেন শরণার্থী পুরস্কার লাভ করেন কে? উঃ…. অ্যাঞ্জেলা মার্কেল।
  • ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করে? উঃ….১২ ব্যাক্তি ২ টি প্রতিষ্ঠান ।
  • চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ… সোয়ান্তে প্যাবো।
  • সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ…. অ্যা নি আরনো।
  • ২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উঃ …. ইয়েমেন।
  • ২০২২ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? উঃ…৮৪ তম ।
  • ২০২২ সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে শীর্ষ দেশ কোনটি? উঃ… ডেনমার্ক ।।
  • ২০২২ সালের ই – গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে সর্বনিম্ন দেশ কোনটি? উঃ… দক্ষিন সুদান।
  • ২০২২ সালের ই – গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান কত? উঃ…১১১ তম।
  • ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? উঃ….. সুইজারল্যান্ড।
  • ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উঃ…. গিনি।
  • ২০২২ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? উঃ…. ১০২ তম।

যারা আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য সাম্প্রতিক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই বিষয়গুলো থেকে হ তো দু একটি প্রশ্ন আসতে পারে।আবার যেকোন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে।

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

ক্রীড়াঙ্গন এবং বিশ্বকাপ ফুটবল ২০২২।

  • ২০২২ সালের ব্যালন্ ডি অর লাভ করেন কে?
  • উ……. করিম বেনজোমা।
  • অষ্টম নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  • উ :……. ভারত।
  • ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সময়কাল কত?
  • উ: ……২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ।
  • ২০ নভেম্বর ২০২২ উদ্বোধনী ম্যাচ কোন‌ স্ট্যাডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?
  • উঃ… আল – বায়েত স্টেডিয়াম।
  • ১৮ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কোন স্ট্যাডিয়ামে অনুষ্ঠিত হবে?
  • উঃ…. লুসাইল আইকনিক স্ট্যাডিয়াম।
  • বিশ্বকাপ ফুটবল ২০২২ এর অফিসিয়াল বলের নাম?
  • উঃ…. Al Rihla.

এই বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে পড়বেন কেননা ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতির সময়কাল প্রায় ১৮/২০ দিন এরকম তাই অবহেলা না করে পোস্ট টি অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে পড়বেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।

৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান 
বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button