কোন কাকে বলে: জ্যামিতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন। প্রতিটি শিক্ষার্থীর বিন্দু,কোন,সমকোন,রেখা ইত্যাদি বিষয়গুলো জানা দরকার।
কোন কাকে বলে:
দুটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়,তবে মিলন বিন্দুতে কোন উৎপন্ন হয়।
কোন কত প্রকার:
সন্নিহিত কোন:
দুইটি কোনের একই শীর্ষ বিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে এবং ঐ সাধারণ বাহু কোন দুইটির অভ্যন্তরে না হলে কোন দুইটিকে সন্নিহিত কোন বলে।
সমকোন:
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে সমকোন বলে।
সরলকোন :
দুই সমকোনের সমান পরিমাণ কোনকে সরল কোন বলে।
সূক্ষকোন:
এক সমকোনের চেয়ে ছোট কোনকে সূক্ষকোন বলে।
Also Read: বিন্দু কাকে বলে? মধ্যবিন্দু এবং সমবিন্দু বহিস্থ বিন্দু কাকে বলে?
স্থুলকোন:
এক সমকোনের চেয়ে বড় কিন্তু দুই সমকোনের চেয়ে ছোট কোনকে স্থূলকোন বলে।
পূরককোন:
দুইটি সন্নিহিত কোনের সমষ্টি এক সমকোনের সমান হলে একটি কোনকে অপরটির পূরক কোন বলে।
সম্পূরক কোন:
দুইটি সন্নিহিত কোনের সমষ্টি দুই সমকোনের সমান হলে একটি কোনকে অপরটির সম্পূরক কোন বলে।
বিপ্রতীপ কোন:
দুইটি কোনের একই শীর্ষ বিন্দু হলে একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হলে কোন দুইটিকে বিপ্রতীপ কোন বলে।
এছাড়াও একান্তর কোন।
- অনুরূপ কোন।
- বহি:স্থ কোন ।
কোন সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করলাম এছাড়াও
বিন্দু,রশ্মি, ত্রিভুজ, ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা শেয়ার করেছি আমাদের ব্লগে আপনাদের সাহায্যের জন্য।
সাধারণ জ্ঞান
শিক্ষক নিবন্ধন বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
সন্নিহিত কোণ কাকে বলে,
কোণ কাকে বলে কত প্রকার,
কোণ কাকে বলে চতুর্থ শ্রেণী,
কোণ কাকে বলে চিত্র সহ,
সমকোণ কাকে বলে,
প্রবৃদ্ধ কোণ কাকে বলে,
কোণ কাকে বলে তৃতীয় শ্রেণি,