নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার, সরাসরি কমিশন্ড অফিসার পদে বিডিইও ব্যাচে যোগ‌ দিন

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে বিডিইও ব্যাচে যোগ‌ দিন: বাংলাদেশ নৌবানৌবাহিনীসরাসরি কমিশন্ড অফিসার পদে বিডিইও ব্যাচে যোগদিতে কয়েকটি শাখা রয়েছে সেগুলোর বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন এবং বিডিইও ব্যাচে যোগদিতে পারেন।

নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)

  • বয়স : ০১ জুলাই ২০২৩ অনুর্ধ্ব ২৮ বছর।(এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়).

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিকেটচার / মেকানিকেল , ইলেকট্রনিকেল এবং ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ এ ৩.০০(-৪ স্কেল) প্রাপ্ত হতে হবে।

  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা।

বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়)

শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য, পরিসংখ্যান ও অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ । প্রার্থীকে উভয় পরীক্ষা অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ পেতে হবে এবং স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (-৪ স্কেল) প্রাপ্ত হতে হবে।

  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বাংলাদেশ‌ সেনাবাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: সেনাবাহিনীর পরীক্ষার প্রশ্ন ও উত্তর

শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা।

বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়).।

ব্যারিষ্টার ও আইন‌ বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্মবর্ণীত বিষয়ে স্নাতক সম্মান । প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বিষয়ে জিপিএ ৪.০০ এবং স্নাতক সম্মান পরীক্ষায় নুন্যতম সিজিপিএ ৩.০০ (-৪ স্কেল )এ প্রাপ্ত হতে হবে।

বাংলা , ইংরেজি, মনোবিজ্ঞান ,রসায়ন, পদার্থ,গনিত,আইন।

আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগনকে অগ্ৰাধিকার দেওয়া হবে।

বৈবাহিক অবস্থা : বিবাহিত ও অবিবাহিত।

শিক্ষা শাখা ( ইন্জিনিয়ার পুরুষ ও মহিলা):

  1. বয়স : ০১ জুলাই ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর ( এফিডেভিট গ্ৰহনযোগ্য নয়)
  2. শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২২: একাধিক বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version