আমিন শব্দের অর্থ কি? আমিন অর্থ- আল্লাহ! আমার প্রার্থনা কবুল করুন’। আমিন শব্দটির সাথে আমরা খুব পরিচিত। আমরা প্রায় সময় শব্দটির ব্যবহার করে থাকি। কিন্তু অর্থ কি তা জানি না। আজ আমরা আমিন শব্দটির অর্থ নিয়ে আলোচনা করব।ameen meaning in bengali.
আমিন শব্দের অর্থ কি। what’s meaning of ameen.
আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দটি আরবি। আমিন শব্দকে আমরা দোয়ায় ব্যাপক ব্যাবহার করে থাকি। “আমিন শব্দের অর্থ কি” অনেকে জানতে চান। আমিন শব্দের অর্থ আল্লাহ দোয়া বা প্রাথনা কবুল করুন।
আমিন أمين বা আল আমীন অর্থ- বিশ্বস্ত, আস্থা ভাজন, সৎ।
আল আমিন অর্থ – নিরাপদ,শান্তিময়।
আমিন শব্দের আরবি।
আমিন শব্দের অর্থ কি জানলাম। এখন জানব আমিন শব্দের আরবি। আমিনের আরবি হলো امين। আমিন অর্থ আল্লাহ দোয়া বা প্রার্থনা কবুল করুন।
ছুম্মা আমিন অর্থ কি?
আমিন শব্দের অর্থ কি? অর্থ হলো – হে আল্লাহ আপনি আমার মুনাজাত কবুল করুন।
তারপর “ছুম্মা আমিন” মানে “অতঃপর হে আল্লাহ আমার দোয়া গ্রহন করে নাও। অর্থাৎ পুনরায় আল্লাহর কাছে চাওয়া বা আরজ করা হয়। আমিন বলে পুনরায় “ছুম্মা আমিন” বলে আল্লাহর কাছে চাওয়া হয়ে থাকে।
আল্লাহুম্মা আমিন অর্থ কি।what’s meaning of allahumma ameen.
আল্লাহুম্মা আমিন আমরা দোয়ার মধ্যে বলে থাকি। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। আর আমিন অর্থ আপনি কবুল করুন।
সুতরাং আল্লাহুম্মা আমিন অর্থঃ- “হে আল্লাহ! আপনি আআমার দোয়া কবুল করুন।
আমিন কখন বলতে হয়।
আমিন সাধারণত কেউ দোয়া করলে বলতে হয়।
কেউ ভলো কোন কাজ করার ইচ্ছা করলে আমিন বলতে হয়।
সুরা ফাতিহা তিলাওয়াত শেষে আমিন বলতে হয়। কারণ সুরাটি মুলত দোয়া।
আমিন এর জাবাবে কি বলতে হয়।
আমিন এর জবাবে ছুম্মা আমিন বলতে হয়।
আমীন নাকি আমিন।
আমিন হবে নাকি আমিন হবে” এটা অনেকে জানতে চান। অনেকে মনে করেন উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। বস্তবে কোন পার্থক্য নেই। বিদেশি শব্দের বানানে এরকম পরিবর্তন দেখা যায়। তবে বাংলা একাডেমির নিয়মানুযায়ী “আমিন” হবে। “আমীন” হবে না।
আমিন শব্দের ইংরেজি।Ameen in English.
আমিনব শব্দের ইংরেজি কি? ইংরেজিতে আমি কিভাবে লেখে। এটা নিয়ে অনেকে দ্বিধান্বিত হন। ইংরেজি amin or ameen উভয়ভাবে আমিন লিখা যায়।বতবে ameen এটা প্রচলন বেশী। ameen meaning in bengali
আমিন কেন বলতে হয়।
আমরা আল্লাহ কাছে মুখাপেক্ষী। আমরা বিপদ-আপদে তারই কাছে চাই। আমিন এক প্রকার চাওয়ার উপলক্ষ। এটা দোয়া। আমিন মানে আমার দোয়া কবুল করুন। আল্লাহ কাছে দোয়া করলে এটা বলতে হয়।