বাংলা টু ইংলিশ, স্পিকিং ইংলিশ ঘরে বসে শিখুন | Bangla to English

বাংলা টু ইংলিশ (Bangla to English) ইংলিশ টু বাংলা (English to Bangla) যেকোনো ভাবে যদি আমরা প্রেকটিস করা শুরু করেন তাহলে এক মাসের ভিতর আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারব এটা ১০০% সত্যি এবং আমি নিজেই এভাবে ইংরেজি শিখেছে এবং বর্তমানে আমি নিজেই ইংরেজি পাঁচটির উপর আমার ওয়েবসাইট চালাচ্ছি।

ইংরেজি শেখার গুরুত্ব:

আমরা অনেকের স্বপ্ন স্কলারশীপের মাধ্যমে আমেরিকা, লন্ডন, কানাডায় যেতে চাই, এর মধ্যে প্রথম বাঁধা হয়ে পড়ে আমাদের ইংলিশ। আর স্কলারশীপ বলেন বা অনলাইনে কাজের কথা বলেন সকল ক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষা জানা অবশ্যই প্রয়োজন।

ইংরেজি জানলে বর্তমানে বা উপস্থিত কি লাভ হবে আপনার।

  1. IELTS করতে সাহায্য করবে।
  2. স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বাহিরে যেতে পারবেন।
  3. অনলাইনে ইনকাম করতে পারবেন।
  4. আপনি Content Writer হতে পারবেন।
  5. ইংরেজি ওয়েবসাইট চালাতে পারবেন এবং ইংরেজি ব্লগিং করলে Google Adsense এর মাধ্যমে হাজার ডলার এর উপর ইনকাম করতে পারবেন। ইংরেজি ভাষার ব্লগে Google Adsense High CPC এবং RPM দিয়ে থাকে।
  6. Affiliate Marketing করতে পারবেন।
  7. Instagram Influencer হতে পারবেন।
  8. Fiverr and Upwork এবং Other Freelancing Platforme Easily কাজ পেয়ে যাবেন যদি আপনার ক্লাইন্টের সাথে ইংরেজিতে ভালো করে কথা বলতে পারেন এবং ভালো ভাবে ইংরেজিতে বুঝাতে পারলে কাজ পাওয়া টা অনেক সহজ হয়ে যাবে।

এই কয়েকটি শুধু মডেল হিসেবে বললাম। আরো অনেক কিছু করতে পারবেন যদি আপনি ইংরেজি ভাষায় ভালো ভাবে কথা বলতে পারেন এবং ইংরেজি লিখতে পারেন।

বাংলা টু ইংলিশ

আজ থেকে স্কলার্সমী ওয়েবসাইটে ধারাবাহিক ভাবে ইংরেজি কিভাবে শিখবেন (বাংলা টু ইংলিশ, Bangla to English ) এবং ইংরেজি স্পিকিং এর উপর ধারাবাহিক আর্টিকেল পাবলিশ হবে যদি আপনারা ভালো ভাবে এই আর্টিকেল গুলো পড়েন তাহলে সহজেই ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন।

আপনি যদি এটি একটি কোর্স মনে করে পড়েন এবং সাথে সাথে ঘরে বসে চেষ্টা করেন তাহলে দেখবেন এক মাসের ভিতর আপনার ইংরেজি শিখা হয়েগেছে।

How to Start Spoken English (Bangla to English)

চলুন তাহলে শুরু করি। আজ প্রথম দিন হিসাবে আপনাদের সামনে। ইংরেজি কথা বলার জন্য যা সর্ব প্রথম প্রয়োজন তা নিয়ে কথা বলব।

ইংরেজি কথা বলার জন্য সর্বপ্রথম Person বেশি প্রয়োজন পড়ে তাই person কাকে বলে এবং Person কি কি? সহজেই বুঝানোর চেষ্টা করব।

Person সাধারণত ব্যক্তিকে বুঝায়। Person মোট তিন প্রকার।

  • First Person
  • Second Person
  • Third Person

1. First Person: প্রথম পার্সোনে রয়েছে I এবং We এই দুটি হল 1st Person I, অর্থ আমি এবং We অর্থ আমরা।

2. Second Person: শুধু You, এবং এই You তুমি, তোরা, তোমরা এই অর্থে ব্যবহার হয়ে থাকে।

3. Third Person: বাকি যত প্রকারের শব্দ রয়েছে সবাইকে 3rd person বলা হয়ে থাকে। যেমন, He, She, They, it, Tawsif, Mahir, যেকোনো নাম ও হতে পারে 3rd person এর মধ্যে।

এখন আপনি ভালো ভাবে একটু একসাথে পার্সোন গুলো খুব দ্রুত মুখস্ত এবং বার বার দ্রুত বলার চেষ্টা করুন।

  • I – আমি
  • We – আমরা
  • You – তুমি
  • You – তোমরা
  • He – সে (পুরুষ)
  • She – সে (মহিলা)
  • They – তারা
  • It – ইহা

বার বার একসাথে খুব দ্রুত এই শব্দগুলো মুখস্থ করুন।

এইগুলার সাথে do যোগ করে ঘরে বসে বার বার চেষ্টা করবেন।

  • I do – আমি করি
  • We do – আমরা করি
  • You do – তুমি করো
  • You do – তোমরা করো
  • He does – সে করে
  • She does – সে করে
  • They do – তাঁরা করে
  • It does – ইহা করে

দৈনিক আমরা অনেক কথা বলি এখন থেকে যদি বাংলায় কথা না বলে ইংলিশে কথা বলা শুরু করি তাহলে আরো অনেক সহজ হয়ে আসবে ইংরেজি। (বাংলা টু ইংলিশ) আর ইংরেজি শিখতে হলে প্রতিদিন ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে না হয় ইংরেজি শিখি অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই প্রতিদিন ইংরেজিতে কথা বলা শুরু করুন। প্রথম প্রথম না পারলেও একসময় আসবে যে আপনি অটোমেটিক ইংরেজিতে কথা বলা শুরু করে দিয়েছেন। 

এখানে নিজে ঘরে বসে ইংরেজি প্রেকটিস এর জন্য কিছু বাক্য আপনাদের সামনে তুলে ধরতেছি যে বাক্য গুলো প্রতিদিন মানুষের বলতে হয় এমন কয়েকটি বাক্য তুলে ধরব আপনি এই বাক্য গুলো সব সময় বলার চেষ্টা করবেন।

York University Scholarship in Canada 2021

বাংলা টু ইংলিশ দৈনিক ব্যবহার হয় এমন কয়েকটি বাক্য।

  • সকালে Good morning
  • দুপুরে Good noon 
  • বিকালে Good Afternoon
  • সন্ধ্যায় Good evening

বাংলা: কাউকে ডাকতে/ কাউকে আহ্বান করতে?

Hi Tahmid এটি হল আমেরিকান ইংলিশ আর Hello হল ব্রিটিশ ইংলিশ

বাংলা: আজকের মত তাহলে আসি, স্যার..।

English: Good day to you, sir..

বাংলা: আবার দেখা হবে/ কাল দেখা হবে।

English: See you again/ See you tomorrow এবং বলতে পারেন। Till tomorrow.

বাংলা: আমি মোটামুটি ভালো আছি।

English: I’m so so

বাংলা: কারো দৃষ্টি আকর্ষণ করতে।

English: Excuse me 

বাংলা: আপনাকে কেউ excuse me বললে আপনি কি বলবেন। আপনি বলবেন।

English: Yes, How can I help you or What can I do for you.

বাংলা: কারো কথা একবার বুঝতে না পারলে আবার বুঝতে বলবেন।

English: Sorry/ Pardon me/ Repeat please.

বাংলা: আপনি নতুন কারো সাথে দেখা হলে কিভাবে ইংরেজিতে কথা বলবেন।

How to get introduce to any new person:

  • A: How are you or How do you do?
  • B: I’m fine or How do you do
  • A: This is Tahmid
  • B: This is Mahfuj
  • A: Nice to meet you
  • B: Same to you
  • A: Where are you from
  • B: I’m from Sylhet
  • A: I’m from Dhaka
  • B: Ok, Thank you so much
  • A: You are welcome

আজকের মত এতটুকু এবং শুধু introduction এর উপর আলাদা একটি আর্টিকেল খুব শিঘ্রই পাবলিশ করব এগুলো হলো বাংলা টু ইংলিশ এর প্রথম স্টেপ আপনি যদি এভাবে শুরু করেন তাহলে অবশ্যই একদিন আপনি ইংরেজিতে অনেক দক্ষ হয়ে উঠবেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।

Bangla to English কিভাবে করবেন নিজের মোবাইল থেকে

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version