রোজা কত তারিখে ২০২২

রোজা কত তারিখে ২০২২? এবছর রমজান হলো ৩ এপ্রিল ২০২২ সাল।

রোজা কত তারিখে?  রোজা কবে থেকে শুরু ২০২২? কবে থেকে রমজান শুরু? এধরনের প্রশ্ন খুব সাধারণ সকাল মুসলমানদের জন্য।  মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়,  যখন রজম মাসের চাঁদ দেখা যায় – হে আল্লাহ!  আমাদেরকে রজম ও শাবানের বরকত দান করুন, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন।

আমরা ভাবতে থাকি রমজান কবে,  কয় তারিখে।  তখন রমজান মাসের অপেক্ষার প্রহর গুণি। রজব  মাসের চাদ দেখার পর রামজানের ৬০ দিন বাকি থাকে। রজব পেরিয়া যখন নিসফে শাবান আসে,  শবে বরাত আসে তখন মাত্র ১৪/১৫ দিন পর রামাদান আসে।

রমজানের সময়সূচি দেখতে ভিজিট করুন: রোজার সময়সূচি ২০২২

রমজান কয় তারিখ।

এ বছর রমজান ৩ এপ্রিল ২০২২। আরবি বছর ইংরেজি সালের মতন নির্দিষ্ট থাকে না। প্রতিবছর পরিবর্তন হয়। কেননা আরবি মাস চন্দ্রের উপর নির্ভরশীল।

রমজানের রোজার ফজিলত ও রোজার নিয়ত, রোজা ভঙ্গের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version